নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- ধনতেরাসের যে জিনিস কেনা সবথেকে শুভ || ধনতেরাসের শুভ কেনাকাটি|| (Dhanteras 2021 Buying things)
শাস্ত্র মতে ধনতেরাসের দিনে মা লক্ষ্মীর প্রতীক যুক্ত কোন জিনিস যদি ক্রয় করা যায় তা সহস্রগুণ ও ফলপ্রাপ্ত হয়ে থাকে। সেই কারণে ধনতেরাসের শুভক্ষণে বিশেষ কিছু দ্রব্য ক্রয় করার কথা বলা হয়ে থাকে। সবথেকে ভালো হয় এই দিন আপনি যদি আপনার রাশি বা জন্মলগ্ন অনুযায়ী কোনো জিনিস ক্রয় করেন। তবে একান্তই আপনি যদি আপনার রাশি বা জন্ম লগ্ন না জেনে থাকেন সেক্ষেত্রে কোন কোন দ্রব্য সকলেই ক্রয় করতে পারেন সে সম্পর্কেও জানাবো আজকের এই লেখাটিতে। প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 13 তম দিনটি অর্থাৎ ত্রয়োদশী ধনতেরাসের দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে। এইদিন নানা কারণে গুরুত্বপূর্ণ।
এই ধনতেরাস এর দিনটির রহস্য সম্পর্কে ইতিপূর্বেই একটি লেখনীতে আপনাদের সামনে ব্যক্ত করেছি। প্রয়োজন বোধ করলে সেটি দেখে নিতে পারেন- CLICK HERE
রাশি বা জন্ম লগ্ন ভিত্তিক কেনাকাটি
ধনতেরাসের দিন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয়টি হলো- ধনতেরাসের দিন সঠিক সময়ে অর্থাৎ অমৃতযোগে মা লক্ষ্মীর প্রতীক যুক্ত কোন জিনিস বা বস্তু কেনাকাটা করা। যদি আপনি আপনার রাশি বা জন্ম লগ্ন জেনে থাকেন সেই হিসেবে কেনাকাটা করা অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে।
যেমন ধরুন আপনি যদি মেষ রাশির বা মেষ লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্য শুভ সোনা, পিতল, তামা। এই তিনটির মধ্যে যেকোনো একটি কিনলে নিশ্চিত রূপে ধনবৃদ্ধি হবে। এছাড়াও মেষ রাশির জাতক-জাতিকারা এই দিনে ইলেকট্রনিক্স দ্রব্য এবং জমি-বাড়ি ক্রয় করলে তা অধিক শুভ বলে গণ্য হবে। তবে এই দিন এই রাশির জাতক-জাতিকারা ভুলেও গাড়ি ক্রয় করবেন না।
দ্বিতীয়তঃ বৃষ রাশির জাতক-জাতিকারা এই দিনে রুপা কেনা সবথেকে শুভ। এর পাশাপাশি তাঁরা সারি গাড়ি এবং জমি কিনলেও তা শুভ হিসেবে গণ্য হবে এবং চাইলে এই দিন তারা ব্যাংকে ফিক্স ডিপোজিটও করতে পারেন।
অন্যদিকে মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই দিন তামা ধাতু কেনা সবথেকে শুভ তবে,সোনা,রুপা, সম্পত্তি এর সাথে সাথে ইলেকট্রনিক্স দ্রব্য তারা ক্রয় করতে পারেন।
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতলের দ্রব্য কেনা সব থেকে শুভ। তবে এই দিন তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ বা জমি ক্রয়ও করতে পারেন।
সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোনা ও তামা ধাতু কেনা সবথেকে শুভ। তবে এই দিন তারা কাঠের আসবাবপত্র মিউচুয়াল ফান্ড ফিক্স ডিপোজিট এই সমস্ত ক্ষেত্রেও বিনিয়োগ বা ক্রয় করতে পারেন ।
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ধাতু ক্রয় করা সবথেকে শুভ তা হল সোনা এবং রুপা। তবে এই দিন তারা নতুন গাড়ি ও ইলেকট্রনিক্স দ্রব্যও ক্রয় করতে পারেন।
তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিন যা ক্রয় করা সব থেকে বেশি শুভ হিসেবে গণ্য করা হয় সেটি হলো রুপো। এই দিন নতুন বাসন-কোসন ও নতুন জামা-কাপড় কেনা এই রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হবে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে এই দিন গাড়ি কেনা থেকে বিরত থাকা প্রয়োজন।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই দিন যে ধাতু ক্রয় করার সবথেকে শুভ তা হলো পিতল। পিতলের তৈরি পূজার সামগ্রী এইদিন কিনতে পারেন। এর পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে কোনো বিনিয়োগ এইদিন করা যেতে পারে।
ধনু রাশির ক্ষেত্রে এই দিন সব থেকে শুরু হল রুপা এবং সোনা। এর পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্র এবং জমি কেনা এই রাশির ক্ষেত্রে শুভ বলে গণ্য হবে।
মকর রাশির ক্ষেত্রে গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক্স এর উপকরণ, রুপোর জিনিস এই দিনকে কেনা অধিক শুভ বলে গণ্য।
কুম্ভ রাশির ক্ষেত্রে এই দিন পিতলের জিনিসপত্র কেনা সবথেকে বেশি শুভ। এর পাশাপাশি সোনা, রুপা এবং ব্যাঙ্কে ফিক্স ডিপোজিটো করতে পারেন। তবে ভুলেও এই দিন গাড়ি কিনবেন না।
মীন রাশির ক্ষেত্রে এই দিন সব থেকে কেনা শুভ হল রুপা। এর পাশাপাশি এই দিন নিজের উন্নতির জন্য যেকোনো চুক্তি ফাইনাল করতে পারেন। সে ক্ষেত্রে তা শুভ বলে গণ্য হবে।
এই সম্পর্কিত অধিক বিস্তারিত জানতে আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্রয়োজন বোধ করলে দেখে নিতে পারেন-
সকলের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়
এরপর আসবো সকলের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টিতে। অনেকেই বন্ধুরা নিজের রাশি ও জন্মলগ্ন সঠিকভাবে জানেন না। তাদের ক্ষেত্রে এই ধনতেরাসের দিন কেনা যায় এরকম চার প্রকার ধাতুর সামগ্রীর কথা বলব। এই চার প্রকার ধাতুর সামগ্রীর মধ্যে- যেকোনো এক প্রকার দ্রব্য আপনি কিনলে তা আপনার ক্ষেত্রে শুভ বলে গণ্য হবে ।
প্রথমত, সেই সামগ্রীটি যদি কলস অথবা কোনো কিছু রাখার পাত্র হয় তাহলে তো খুবই ভালো হয়।এই চার প্রকার ধাতু হলো রুপা,সোনা,পিতল এবং তামা। এই চারটি ধাতুর মধ্যে যেকোনো একটি ধাতুর সামগ্রী কেনা খুবই শুভ এবং তা সহস্রগুণ পর্যন্ত ফল প্রাপ্ত করে।
দ্বিতীয়তঃ এই দিন আপনার পূজার জন্য কেনা যেকোনো সামগ্রী অধিক শুভ বলে গণ্য হবে। আপনার ইষ্টদেবতার অর্থাৎ আপনি যে দেবতার পূজা রচনা করেন সেই দেবতার পূজার্চনার জন্য প্রয়োজনীয়- ঠাকুরের বাসনপত্র ধনতেরাসের দিন কিনতে পারেন। সেটি অত্যন্ত শুভ বলে গণ্য হয়। যেমন ধরুন - প্রদীপ , ঘন্টা, কোশাকুশি এছাড়াও অন্যান্য ঠাকুরের বাসন।
তৃতীয়তঃ এইদিন আপনি আপনার ইষ্ট দেবতা অর্থ যে দেবতার পূজা করেন তার মূর্তি কিনতে পারেন। যেমন- ধরুন লক্ষ্মী, গণেশ, হাতি, কচ্ছপ, লাফিং বুদ্ধ প্রভৃতি মূর্তি আপনি ক্রয় করতে পারেন। কিন্তু মনে রাখবেন এই প্রত্যেকটি সামগ্রী যেন ওই চারটি ধাতুর মধ্যে যেকোনো একটি ধাতুর হয়।
চতুর্থত , এইদিন দক্ষিণাবর্ত শঙ্খ, শাখা, পলা অথবা মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের করীও কিনে আনতে পারেন। কিন্তু যখনই করি কিনবেন অন্তত পাঁচটি করী অবশ্যই কিনবেন।
পঞ্চমত এইদিন আপনি যেকোন ধরনের শস্য কিনে আনতে পারেন। কিন্তু মনে রাখবেন সেই কেনা শস্য আপনি যেন অবশ্যই মাটিতে বপন করতে পারেন। তাই সে ক্ষেত্রে ধন্নে বা ধনে এই ধনতেরাসের দিন কিনে আনতে পারেন। এর পাশাপাশি যদি সম্ভব হয় এই দিন পারলে দুটি ঝাঁটা কিনুন এবং তার সঙ্গে কিনুন এক প্যাকেট লবণ। এই বিষয়গুলিকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। কারন এই বিষয়গুলি গৃহে অশুভ শক্তির বিতাড়িত করতে সাহায্য করে।
সর্বশেষ যে বিষয়ে কথা বলব তা হলো আপনি যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার প্রয়োজনীয় যে কোনো দ্রব্য সামগ্রী এই ধনতেরাসের দিন ক্রয় করতে পারেন। তবে খেয়াল রাখবেন সে যেন কখনোই লোহ, কাঁচের সামগ্রী না হয়।
আশাকরি সকলেই বুঝতে সক্ষম হয়েছেন ধনতেরাসের দিন আমাদের কি কি কেনা প্রয়োজন । ভালো লাগলে আপন জনের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আমাদের অমৃত কথা ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন।
ভালো থাকুন , সুস্থ থাকুন।
নমস্কার , ধন্যবাদ ।।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা