নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- ষষ্ঠী থেকে দশমী দিন পর্যন্ত প্রত্যেকটি রীতিনীতি যেমন বোধন, অধিবাস, নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান,সন্ধিপূজা, পুষ্পাঞ্জলি, সপ্তমী পূজা, অষ্টমী পূজা ও নবমী পূজায় প্রয়োজনীয় কি কি দ্রব্য লাগে? সেই সম্পর্কে জানতে লেখা টি সম্পূর্ণ পড়ুন।
কল্পারম্ভের দ্রব্য – সিন্দুর, পঞ্চবর্ণের গুড়িঁ, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, পঞ্চশষ্য, পঞ্চগব্য, ঘট ও কুণ্ডহাঁড়ি, দর্পণ ১, তেকাঠা ১, তীর ৪, একসরা আতপ তণ্ডুল, সশীষ ডাব ১, ঘটচ্ছাদন গামছা ১, বিষ্ঞুর ধুতি ১, কল্পনারম্ভের শাটী ১, চণ্ডীর শাটী ১, তিল, হরিতকী, পুষ্পাদি, চন্দ্রমালা, দধি, মধু, ঘৃত, চিনি, বড় নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কের বাটী ৩, ভোগের দ্রব্যাদি।
বােধনের দ্রব্যঃ
বিল্ববৃক্ষ বা ফলযুগ্ম সহিত বেলের ডাল
১টি, ঘট ১টি, একসরা আতপ তণ্ডুল,
ঘটাচ্ছাদন গামছা ১টি, সশীষ ডাব ১টি,
তীরকাঠি ৪টি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য,পঞ্চশস্য,
পঞ্চরত্ন, পঞ্চপল্লব, বােধনের শাটী ১টি,
বিল্ববৃক্ষ পূজার ধুতি ১টি, আসনাঙ্গুরীয়ক
২টি, মধুপর্কের বাটী ২টি ,বিল্ব বৃক্ষের পূজা
কেহ কেহ দশােপচারে করেন)। দধি, ঘৃত,
পুষ্পদি, তিল, হরিতকী, মাষভক্তবলি ১টি,
নৈবেদ্য ২টি, নৈবেদ, ছুরি ১টি, চন্দ্রমালা
১টি, ভােগের দ্রব্যাদি।
আমন্ত্রণের দ্রব্য – আমন্ত্রণের শাটী ১, আসনাঙ্গুরীয়ক ১, (একদিনে বোধন ও আমন্ত্রণ হইলে একটি মাত্র ষোড়শোপচারেই পূজা হইয়া থাকে)। মধুপর্কের বাটী ১, দধি, মধু, চিনি, ঘৃত, পুষ্পাদি, নৈবেদ্য ১, তিল, হরিতকী ১ ।
অধিবাসের দ্রব্যাদি:
তৈলহরিদ্র, মহী (গঙ্গামৃত্তিকা), গন্ধ, শিলা
(নুড়ি), ধান্য, দূর্গা, পুষ্প, ফল (অথ কদলী
একছড়া), দধি, মৃত, স্বস্তিক (পিটুলি
নির্মিত), সিন্দুর, খম, কজ্জল, রােচনা
(গােরােচনা), সিদ্ধার্থ (শ্বেতসপ), স্বর্ণ, রৌপ্য,
দর্পণ, অলক্তক (আলতা),হরিপ্রাসুত্র,লৌহ,
চামর, দীপ, তীর, আরতি।
নবপত্রিকা স্নান বা কলাবউ স্নানঃ
সঙ্কল্প করিয়া চণ্ডীর পূজা করেন, সপ্তমী
দিনে দুর্গাপূজার সঙ্কল্প করেন, তাদের
সকল দ্রব্য দিবার প্রয়ােজন হয় না
প্রতিপদে মাথা ঘষা, ফুলেল তৈল, আতর
চিরুণী, গােলাপজল। দ্বিতীয়া মাথা বাঁধিবা
পট্টডাের ১। তৃতীয়াতে দর্পণ, সিন্দুর
অলক্তক। চতুর্থীতে মধুপর্ক, কাংস্যবাটী
তিলক, অঞ্জন। পঞ্চমীতে অঙ্গরাগ, পট্টা
যথাশক্তি অলঙ্কার।
মহাস্নানের দ্রব্য:
তৈল, হরিদ্রা, দস্তফাষ্ঠ, অষ্টলস ৮,
সহত্রধারা ১, পঞ্চগব্য, পঞ্চামৃত,
পঞ্চশস্যচুর্ণজল,পঞ্চকায়, শিশিরােদক,
ইক্ষুরস,বেশ্যাদ্বারমুক্তিকা, গজদন্তমৃত্তিকা,
বরাদস্তমৃত্তিকা, গঙ্গামৃত্তিকা,
চতুষ্পথমুক্তিকা, রাজস্বারমুক্তিকা,
বীমৃত্তিকা, বৃষশৃঙ্গমুত্তিকা, নদীর
উভয়কুলমুক্তিকা, পকতিমৃত্তিকা, তিল
তৈল,বিষ্ণু তৈল, উঠাকে, নারিকোদক,
সৗেষদি, মহৌষধি, পঞ্চার মিশ্রিত জল,
সাগরােদক, পররেণুদক, দুদ্ধ, মধু, কপুর,
অগরু, চন্দন, কুম, বৃষ্টিজল, ফলােদক
(ডাবের জল), সরস্বতী (নদীর) জল,
নির্বাক, সপ্তসমুদ্রের জল।
সপ্তমী পূজার দ্রব্য:
পুরােহিত, পূজা ও আচার্য্য প্রণব ৪
জোড়া, বরণা অঙ্গুরীয়ক ও যজ্ঞােপবীত
৪টি করে,তিল, হরিতকী, পুষ্প প্রভৃতি, ঘট
১টি, শস্য,ডাব, দুই সরা আতপ তিল বা
ধান্য, বিল্বপত্র, কুগুডহাড়ি ১টি, তেকাঠা ১,
প্রধানদীপ ১টি, দর্পণ ১টি।
হোমের দব্যঃ
বালি, কাষ্ঠ, খােড়কে, গােমর, কুশ, ধৃত এক
সের, বিল্বপত্র ১০৮, পূর্ণপাত্র ১টি।
অষ্টমী পূজার দ্রব্যঃ
মহাস্নান দ্রব্য, দন্তকাষ্ঠ ১, বস্ত্র পূর্বদিনের
ন্যায়, অথবা একমাত্র মূল পূজার শাটী ১,
পুষ্প প্রভৃতি, আসনাঙ্গুরীয়ক ৪০, ২২ বা ১,
মধুপুর বাটা ঐ, দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য
৪০ বা ২২, চ্চা নৈবেদ্য ৪, চন্দ্রমাল্য,
পুষ্পমাল্য, বিল্বপত্রমালা, থালা ১, ঘড়া বা
ঘটি ১, নথ ১, লােহা, শঙ্খ ২, রচনা,
সিন্দুরচুবড়ি ১। (নন্দিকেশ্বর মার্ঘট,
নবপতাকা) ভােগের দ্রব্যাদি, আরতি।
সন্ধি পূজার দ্রব্যঃ
পুষ্প প্রভৃতি, স্বর্ণাঙ্গুরীয়ক ১, মধুপর্কের
কাংস্যবার্ট ১, দধি, চিনি, মধু, ঘৃত, চেলীর
শাটী ১, প্রধান নৈবেদ্য ১,কুচানাে নৈবেদ্য ১,
থালা ১, ঘড়া ১, লােহা ও নথ ১, শাটা ১,
বালিশ ১টি, মাদুর ১টি, চন্দ্রমাল্য ১, থালা
১টি, দীপ ১০৮ টি, ভােগের দ্রব্যাদি আরতি।
নবমী পূজার দ্রব্যঃ
মহাস্নানের দ্রব্য, দন্ত কাষ্ঠ, পুষ্প প্রভৃতি,
বস্ত্র,আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটা,
(পুর্কেরনায় অথবা মুলপুজা ও চণ্ডীর শার্টী মাত্র),
দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য ৪০ ব্য ২২,
কুচা নৈবেদ্য ৪, থালা ১, ঘটি ১, চুবড়ি ১,
লােহা, নথ, চন্দ্র মালা, পুষ্পমালা, রচনা,
পান, পানের মশলা, হােমের বিস্বপত্র,
হােমের প্রব্যাহি, পূর্ণপত্র, আরতি, কুমারী
পূজা, দক্ষিণা।
দশমী পূজার দ্রব্যঃ
সকালে দশােপচারে পূজা, গন্ধ, পুষ্প, দুৰ,
তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য, দধি,
মুড়ক মিষ্টান্ন, সিদ্ধি, আরতি।
আশাকরি লেখা টি আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে শেয়ার করবেন অথবা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। ভাল থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার, ধন্যবাদ।।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা