নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- 2022 সালে কোন কোন রাশির মনের আশা পূর্ণ হতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে লক্ষ্মী লাভ হতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময় আসতে চলেছে এবং কোন রাশির ক্ষেত্রে অবশ্যই সাবধানতা মেনে চলা প্রয়োজন!
বন্ধুরা বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে সমস্ত গ্রহগুলি রাশির উপর সবথেকে বেশি প্রভাব ফেলে সেই সমস্ত গ্রহের মধ্যে সবথেকে অন্যতম গ্রহ হল- বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু।
বছরের শুরুতে বৃহস্পতি- মকর রাশিতে বিরাজ করলেও,বছরের মাঝামাঝি সময়ে বৃহষ্পতি মিন রাশিতে প্রবেশ করছে। অপরদিকে শনি গ্রহ বছরের শুরুতে কুম্ভ রাশিতে অবস্থান করলেও, বছরের মাঝামাঝি সময়ে মকর রাশিতে প্রবেশ করছে। তবে আবারো শনিদেব বছরের শেষদিকে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। অন্যদিকে বছরের শুরুতে রাহু, কেতু- বৃষ এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করলেও, বছরের মাঝামাঝি সময়ে এই রাহু এবং কেতু মেষ এবং তুলা রাশিতে প্রবেশ করছে। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাশির ক্ষেত্রে এর যে একটি বড় প্রভাব পড়তে চলেছে সে কথা নিঃসন্দেহে বলা যায়।
নতুন বছর 2022 সাল যেমন কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে ঠিক তেমনই কিছু রাশির ক্ষেত্রে খারাপ ভাগ্যও এনে দিতে পারে। কিছু কিছু রাশির বছরের শুরুতে ভালো থাকলেও শেষের দিকে খারাপ সময় আসবে। কিছু রাশির এই নতুন বছরে কিছু সাবধানতা মেনে চলা প্রয়োজন।
আরো পড়ুনঃ নিজের রাশি নিজেই দেখুন বাড়ি বসে খুব সহজেই।
•সবার প্রথমে যে রাশিটির কথা বলব তা হল-
১) মেষ রাশি-এই নতুন বছরে মেষ রাশির জাতক-জাতিকারা মিশ্রফল লাভ করবেন। এই বছর মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতির প্রবল শক্তিশালী সম্ভাবনা রয়েছে। কর্ম ক্ষেত্রে অনেক সময় অপ্রত্যাশিত শুভ পাবেন। শিক্ষার্থী অথবা গবেষণার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ভালো ফল মিলবে। তবে সম্পর্কের ক্ষেত্রে সাবধানে থাকা প্রয়োজন। কারণ বছরের মাঝামাঝি সময়ে রাহু মেষ রাশিতে প্রবেশের সময় কথা বাত্রায় কঠরতা থাকবে। ফলে এক্ষেত্রে অবশ্যই সংযত থাকা প্রয়োজন।
২) বৃষ রাশি- 2022 সালে সবথেকে বেশি উন্নতি হতে চলেছে যে রাশিটি সেটি হল বৃষ রাশি। জীবনের সমস্ত কিছুর ক্ষেত্রেই 2022 সাল এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বছরের শুরুতে রাহু উচ্চ অবস্থায় এই বৃষ রাশিতে অবস্থান করার ফলে, এই শুভ যোগ তৈরি হয়েছে। এই বছর এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, কর্ম ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বিভিন্ন দিক থেকে লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এক বড়োসড়ো পরিবর্তন নিয়ে আসবে। 2022 সালে এই রাশির নবম স্থানে শনির উপস্থিতি যেকোনো কাজে ভাগ্যের সংঘদানের পথ প্রশস্ত করবে।
৩) মিথুন রাশি- 2022 সালে মিথুন রাশির জাতক-জাতিকাদের চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে। এই সময় স্বাস্থ্যহানি এবং ব্যয়বৃদ্ধির ফলে দুশ্চিন্তা থাকবে। বিভিন্ন কাজে বাধা আসতে পারে। এইসময় প্রিয়জনের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখা প্রয়োজন। বছরের মাঝামাঝি সময়ে শনিদেবের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাশির জাতক-জাতিকাদের অবস্থার পরিবর্তন হবে। তবে এই বছর মিথুন রাশির জাতক-জাতিকাদের শিক্ষার জন্য শুভ বলে গণ্য।
৪) কর্কট রাশি- অন্যদিকে কর্কটরাশির 2022 সালের প্রথমদিকে মিশ্র ফল প্রদান করলেও, বছরের পরের দিকে ভালো ফল প্রদানকারী। বছরের শুরুতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় বিনিয়োগ বা কর্মগত অবস্থাতে সাবধানতা মেনে চলা প্রয়োজন। ব্যাক্তিগত জীবনে এই সময় অবশ্যই অশান্তি কলহ জীবন এড়িয়ে চলুন। 2022 সালে কর্কট রাশির জাতক-জাতিকাদের অবশ্যই সাবধানতা মেনে চলা প্রয়োজন।
৫) সিংহ রাশি- সিংহ রাশির ক্ষেত্রে এই বছর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর্থিক সমৃদ্ধির নিয়ে আসবে যেমন, ঠিক তেমনি মান সম্মানও বৃদ্ধি পাবে। এই সময় সিংহ রাশির ক্ষেত্রে সন্তান গত বিষয়ে সুখ আসবে। তবে বছরের মাঝামাঝি সময়ে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বছরের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। চাকরির ক্ষেত্রে পরিবর্তন অথবা পদন্নতির যোগ রয়েছে। মোটের উপর এই বছর সিংহ রাশির জাতক-জাতিকাদের সবকিছু শুভ।
৬) কন্যা রাশি-কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022 সালে চাকরীর ক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে আত্মবিশ্বাস এবং শান্তি নিয়ে আসবে। কাজের প্রতি উৎসাহ এবং উদ্দীপনা থাকবে, তবে কাজের প্রতি চাপ বৃদ্ধি পাবে। পূর্বের বছর অপেক্ষা এই বছর কন্যা রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাবে।
৭) তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের 2022 সালে শুভ হতে চলেছে। এই বছর আর্থিক দিক থেকে সমৃদ্ধির পাশাপাশি প্রেম এবং বিবাহ ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও এই রাশি চমৎকার ফল প্রদান করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলা রাশির জাতক-জাতিকাদের এই বছর একটি ভালো বছর হতে চলেছে।
৮) বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই বছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে আয় বৃদ্ধি করবে, বাবা-মার সহযোগিতা পাবেন এবং সন্তানের সুখ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ। এই বছর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বৃহস্পতির শুভদৃষ্টির ফলে বাড়ি ক্রয়েরও সুযোগ রয়েছে । পাশাপাশি চাকরির ক্ষেত্রে উন্নতি এবং তীর্থে যাওয়ারও যোগ রয়েছে।
৯) ধনু রাশি- ধনু রাশির ক্ষেত্রে এই বছর মিশ্র ফল প্রদান করবে। বছরের প্রথম দিকে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান থাকার ফলে ধনু রাশির জাতক-জাতিকাদের বছরের শুরুটা ভালো হবে। প্রথমদিকে আর্থিক সমস্যা এবং বিভিন্ন প্রকার বাধা দূরীভূত হবে। কিন্তু, বছরের মাঝামাঝি সময়ে শনিদেব পুনরায় বক্রী হয়ে মকর রাশিতে বিরাজ করার ফলে বছরের শেষ দিকটা এই রাশির জাতক-জাতিকাদের মানসিক উদ্বেগ বৃদ্ধি করবে এবং দুঃখ এনে দেবে। প্রেম ও মানসিক জীবনে প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। এই সময় কথাবাত্রায় সংযত থাকা প্রয়োজন।
১০) মকর ও কুম্ভ রাশি- মকর ও কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব স্বগৃহে অবস্থান থাকার কারণে, মোটের উপর 2022 সাল ভালো যাবে। তবে শনিদেবের সাড়েসাতির প্রভাব এই মকর ও কুম্ভ রাশির ক্ষেত্রে 2022 সালে থাকছে।
2022 সালে মকর রাশির ক্ষেত্রে সামান্য পরিশ্রমে অধিক ফল প্রদান করবে এবং আর্থিক দিক থেকে লক্ষ্মী লাভ করবেন। যেকোনো কাজেই সাফল্য সুনিশ্চিত। যারা উচ্চশক্ষার জন্য চেষ্টা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খাটছেন তাদের জন্য এই বছরটিতে উন্নতি সুনিশ্চিত।
কুম্ভ রাশির জাতক-জাতিকারাও ভাগ্যের সমর্থন লাভ করবেন। নতুন বছরে আর্থিক উন্নতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ বলে গণ্য হতে চলেছে।তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
১১) মীন রাশি- বছরের শেষে বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করছে। অন্যদিকে শনিদেব কুম্ভ রাশিতে থাকার ফলেও মীন রাশিতে শনিদেবের সাড়েসাতির প্রভাব দেখা যাবে। ফলে মোটের উপর বছরটি মোটামুটি কাটবে মীন রাশির জাতক-জাতিকাদের। বছরের শুরুতে কোন পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। তবে ব্যয় বৃদ্ধি পাবে এই বছরে। তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অবশ্যই প্রয়োজন। এই বছরে বিদেশ সফরে যাওয়ার সুযোগ পেতে পারেন। চাকুরীজীবী এবং ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক ভালো পরিবর্তন আসার সম্ভাবনা।
আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার,ধন্যবাদ।।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা