Breaking

Search Content

Follow Us

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

পৌষ পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য || পুত্রদা একাদশী ব্রতকথা।




নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।


আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল-  পৌষ মাসের শুক্লপক্ষের 'পুত্রদা একাদশী' ব্রত মাহাত্ম্য সম্পর্কে।


প্রত্যেকটি মাসেই দুটি করে একাদশী আমরা দেখতে পাই। পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী তাকে বলা হয় পৌষ 'পুত্রদা' একাদশী।


মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণ কে প্রশ্ন করলেন- হে কৃষ্ণ! পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? ওই একাদশীতে কোন দেবতা পূজা করা হয় এবং পূজার বিধিই বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন।


তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী- 'পুত্রদা' একাদশী নামে খ্যাত। সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ন। ত্রিলোকে এর মত শ্রেষ্ঠ ব্রত আর নেই। যারা এই ব্রত পালন করে তাকে শ্রীগুরু নারায়ন বিদ্বান ও যশোশ্রী করে তোলেন। এই বলার পর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কে বললেন আপনি এখন আমার কাছে ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন।


আরো পড়ুনঃ - পৌষ পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচী ও শুভ মুহূর্ত - পারনের সময়।



[পৌষ পুত্রদা ব্রত মাহাত্ম্য]



পুত্রদা একাদশী ব্রতকথাঃ-

ভদ্রাবতী পুরীতে সুকেতুমান কুমার নামে একজন রাজা ছিলেন । তার রানীর নাম ছিল শৈব্যা । রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে-কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলনা, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বয্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোন সুখ ছিলনা । 


আরো পড়ুনঃ - ২০২২ সালে সারা বছরের একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচী।

তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য। পিতৃ- দেব-মনুষ্য লোকের কাছে যে ঋন শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু , আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তা গ্রস্থ রাজা আত্মহত্যা করবেন বলেস্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন- ‘আত্মহত্যামহাপাপ, এরফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হবে। কিন্তু, আমার পুত্রহীনতা তো দূর হবেনা। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন । বন ভ্রমন করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা-তৃষ্ণায় কাতর হলেন।এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবান, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ন মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রমছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগন বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরনে তিনি দন্ডবত প্রণাম করলেন । মুনিগন রাজাকে বললেন-


হে মহারাজ! আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন । রাজা বললেন- আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন ? 


মুনিগন বললেন- হে মহারাজ! আমরা 'বিশ্বদেব' নামেপ্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে পাঁচদিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম 'পুত্রদা'। 


মুনিগন বললেন-হে মহারাজ ! আজ সেই পুত্রদা একাদশীতিথি। তাই এখনই আপনি এইব্রত পালন করুন। ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আহার করে সেইব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে পারন করলেন রাজা।এরপর রাজা নিজ গৃহে ফিরে এলেন।ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি  পুত্র লাভ হল। 


আরো পড়ুনঃ - ২০২২ সালের প্রথম একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচী || পৌষ পুত্রদা একাদশীর সঠিক তারিখ ও শুভ মুহূর্ত - পারনের সময়।


এবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন- হে মহারাজ ! এই ব্রত সকলের পালন করা কর্তব্য । মানব কল্যান কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ননা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই 'পুত্রদা' একাদশী ব্রতপালন করবে, তারা পুত্র সন্তান না লাভের নরক যন্ত্রণা থেকে মুক্তিলাভ করবে। ব্রহ্মান্ড পুরানে এই মাহাত্ম্য বর্ননা করা হয়েছে - এই ব্রতকথা শ্রবনে 'অগ্নিষ্টোম যজ্ঞের' ফল পাওয়া যায়। 

আরো পড়ুনঃ - ২০২২ সালে সারা বছরের একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচী।

আশাকরি বন্ধুরা আপনারা ব্রত কথাটি পড়ে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে যারা পুত্রদা একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক অথবা আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা