নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- বাড়িতে সহজ সরল ভাবে "সত্যনারায়ণ পূজা" পদ্ধতি সম্পর্কে।
প্রতিটি হিন্দু পরিবারেই বলতে গেলে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা করা হয়। মূলত পরিবার উপর থেকে অশুভশক্তি ও সমস্ত বাধা বিঘ্ন দূর করতে এবং সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা করা হয়। শাস্ত্রমতে যেকোনো কার্য করার প্রারম্ভে বিষ্ণুস্মরন অর্থাৎ, নারায়নের পূজা করার রীতি রয়েছে।
বন্ধুরা একটি কথা সদা সর্বদা মনে রাখবেন শাস্ত্রমতে স্ত্রীগণের নারায়ন শিলা স্পর্শ করার অধিকার নেই। কিন্তু, সত্যনারায়নের ফটোতে যে কেউই পূজা করতে পারেন। এই পূজার জন্য যে পুরোহিতের একান্ত দরকার এমন কোন কথা নেই। এই পূজা আপনি নিজে থেকেও চাইলে করতে পারেন।
সারা বছরে অনেকেই সত্যনারায়ণের পূজা করে থাকেন। কিন্তু, অনেক সময় পুরোহিত দিয়ে পুজো করানো সম্ভব হয়ে ওঠেনা। আবার অনেকে পুরোহিত দিয়ে পূজা করাতে চাইলেও ঠিকমতো পূজার উপকরণ গুছিয়ে পুরোহিতক সাজিয়ে দিতে পারেনা। তাই বন্ধুরা এই লেখাটিতে আজকে আপনাদের সত্যনারায়ণ পূজার যাবতীয় তথ্য তুলে ধরব।
আরো পড়ুনঃ - সত্যনারায়ণ পূজার প্রয়োজনীয় উপকরণ ও দশকর্মার ফর্দ মালা
সত্যনারায়ণ পূজা কখন করা হয়?
সত্যনারায়ণ পূজা বেশিরভাগ সকালেই করা হয়। কিন্তু, প্রদোষ কাল অর্থাৎ সন্ধ্যা রাত্রি এই পূজার সর্বোত্তম সময়।
{শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা পদ্ধতি}
প্রথমেই বলি সত্যনারায়ণ পূজা পঞ্জিকা দিনক্ষণ অনুযায়ী সঠিক সময়ে দিতে হয়। পূর্ণিমা, সংক্রান্তি, একাদশী বা শুক্লপক্ষের যেকোনো দিন সত্যনারায়ন পুজো দেওয়া যায়।
যে কোনো পূজায় পরিষ্কার পরিছন্নতা এবং শুদ্ধতার দিকে বিশেষ নজর দিতে হয়। ঠিক তেমন একইভাবে পরিছন্নতা, শুদ্ধতা এবং পবিত্রতা এই সত্যনারায়ণ পূজার একটি বিশেষ দিক। আর আপনারা হয়তো জানেনই শুদ্ধতার জন্য ব্যবহার করা হয় গঙ্গাজল। তাই জন্য পূজার স্থানটি এবং পূজা সামগ্রী গঙ্গা জলে শুদ্ধ করে নিন।
আরো পড়ুনঃ - গঙ্গাজলের রহস্য - গঙ্গাজল এত পবিত্র কেন?
আরো পড়ুনঃ - সত্যনারায়ণ পূজার প্রয়োজনীয় উপকরণ ও দশকর্মার ফর্দমালা।
এরপর পরিষ্কার একটি জল চৌকিতে সাদা বা হলুদ কাপড় পেতে তার ওপর শ্রী শ্রী সত্যনারায়ণের ফটো বা মূর্তিটি রাখুন। নারায়ণের ফটো বা মূর্তিটি কখনই বা হাত দিয়ে ধরবেন না। সর্বদা ডান হাত দিয়ে ধরুন। যদি আপনার গৃহে শালগ্রাম শিলায় পূজার রীতি থেকে থাকে তাহলে শালগ্রাম শিলাটিও জলচৌকির উপরে রাখতে হবে। তবে অবশ্যই কোনো মহিলা যেন তা স্পর্শ না করেন। আপনারা যদি পুরোহিত দিয়ে পূজা করান তাহলে পুরোহিত সঙ্গে করে শালগ্রাম শিলা টি নিয়ে আসবেন।
প্রথম পর্বঃ-
পান পাতার 'মোকাম' সাজানো পর্বঃ-সত্যনারায়ণ পূজায় বেশি পরিমাণে সাদা রং ব্যবহার করা হয়ে থাকে। পূজা স্থানে আলপনা দিতে হবে। এরপর ওই জল চৌকি চারিদিকে মোকাম বা পাতা সাজাতে হয়। এটি এই পূজার প্রধান অঙ্গ। মোকাম সাজানোর জন্য পাঁচটি পরিষ্কার নিখুঁত পানপাতার প্রয়োজন হয়। জল চৌকিতে নারায়ণের ফটোর পাশে দুটো পান পাতা রাখুন এবং ফটোর সামনে পাশাপাশি ভাবে তিনটি পান পাতা রাখুন। আপনি চাইলে এই পাতাগুলি আপনার ইচ্ছা অনুযায়ী পরপর সাজিয়ে একসঙ্গে রাখতে পারেন জল চৌকির উপর।
এরপর প্রত্যেকটি পান পাতায় সিঁদুরের একটি করে ফোটা দিন। তারপর প্রত্যেকটি পান পাতার ওপর সিঁদুরের ফোটা যুক্ত একটি করে কলা রাখুন। মোকাম সাজাতে কলা ছাড়া অন্য কোন ফল ব্যবহার করা যায় না। এরপরে প্রতিটি পান পাতায় সিঁদুরের ফোটা যুক্ত একটি করে সুপারি রাখুন।
এরপর প্রতিটি পান পাতায় একটি করে মোট পাঁচটি পৈতে, বাতাসা ও ষোলআনা অর্থাৎ একটি করে এক টাকা রাখুন। আর সম্ভব হলে প্রতিটি পান পাতায় একটি করে সাদা বা হলুদ রঙের ফুল দিয়ে দিন।
পরবর্তী পর্ব পূজা ঘট স্থাপনঃ- পূজার স্থানে আলপনা দিতে হবে । আলপনা দেওয়া সেই স্থানের উপর এবার পূজার ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপনের জন্য একটি ঘট, আম্রপল্লব, ধান, দূর্বা, ফুল বা ফুলের মালা, শিষ যুক্ত ডাব, পান পাতা এবং ঘটাচ্ছাদন বস্ত্র ইত্যাদি একত্রিত করে নিতে হবে।
ঘরের নিচে একটু মাটি দিয়ে তার ওপর ধান, দুব্বা ও আতপ চাল দিয়ে তার ওপর ঘট প্রতিষ্ঠা করতে হয়।
সত্যনারায়ণ পূজার ঘটের নিচের বা মধ্যে পঞ্চশস্য দিতে হয়। এরপর ঘটটি জলপূর্ণ করে বিজোড় সংখ্যক আম্রপল্লব জলে ধুয়ে তার প্রতিটি পাতায় সিঁদুরের ফোটা দিয়ে, শিষ যুক্ত ডাব ঘটের উপর রেখে তার উপর সিঁদুরের ফোটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটাচ্ছাদন বস্ত্র দিয়ে ঢেকে পূজাঘট স্থাপন করতে হবে। মনে রাখবেন ঘট আচ্ছাদন বস্ত্রটি সাদা কিংবা হলুদ রঙের হতে হবে এটি আপনি যেকোন দশকর্মা দোকানেই পেয়ে যাবেন। এরপর পূজা ঘরটির চারিদিকে ফুলের মালা দিয়ে দিতে হবে।এরপর ঘটটি সাদা সুতো দিয়ে বেষ্টনী করে দিতে হবে। অনেকেই চারটি তীর কাঠি ও সাদা সুতো দিয়ে ঘটটিকে বেষ্টনী করে দেয়। এটি সম্পূর্ণ আপনার ইচ্ছে আপনি চাইলে তীর কাঠি দিয়েও করতে পারেন। আবার নাও দিতে পারেন।
আরো পড়ুনঃ- 2022 সালের প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশীর সময়সূচী।
সত্যনারায়ন পূজায় সাদা বস্ত্র যেমন - ধুতি অথবা নতুন একটি গামছা আলাদা করে দিতে হয়। যা পড়ে পুরোহিতকে দক্ষিণা সহ দান করে দিতে হয়। কিন্তু যারা সারা বছর পুজো করেন অথবা ক্রয় করতে অক্ষম তারা শুধুমাত্র ঘটাচ্ছাদন বস্ত্রটি দিলেই হবে।
পরবর্তী পর্বঃ-
শ্রীশ্রী সত্যনারায়ণ পূজার নৈবেদ্য সাজানোর বিধিঃ-
নারায়ন পূজায় একটি থানায় পাঁচটি ফলের ওপর সিঁদুরের ফোটা যুক্ত গোটা ফলের নৈবেদ্য দিতে হয়। এছাড়াও একটি আতপ চালের এবং কুচানো ফলের নৈবেদ্য দিতে হয়। আর পঞ্চ দেবতার উদ্দেশ্যে আরো একটি আতপ চাল এবং কুচানো ফলের নবেদ্য দিতে হয়।
নারায়ণের নৈবেদ্য থালায় অবশ্যই পানের খিলি করে দেবেন ও গ্লাসে করে এক গ্লাস জল দেবেন। এছাড়াও আপনি চাইলে আপনার ইচ্ছামত রান্না করা ভোগ বা মিষ্টান্ন নিবেদন করতে পারেন। আর অবশ্যই কিন্তু নারায়ণের ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না।
পরবর্তী পর্বঃ-
সত্যনারায়ণ পূজার সিন্নি প্রসাদ তৈরির নিয়মঃ-
সত্যনারায়ণ পূজার প্রধান হলো সিন্নি। পূজা শেষে সিন্নি প্রস্বাদ দেওয়া হয়। কিন্তু বন্ধুরা এই সিন্নি প্রসাদ তৈরীর একটি নিয়ম রয়েছে। সত্যনারায়ণ পূজার সিন্নি দুই ভাবে দেওয়া যায়। একটি হল ৫ পোয়া, আরেকটি হলো- ৫ ছটাক। আমরা সকলেই মোটামুটি ভাবে জানি সিন্নি বানাতে - আটা, আখের গুড় বা পাটালি গুড়, বাতাসা, কলা, দুধ ইত্যাদি প্রয়োজন পড়ে।
'৫ পোয়া' - সিন্নি দিতে হলে -
১ কেজি ২৫০ গ্ৰাম আটা,
১ কেজি ২৫০ গ্ৰাম গুর,
১ কেজি ২৫০ গ্ৰাম বাতাসা,
১ কেজি ২৫০ গ্ৰাম দুধ,
২১ টি কলা ইত্যাদি প্রয়োজন।
আরো পড়ুনঃ - সত্যনারায়ণ পূজার প্রয়োজনীয় উপকরণ ও দশকর্মার ফর্দমালা।
এটি হলো সিন্নি দেওয়ার একটি পদ্ধতি। আর অন্য পদ্ধতিটি হলো- '৫ ছটাক' অর্থাৎ সাধ্যমত যার কোনো পরিমাণ নেই।
আরো পড়ুনঃ- 2022 সালের প্রথম একাদশী-পৌষ পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচী।
আশা করি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন সত্যনারায়ণ পূজায় কি কি রীতিনীতি মেনে করতে হয়। পরবর্তী অন্য একটি লেখনীতে সত্যনারায়ণ পূজার প্রয়োজনীয় উপকরণ ও দশকর্মার ফর্দ মালা নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা