Breaking

Search Content

Follow Us

সোমবার, ১ নভেম্বর, ২০২১

মা কালীর (Maa Kali) নাম -'কালী' কেন হল?

  নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।

আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- মা কালীর নাম -'কালী' কেন হল?




বন্ধুরা সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো দীপাবলি। এটি মূলত পাঁচদিন ব্যাপী একটি উৎসব। এই দীপাবলীর পাঁচটি দিন গুরুত্বপূর্ণ হলেও সবথকে অধিক গুরুত্বপূর্ণ অমাবস্যার দিন। যেই দিনে মূলত মা লক্ষ্মী, অলক্ষী এবং আমাদের এই বাংলায় মা কালীর পূজা করা হয়ে থাকে। যাকে শ্যামা মায়ের পূজাও বলা হয়। অশুভ শক্তির বিনাশে জীবনের অন্ধকার দূর করতে দীপাবলীর অমাবস্যার রাতে মূলত এই কালীপূজা করা হয়ে থাকে।


সনাতন ধর্মে তন্ত্র মন্ত্র মতে যে সমস্ত পূজা করা হয় তাদের মধ্যে মা কালী হলো অন্যতম। বলা হয় যাঁরা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান তারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হন। মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চান যারা, তারা নিষ্ঠার সাথে মা কালী পূজা করে থাকেন। আদ্যা শক্তি অপর নাম হল শ্যামা তথা কালী। তন্ত্র সাধনা বিদ্যা অনুযায়ী দশমহাবিদ্যার প্রথমা দেবী হলেন মা কালী। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ হিসেবে মা কালী এবং শিব শক্তিকে গণ্য করা হয়।


 পুরাণে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। তবে সাধারণভাবে মা কালী হলেন চারটি হাত বিশিষ্ট এবং তার গলায় ঝুলছে মুণ্ডমালা। মা কালীর গায়ের রং হয় কালো এবং তিনি তার স্বামী শিবের উপর দাঁড়িয়ে রয়েছেন।মা কালীর এই রুপ মূলত আমাদের মনে ভয় জাগায়।অসুরদের সঙ্গে ঘোর প্রলয়ঙ্কর লড়াই-এ নেমেছিলেন মা-কালী। চারিদিকে তমসাচ্ছন্ন, মা-এর সেই রুদ্রমূর্তিতে দিশেহারা অসুরদের দল। চণ্ডালিনী মূর্তির সেই গ্রাসে একে একে নিঃশেষ হয়ে যায় অসুরদের দল।কাল শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হল কালী। যার অর্থ হলো নির্ধারিত সময়। আবার মহাদেব বা শিবকে বলা হয়- 'কাল'। 'কাল'- এর অর্থ হল অনন্ত সময়। এই কালকে যিনি গ্রাস করেন তাকেই বলা হয় কালী। এই জন্যই মায়ের নাম হয়েছে- 'কালী'।


আশাকরি লেখাটা পড়ে আপনার সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে শেয়ার করবেন অথবা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন। 

ভালো থাকুন, সুস্থ থাকুন। 

নমস্কার, ধন্যবাদ ।।

ঈশ্বর আপনার মঙ্গল করুক।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা