নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- 2021 সালে কালীপূজা (Kali puja), দীপাবলি (Dipawali) ও মা লক্ষ্মী পূজার নির্ঘণ্ট, সময়সূচী ও পূজা পদ্ধতি || Diwali & Kali Puja
বন্ধুরা আজকে আপনাদের সামনে কালীপূজা নির্ঘণ্ট, সময়সূচী সম্পর্কে ব্যক্ত করব। এর সাথে সাথেই আপনারা হয়তো জানেন এই দীপান্বিতা অমাবস্যার দিন মা লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা করা হয়। সেই পূজা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব।
বন্ধুরা সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো দীপাবলি। এটি মূলত পাঁচদিন ব্যাপী একটি উৎসব। এই দীপাবলীর পাঁচটি দিন গুরুত্বপূর্ণ হলেও সবথকে অধিক গুরুত্বপূর্ণ অমাবস্যার দিন। যেই দিনে মূলত মা লক্ষ্মী, অলক্ষী এবং আমাদের এই বাংলায় মা কালীর পূজা করা হয়ে থাকে। যাকে শ্যামা মায়ের পূজাও বলা হয়। অশুভ শক্তির বিনাশে জীবনের অন্ধকার দূর করতে দীপাবলীর অমাবস্যার রাতে মূলত এই কালীপূজা করা হয়ে থাকে।
সনাতন ধর্মে তন্ত্র মন্ত্র মতে যে সমস্ত পূজা করা হয় তাদের মধ্যে মা কালী হলো অন্যতম। বলা হয় যাঁরা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান তারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হন। মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চান যারা, তারা নিষ্ঠার সাথে মা কালী পূজা করে থাকেন। আদ্যা শক্তি অপর নাম হল শ্যামা তথা কালী। তন্ত্র সাধনা বিদ্যা অনুযায়ী দশমহাবিদ্যার প্রথমা দেবী হলেন মা কালী। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ হিসেবে মা কালী এবং শিব শক্তিকে গণ্য করা হয়।
2021 সালে কালীপূজা ও লক্ষ্মীপূজার নির্ঘণ্ট ও সময়
কালী পূজার সাথে সাথে দীপান্বিতা অমাবস্যা তিথিতে লক্ষ্মী ও অলক্ষ্মীর পূজা করা হয়। তন্ত্রমতে অষ্টবীদ যে কালী রয়েছে তার মধ্যে অন্যতম হলো দক্ষিণা কালী। দীপান্বিতা অমাবস্যা তিথির মধ্যরাতে এই দক্ষিণা কালীর পূজা করা হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2021 সালে (১৪২৮ বঙ্গাব্দে) দীপান্বিতা অমাবস্যা পড়েছে 4 নভেম্বর বৃহস্পতিবার দিন। এই আমাবস্য শুরু হচ্ছে সেই দিন সকাল 6 টা বেজে 3 মিনিট থেকে পরদিন 5 নভেম্বর মধ্যরাত্রি থেকে 44 মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে। তবে মা কালীর পূজা শুরুর নির্দিষ্ট একটি সময় রয়েছে। আর এই সময়টি হলো ওই দিন অর্থাৎ 4 ই নভেম্বর বৃহস্পতিবার রাত্রি 10 টা বেজে 55 মিনিট থেকে রাত্রি 11টা বেজে 46 মিনিট পর্যন্ত সময়কাল। এই সময়কাল মা কালী পূজার জন্য আদর্শ সময় হিসেবে গণ্য। অমাবস্যার ব্রত উপবাস এবং নিশিপালন সেদিন করা বিধেয়। যেহেতু মা কালীর পূজা তন্ত্র মতে উপযুক্ত নিয়মে মন্ত্রের শহীদ এই পূজা করতে হয় তাই উপযুক্ত পুরোহিত সহযোগে এই পূজা করা বিধেয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই দীপান্বিতা অমাবস্যার দিন শ্রী শ্রী মা লক্ষ্মী এবং অলক্ষ্মীরও পূজা করা হয়ে থাকে। তাই যারা লক্ষী পূজা করতে চাইছেন তারা বৈকাল 4টে বেজে 55 মিনিট থেকে সন্ধ্যা 6 বেজে 31 মিনিট পর্যন্ত সময়ের মধ্যে করতে পারেন। যেহেতু 4 ই নভেম্বর বৃহস্পতিবার এই লক্ষ্মী পূজা পড়েছে সেই কারণে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের ব্রতকথা ও পাঁচালী পরতে কখনো ভুলবেন না।
2021-দীপাবলি নির্ঘণ্ট ও সময় (Diwali 2021)
আপনারা হয়তো জানেন এই দিন সমগ্র বাড়িজুড়ে প্রদীপ ধরানো হয়ে থাকে। এই বিষয়টিকে মূলত বলা হয়ে থাকে দীপাবলি। অর্থাৎ আলোর উৎসব। 2021 সালে এই দীপাবলি সময় পড়েছে 4 নভেম্বর মঙ্গলবার দিন সন্ধ্যে 6 টা বেজে 9 মিনিট থেকে রাত্রি 8 টা বেজে 20 মিনিট পর্যন্ত সময়কাল। এই সময়ের মধ্যে দীপাবলি প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো সবথেকে বেশি শুভ ও মঙ্গল জনক।
আশা করি ভিডিওটা দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে শেয়ার করবেন অথবা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার, ধন্যবাদ।।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা