নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইট এর প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- "দূর্গা পূজার আগে বাড়ী থেকে দূর করুন এই সাতটি জিনিস"।
সামনেই মহালায়া,এর পর দুর্গাপূজা। এই সময় প্রতিটি বাঙ্গালীদের বাড়ি নতুন করে সেজে উঠবে। তাই পূজোর আগে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। শাস্ত্র মতে এমন কিছু জিনিস আছে, যা বাড়িতে থাকলে দুর্ভাগ্যকে ডেকে আনে। আর এই জিনিসগুলি যদি দুর্গাপূজার আগে আপনার বাড়িতে থাকে তাহলে পূজা মাটি হতে সময় লাগে না। কারণ এই জিনিসগুলো বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করে। তাই আপনি যদি চান এবারের পুজো সুখে-শান্তিতে ও আনন্দে কাটুক, তাহলে মহালয়ার আগে বাড়ি থেকে দূর করুন এই সাতটি জিনিস।
প্রথমটি কমবেশি প্রায়ই আমাদের সবার বাড়িতেই দেখা যায়-"মাকড়সার জাল"। এটি হলো দুর্ভাগ্যের অন্যতম একটি কারণ। ঘরবাড়িতে মাকড়সার জাল থাকা খুবই অশুভ। তাই পূজোর আগেই ঘর থেকে মাকড়সার জাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখুন।"ছেড়া জামা কাপড়"-পুরনো ছেড়া জামা কাপড় অপ্রয়োজনীয় জামাকাপড় বা যে জামা কাপড় গুলো আপনারা পড়েন না ,সেইসব জামা কাপড়গুলো মহালয়ার আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন।"ভাঙ্গা কাঁচ"-পরিবারের বড়োরা সব সময় এ কথা বলে থাকেন ভাঙ্গা কাঁচ-এ মুখ দেখা নাকি অমঙ্গল। কথাটা কিন্তু সত্যি, বাড়িতে কখনোই ভাঙ্গা কাছে রাখবেন না। এটি দারিদ্র্যের লক্ষণ। তাই পুজোর আগে বাড়ি থেকে ভাঙ্গা কাঁচ বা ভাঙ্গা আয়না গুলি সরিয়ে ফেলুন। "বাদুড়"-যে বাড়িতে মানুষের চলাচল নেই, সেখানে বাদুড় বসবাস করে। এই জীব টি দুর্ভাগ্য, অসুস্থতা ও দারিদ্রতা বাড়িতে নিয়ে আসে। তাই আপনি যদি এমন জায়গায় বসবাস করেন যেখানে প্রচুর পরিমাণে বাদুরের আনাগোনা, তাহলে সূর্য ডোবার আগে বাড়ির দরজা-জানালা বন্ধ করে দিন ।"দুর্ঘটনা যুক্ত ছবি"- অনেক সময়ই বাড়ির দেয়ালে দুর্ঘটনা যুক্ত ছবি আমরা টানিয়ে রাখি, বাড়িতে ভুলেও কোন সময় দুর্ঘটনা যুক্ত ছবি রাখবেন না। এইগুলি অনেক সময় নেগেটিভ শক্তি বহন করে। তাই আপনার বাড়িতে এই ধরনের ছবি থাকলে তা আজই সরিয়ে ফেলুন। "মরে যাওয়া গাছ" -বাড়িতে মরে যাওয়া গাছ বা শুকনো গাছ রাখা বিপদজনক। আমরা অনেক সময়ই শুনে এসেছি যে বাড়িতে মরা গাছ রাখতে নেই।তাই এমন কিছু আপনার বাড়িতে থাকলে তা মহালয়ার আগেই সরিয়ে ফেলুন। "আবর্জনার স্তুপ"-বাড়িতে আবর্জনার স্তুপ থাকলে, সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। কারণ কোন বাড়িতে যদি আবর্জনার স্তুপ থাকে সেটি দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখতে ভালো লাগে না। তাই প্রত্যেকদিন সকালবেলায় নিজের বাড়ির সহ ,আপনার বাড়ির আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। তাতে বাড়িতে যেমন পজিটিভ শক্তি বৃদ্ধি পায় তেমনি বাড়ির আশেপাশের এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন,সুস্থ ও সুন্দর থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়িতে এই ধরনের জিনিস গুলো থাকলে আমাদের বাড়িঘর ও জীবনের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্ত জিনিসের জন্য আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। তাই সুখে শান্তিতে থাকতে হলে পুজোর আগেই এই সাতটি জিনিস আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন।
সকলেই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা