Breaking

Search Content

Follow Us

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

কোজাগরী লক্ষ্মী পূজার (Kojagori Laxmi Puja) সময় যা ভুলেও করা উচিত নয় ।।

  নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।

আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- কোজাগরী লক্ষ্মী পূজার (Kojagori Laxmi Puja) সময় যা ভুলেও করা উচিত নয় ।। 


বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা করার সময় কিছু বিষয় নজর রাখা দরকার। কোজাগরী লক্ষ্মী পূজা করার সময় অনেকে অনেক প্রকার ভুল করে থাকেন। এই ভুলগুলো যদি আপনিও পূজার সময় করে থাকেন, তাহলে কোজাগরী লক্ষ্মী পূজা করা আর না করা সমান।

আমরা সকলেই জানি সংসারের মঙ্গলে মা লক্ষ্মীর ভূমিকা অপরিসীম তিনি সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য এবং ধন-সম্পদের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। মা লক্ষ্মী একদিকে যেমন অত্যন্ত চঞ্চলা অন্যদিকে তিনি আবার অল্পতেই সন্তুষ্ট হন। তাই তার পূজার খুব বেশি আড়ম্বরের প্রয়োজন পড়ে না। তবে পূজার সময় এমন কিছু কিছু বিষয় আছে যেগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন। কারণ এই বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ যে মা লক্ষ্মীর পূজার সময় এই বিষয়গুলো মেনে না চললে মা লক্ষ্মী এতে রুষ্ট হন। তাই এই বিষয়গুলি মায়ের পূজার সময় অবশ্যই মেনে চলার চেষ্টা করুন।

(আপনারা চাইলে আমাদের অমৃত কথা ইউটিউব চ্যানেলে এই বিষয়ক বিস্তারিত জানতে ভিডিও টি দেখে নিতে পারেন)-




কোজাগরী লক্ষ্মী পূজার (Kojagori Laxmi Puja) সময় যা ভুলেও করা উচিত নয় ।। 


বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টির কথা বলব- মা লক্ষ্মী পূজার সময় মূর্তিটি কে অথবা যারা ঘট স্থাপন করে পূজা করেন তারা সেই ঘটটিকে অবশ্যই উত্তর-পূর্ব দিকে রাখবেন। যদি উত্তর-পূর্বদিকে জায়গা না থাকে তাহলে সে ক্ষেত্রে শুধুমাত্র উত্তর দিকে অথবা শুধুমাত্র পূর্ব দিকে রাখতে পারেন। এছাড়া যে পুরোহিত মশাই পূজা করবেন তিনি মা লক্ষ্মীর দিকে মুখ করে পূজা করবেন , উত্তর দিকে মুখ করে পূজা করলে সব থেকে ভালো হয়। শাস্ত্রে এই উত্তর-পূর্ব দিক থেকে সব থেকে পবিত্র স্থান বলে গণ্য করা হয়েছে। এই দ্বীপটিকে ঈশান কোণ বলা হয়। সমস্ত পূজার্চনার ক্ষেত্রে এই দিকটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।


দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল মা লক্ষ্মীর পূজার সময় যে ধুপ-দীপ জ্বালবেন তা যেন আপনার ডান দিকে সর্বদা থাকে এবং প্রদীপের মুখ যেন সর্বদা মা লক্ষ্মীর দিকে থাকে অর্থাৎ উত্তর-পূর্ব দিকে থাকে। যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ ব্যবহার করবেন এবং প্রদীপটি যাতে সারারাত জলে তার জন্য ব্যবস্থা করবেন।


তৃতীয় যে বিষয়টির কথা বলব তা হল মা লক্ষ্মীর মূর্তি টি কে সর্বদা একটি উঁচু স্থানে বসাবেন। একটি জল চৌকি বা একটি বেদি তৈরি করে আপনি মা লক্ষ্মীর মূর্তি বসাতে পারেন। তবে এই বিষয়টি খেয়াল রাখবেন সেই জল চৌকি অথবা বেদির ওপর এ কোন সাদা অথবা কালো রং এর বস্ত্র দেবেন না। এই দুটি রং বাদে অন্য কোনো রঙের বস্ত্র দেবেন। সবথেকে ভালো হয় লাল অথবা গোলাপি রঙের বস্ত্র যদি আপনি দিতে পারেন। এছাড়াও আরেকটি বিষয়- মা লক্ষ্মীর মূর্তি কেনার সময় সর্বদা খেয়াল রাখবেন মা লক্ষ্মী যেন বসা অবস্থায় থাকে এবং একটি হাত দিয়ে যেন তিনি আশীর্বাদ প্রদান করতে থাকেন।


চতুর্থ যে বিষয়টির কথা বলব তা হয়তো সকলেই জানেন মা লক্ষ্মীর পূজার সময় কখনই তুলসী পাতা নিবেদন করবেন না। তুলসীর কোন দ্রব্য মা লক্ষ্মী পূজায় ব্যবহার করা হয় না। তবে মা লক্ষ্মীর পূজার সময় ভগবান বিষ্ণু কে স্মরণ করার জন্য আপনার তুলসী পাতার প্রয়োজন হতে পারে তখন আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। কিন্তু মা লক্ষ্মীর পূজার কোনো সামগ্রীর সাথে কখনোই কিন্তু তুলসী পাতা নিবেদন করবেন না। এর পাশাপাশি এই বিষয়টিও হয়তো আপনি জানেন যে মা লক্ষ্মীর পূজার সময় সাদা রঙের ফুল সর্বদা এড়িয়ে চলা উচিত। সাদা রংয়ের ফুল মা লক্ষ্মীর পূজাতে কখনোই ব্যবহার করবেন না। সাদা রং বাদে যেকোনো রঙের ফুল আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি মা লক্ষ্মীর অন্যতম পছন্দের পদ্মফুল কে আপনি যদি মা লক্ষ্মী সামনে নিবেদন করতে পারেন। এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন। তাই কোজাগরী লক্ষ্মী পূজার সময় সর্বদা চেষ্টা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল অথবা একটি গোলাপি রঙের পদ্ম ফুল মা লক্ষীকে নিবেদন করতে। কারণ মা লক্ষ্মী পদ্মফুলেই বিরাজ করেন। আর যদি অপরাজিতা ফুল নিবেদন করতে চান তাহলে নীল রঙের অপরাজিতা ফুল মা লক্ষ্মীর মাথায় নিবেদন করতে পারেন।


পঞ্চমত যে বিষয়টির কথা বলব তা হল মা লক্ষ্মী শঙ্খধ্বনি, উলুধ্বনি যতটা পছন্দ করেন ঠিক তেমনি কাঁসর, ঢাক,ঢোলের শব্দ ততটাই অপছন্দ করেন। তাই মা লক্ষ্মীর পূজার সময় এগুলি ব্যবহার থেকে বিরত থাকুন। উচ্চঃস্বরে যে কোন শব্দ মা লক্ষীকে রুষ্ট করে কারণ মা লক্ষ্মী শান্তির প্রতীক এবং আপনি এই বিষয়টিও হয়তো জানেন যে মা লক্ষ্মীর পূজার সময় কখনই কোন লোহার বাসন-কোসন বা লোহা জাতীয় কোন সামগ্রী ব্যবহার করা উচিত নয়। 


সর্বশেষে এই বিষয়টি খেয়াল রাখবেন যিনি মা লক্ষ্মী পূজা করছেন তিনি যেন সম্পূর্ণ সাদা অথবা সম্পূর্ণ কালো পোষাক পরিধান না করেন। চেষ্টা করুন মা লক্ষ্মীর পূজায় লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করতে।মা লক্ষ্মীর পূজার জন্য যে ফলটি একান্তই প্রয়োজন তা হলো শ্রীফল অর্থাৎ নারকেল। মা লক্ষ্মীর পূজার সময় নারকেলের তৈরি কোন দ্রব্য অবশ্যই ভোগে নিবেদন করবেন।এর পাশাপাশি ভোগে খিচুড়ি অথবা পায়েস নিবেদন করবেন। এই খিচুড়ি অথবা পায়েস কোনো পিতল অথবা কাসার বাটিতে নিবেদন করবেন। এইদিন পূজা শেষে যে খাবারটি খাওয়ার কথা বলা হয়ে থাকে তা হল নারকেল সহ চিপিটক (চিঁড়া) এবং এরই পাশাপাশি এই দিন নারকেল জলপানের কথা বলা হয়ে থাকে।

লক্ষ্মী পূজার সময় মায়ের পাশে করি অর্থাৎ লক্ষ্মী করি ,ধান,আতপ চাল এবং পান-সুপারি নিবেদন করতে ভুলবেন না। কোজাগরী লক্ষ্মী পূজা তে এই বিষয়গুলি মেনে চলুন।

আশাকরি লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে যারা লক্ষী পূজা করতে ইচ্ছুক তাদের জন্য শেয়ার করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল অমৃতকথা কে ফলো করতে পারেন। 

ভাল থাকুন , সুস্থ থাকুন ।

ঈশ্বর আপনার মঙ্গল করুক।

 নমস্কার ধন্যবাদ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা