Breaking

Search Content

Follow Us

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ইতু পূজা কি? কেন করা হয়? ইতু পূজার নিয়ম, মন্ত্র ও ব্রতকথা || itu puja vidhi & mantra

  নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।

আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- ইতু পূজা কি? কেন করা হয়? ইতু পূজার নিয়ম, মন্ত্র ও ব্রতকথা। কেনই বা এই পূজা করা হয়ে থাকে এবং এই পূজার পদ্ধতি কিরূপ? এই লেখাটির মাধ্যমে আপনাদের কাছে ইতু পূজা সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করব।



•ইতু পূজা করার কারণ-

বন্ধুরা ইতু পূজার ব্রত কথাই বলা হয়েছে-

"অষ্ট চাল অষ্ট দূর্বা কলস পত্র ধরে ইতু কথা প্রাণভরে শোনো একমনে। "

"ইতু দেন বর, ধনে জনে বারুক ঘর।"

ব্রতকথা থেকে এই বিষয়টি স্পষ্ট - ইতু পূজা করা হয়ে থাকে মূলত সংসারের শ্রীবৃদ্ধির জন্য। এছাড়াও লৌকিক কথা অনুযায়ী এই পূজার মাধ্যমে নারীর বন্ধ্যাত্ব যেমন দূর হয় তার পাশাপাশি অবিবাহিত নারীরা মনের মত স্বামী পেয়ে থাকেন। গৃহিণীরা সন্তান ও পতি সুখ লাভ করে এবং সংসারের দারিদ্রতা দূরভূতী হয়।

 কোন দেবদেবীর উদ্দেশ্যে এই পূজা করা হয়ে থাকে?     -মূলত দেবী লক্ষী এবং সূর্য নারায়ণের উদ্দেশ্যে এই ইতু পূজা পূজা করা হয়ে থাকে। 


ইতুপূজার সময়-

অগ্রহায়ণ মাসে সূর্য যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তখন সেই অবস্থানে সূর্যের নাম মিত্র বলা হয়। প্রত্যেক বছর কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত রবিবার দিন করে এই পূজা গ্রামবাংলার মহিলারা করে থাকেন।

ইতু পূজা পদ্ধতি-

এই পূজার পদ্ধতি বড়ই অদ্ভুত এবং সুন্দর।সচরাচর যেভাবে মা লক্ষ্মীর পূজা করা হয় বা সূর্য দেবতার উপাসনা করা হয়, সেরকমভাবে কিন্তু এই ইতু পূজা করা হয় না। এই পূজা করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। এই পূজাতে না লাগে কোনো মূর্তি, না লাগে কোনো দেবদেবীর ছবি। ঠিক তেমনি কোন পুরুত বা ঠাকুরমশাই প্রয়োজন পড়ে না। গৃহের মহিলারাই এই পূজা করে থাকেন। 

একটি প্রশস্ত মৃত্তিকা সরায় অর্থাৎ একটি মাটির পাত্রে মাটি ভরে তার উপরে তার উপরে পাঁচ কলাই অর্থাৎ ছোলা, মুগ, মটর, অরহর, সরষে এবং ধান শস্য পুঁতে দেওয়া হয়। এরই সঙ্গে দেওয়া হয় মান কচু, কলমি লতা, হলুদ, আখ এবং শুশনি গাছের ছোট চারা বা মূল। তার ওপর দুইখানি ঘর জল ভরে রাখা হয়। অগ্রহায়নের ভরে রবিবার দিন উপাস করে, ব্রত কথা পড়ে এই ইতু পূজা করা হয়ে থাকে। পূজার সময় ফুলের মালা, ধূপ, দীপ, সিঁদুর,ফল, মিষ্টান্ন এবং নবান্ন সহযোগে এই পূজা করা হয়ে থাকে। 

এই সম্পর্কিত অধিক জানতে আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্রয়োজন বোধ করলে দেখে নিতে পারেন-


এই দিন নতুন গুড় এবং চাল-দুধ দিয়ে পরমান্ন তৈরি করে মা লক্ষ্ম এবং সূর্য নারায়ণ এর উদ্দেশ্যে নিবেদন করা হয়। পূজার সময় সূর্যদেবের উদ্দেশ্যে এবং মাটি ভরা পাত্রে জল ঢালার সময় মহিলারা এই মন্ত্রটি বলে থাকেন-

"ইতু ইতু নারায়ন, তুমি ইতু ব্রাহ্মণ।

তোমাশ্রে ঢালি জল,অন্তিম কালে দিও ফল।

ওম্ ইতু লক্ষ্মী দে্ব্যায় না্মাহা।

ওম্ সূর্যদে্ব্যায় না্মাহা।।"

জল ঘটে ঢালার সময় খেয়াল রাখতে হয় তা যেন মাটিতে পড়ে অথবা ঘট উপচে পড়ে। অর্থাৎ সরার মাটি যেন স্বরস হয় এবং এই সরার মাঝে অবস্থিত শস্যদানা গুলি যত বড় হয়ে ওঠে এবং শস্য-শ্যামলা হয়ে ওঠে ততোই গৃহের শ্রীবৃদ্ধি ঘটে বলে মনে করা হয়।


প্রকৃতিকে মা লক্ষ্মী রূপে গণ্য করে সমস্ত প্রাণ শক্তির উৎস সূর্য দেবতার একসঙ্গে পূজা করা হয়ে থাকে। এইযে ইতুপূজার ইতু শব্দটি 'মিতু' অর্থাৎ 'মিত্র' থেকে এসেছে।

আমরা যাকে ইতু পূজা বলে থাকি অনেকে আবার এই পূজাকে - লক্ষ্মীর সাধ দেওয়া ব্রতোও বলে থাকেন। শুধুমাত্র ভারতবর্ষে এই পূজার প্রচলন রয়েছে তা কিন্তু নয়। এছাড়াও বাংলাদেশ, পারস্য, চীন প্রভৃতি দেশে এই পূজার প্রচলন দেখা যায়।

আশা করি বন্ধুরা লেখা টি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অথবা যারা ইতুপূজা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন।

 ভালো থাকুন, সুস্থ থাকুন।

 নমস্কার ধন্যবাদ।।

 ঈশ্বর আপনার মঙ্গল করুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা