নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে জানাই আপনাদের স্বাগতম। এই প্রতিবেদনে আপনাদের সামনে মন্ত্র সহ কোজাগরী লক্ষ্মী পূজার সহজ সরল পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। আশা করি এই প্রতিবেদনটি আপনার ভালো লাগবে।
মা লক্ষ্মী পূজোর প্রণালীঃ
প্রথমে মাথায় একটু গঙ্গাজল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন। তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন। যে কোনো পূজার আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম; কেন না, তিনিই সকল প্রাণশক্তির উৎস। এমনকী, সূর্যালোক ছাড়া শস্যও উৎপন্ন হবে না ! তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোটো তামার পাত্র সর্বদা রাখবেন। সূর্যের নাম করে সেই কুশীতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন। তারপর সংসারের সকলের মঙ্গলকামনা করবেন।
এরপর একটু গঙ্গাজল আপনার পূজার আসন, পূজার ফুল- নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবেন। এইভাবে পূজাদ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হয়। এরপর লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জলভরা ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গলচিহ্ন বা স্বস্তিকাচিহ্ন এঁকে নিতে ভুলবেন না। ঘটে একটি আমপল্লব (যাতে বিজোড় সংখ্যায় আমপল্লব থাকে) ও তার উপর একটি কলা বা হরীতকী দিয়ে উপরে একটি ফুল দেবেন। ইচ্ছা করলে ঘটে ও লক্ষ্মীকে একটি করে মালাও পরাতে পারেন।
এবার লক্ষ্মীকে ধ্যান করবেন।
লক্ষ্মীর ধ্যানমন্ত্র
ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-শৃণিভির্যাম্য-সৌম্যয়োঃ।
পদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্যমাতরম্।।
গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার-ভূষিতাম্।
রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।
অর্থঃ দক্ষিণহস্তে পাশ, অক্ষমালা এবং বামহস্তে পদ্ম ও অঙ্কুশধারিণী, পদ্মাসনে উপবিষ্টা, শ্রীরূপা, ত্রিলোকমাতা, গৌরবর্ণা, সুন্দরী, সর্বালঙ্কারভূষিতা, ব্যগ্রহস্তে স্বর্ণপদ্মধারিণী এবং দক্ষিণহস্তে বরদাত্রী দেবীকে ধ্যান করি।
মন্ত্রটি পাঠ করতে ভাল। নয়তো মা লক্ষ্মীর
রূপটি চোখ বুজে, হাত জোড় করে মনে মনে খানিকক্ষণ চিন্তা করবেন।
এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন
করবেন।
আহ্বান মন্ত্র :-
ওঁ লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ
ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি
ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান
গৃহাণ।
সংস্কৃতে মন্ত্র পড়তে অক্ষম হলে বাংলায় বলবেন, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি, ততক্ষণ তুমি আমার গৃহে স্থির হয়ে থাকো মা।
তারপর ভাববেন, মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল- নৈবেদ্য গ্রহণ করছেন। একে বলে মানসপূজা।
এরপর আপনার পূজাদ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে দেবেন ৷ লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন, তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মীপদচিহ্নে দেবেন। এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল।
এরপর দুর্বা ও একটু আতপ চাল ঘটে দেবেন। এটি হল অর্ঘ্য। এর সঙ্গে একটি ফুলও দিতে পারেন।
এরপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন।
এরপর মা লক্ষ্মীকে ফুল দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখাবেন। শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন।
তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন।
পুষ্পাঞ্জলি মন্ত্র—
এষ সচন্দনপুষ্পাঞ্জলি ওঁ শ্রীঁ লক্ষ্মীদেব্যৈ নমঃ। (শ্রীঁ উচ্চারণ হবে শ্রীং, নমঃ উচ্চারণ হবে নমহ।)
পুষ্পাঞ্জলি এক, তিন বা পাঁচ বার দিতে পারেন। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও দুটি তুলসীপাতা ঘটে দেবেন।তারপর ইন্দ্র ও কুবেরের নামে দুটি ফুলও
ঘটে দেবেন। মা লক্ষ্মীর পেচককেও একটি ফুল দেবেন।
আপনি যদি দীক্ষিত হন, তবে এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে জপসমর্পণ করবেন।
শেষে নিম্নোক্ত মন্ত্রে প্রণাম করবেন-
প্রণাম মন্ত্র :-
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং নিত্যং দেবি মহালক্ষ্মী নমোহস্তুতে ।।
মন্ত্র পড়তে অক্ষম হলে বিনা মন্ত্রেই
ভক্তিভরে মা-কে প্রণাম করবেন ।
এরপর ব্রতকথা পাঠ করবেন বা শুনবেন।
বিঃ দ্রঃ কেউ কেউ লক্ষ্মীকে পান-সুপারি দিয়ে থাকে। আপনাদের বাড়িতে তেমন প্রথা থাকলে দেবেন।
এরপর বাড়িতে যে লক্ষ্মীর পাঁচালি ও ব্রত কথা আছে তা অবশ্যই পাঠ করবেন ।
এই সমস্ত কিছু করার পর মা লক্ষ্মীর কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করুন।
একটি বিষয় সর্বদা মনে রাখবেন, মা লক্ষ্মী ভক্তের সবথেকে বেশি পছন্দ করেন সেটি হলো তার ভক্তি এবং নিষ্ঠা। তাই যথার্থ ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পূজা করলে মা প্রসন্ন হয়ে সমস্ত কিছুই প্রদান করেন।
আশাকরি প্রতিবেদনটি ভালো লেগেছে। সকলেই যাতে উপকৃত হতে পারে তার উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন; মায়ের কৃপায় সকলের মনোবাসনা পূর্ণ হোক এই কামনা করে আজ এখানেই শেষ করলাম।
নমস্কার , ধন্যবাদ ।
ঈশ্বর আপনার মঙ্গল করুক। 🙏
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা