Breaking

Search Content

Follow Us

বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

সফলা একাদশীর ব্রতকথা -২০২১ সফলা একাদশীর শুভ মুহূর্ত, পারনের সময় ও একাদশী ব্রত মাহাত্ম্য ।

 



নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।


আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- সফলা একাদশীর ব্রত কথা ও সফলা একাদশী ব্রতের তাৎপর্য সম্পর্কে। ২০২১ সফলা একাদশীর শুভ মুহূর্ত, পারনের সময়একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আজকের এই লেখাটিতে আলোচনা করব।



হিন্দু শাস্ত্রে প্রতিটি একাদশীর গুরুত্বই অপরিসীম। এই বছরে অর্থাৎ 2021 সালে সকল একাদশী গুলির মধ্যে অন্যতম একটি একাদশী হল- সফলা একাদশী। এই একাদশী হল 2021 সালের অর্থাৎ বছরের শেষ একাদশী। হিন্দু ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুসারে 30 শে ডিসেম্বর 2021 হল সফলা একাদশীর দিন।



সফলা একাদশীর ব্রত পালনের ফল:-

এই একাদশী ব্রত পালনের ফলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। এমনটা বিশ্বাস করা হয় পরিবারের একজন সদস্য যদি এই একাদশীর উপবাস পালন করে তাহলে বহু প্রজন্মের বা পূর্বপুরুষদের পাপও এতে বিনষ্ট হয়।সাফলা একাদশীর উপবাস দশমী থেকে শুরু হয়। অতএব, যিনি সাফলা একাদশীর উপবাস করেন, তার উচিত দশমী তিথির রাতে একটিমাত্র খাবার গ্রহণ করা।


সফলা একাদশীর সময়সূচী বা শুভ মুহূর্তঃ-

2021 সালের বছরের শেষ একাদশী পড়েছে- 29 ডিসেম্বর, 2021 বিকাল 04:12 থেকে পরের দিন 30 ডিসেম্বর 2021 রাত 1 টা বেজে 40 মিনিট পর্যন্ত।



সফলা একাদশীর পারনের সময়ঃ- 

সফলা একাদশীর পারনের সময় হল 31 ডিসেম্বর, 2021 সকাল 07:14 থেকে 09:18 এর মধ্যে। পারণ তিথিতে দ্বাদশী শেষ হওয়ার সময় সকাল 10 টা বেজে 39 মিনিটে।




সফলা একাদশী ব্রত মাহাত্ম্য


একদা ধর্মরাজ যুধিষ্ঠির ও অর্জুন মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন- হে পরমেশ্বর ভগবান পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম কি এবং কেন এই একাদশী পালন করা উচিত? 


এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম হল- সফলা একাদশী। এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ তাদের আরও বললেন- এই একাদশী পালন করলে ও উপবাস রাখলে সকল মনোকামনা পূর্ণ হয় এবং সকল কাজে সাফল্য অর্জিত হয় । এই একাদশীতে উপবাস করে রাত্রি জাগরন করলে এই একাদশীর সম্পূর্ণ সুফল পাওয়া যায় । এরপর যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে আবার প্রশ্ন করলেন- কৃপা করে আমাকে এই একাদশী ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত জানান। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনের কাছে বললেন- ঠিক আছে এখন আমি এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে তোমাদের কাছে ব্যক্ত করছি তোমরা বিস্তারিত মনোযোগ সহকারে শ্রবণ করো।



সফলা একাদশীর ব্রত কথাঃ-

একদা চম্পাবতী নামে এক নগর ছিল। সেই চম্পাবতী নগরের রাজা ছিলেন মহিষ্মান। সেই রাজার ছিল পাঁচ পুত্র। এই পাঁচ পুত্রের মধ্যে জ্যেষ্ঠপুত্রের নাম ছিল লুম্পক। দেবতাদের নিন্দা করা, মাংস ভক্ষণ ও অন্যান্য বিভিন্ন পাপের কাজের সঙ্গে সে যুক্ত ছিল। সেই কারণে রাজা তার জ্যেষ্ঠ পুত্রকে শাস্তি দেওয়ার জন্য তার রাজ্য থেকে বিতাড়িত করেন। এরপর লুম্পক বাড়ি ছেড়ে বনে বসবাস শুরু করে। এইভাবে দীর্ঘদিন ধরে বনে বসবাস করতে করতে একদা পৌষমাসের দশমী তিথিতে শীতের কারণে সে রাত্রিবেলায় ঘুমাতে পারেননি। প্রবল ঠান্ডায় তাকে সারা রাত জাগতে হয়েছিল। এরপর দিনের বেলায় সূর্য উঠলে তিনি বনে ফল সংগ্রহ করলেন। তারপর পুনরায় আবার সন্ধ্যা গড়িয়ে এলো। সূর্যাস্তের পর সন্ধ্যায় তিনি আবার ধীরে ধীরে প্রবল ঠান্ডায় শীতের কবলে পড়তে লাগলেন। তখন তিনি নিজেই নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন এবং যে ফলগুলো তিনি সকালবেলায় সংগ্রহ করে রেখেছিলেন সেগুলিকে একটি পিপল গাছের গোড়ায় জরো করে রাখলেন এবং বললেন এই ফলগুলি তে লক্ষ্মীপতি ভগবান বিষ্ণু প্রসন্ন হন।

 এইভাবে তিনি নিজের অজান্তেই সফলা একাদশীর ব্রত সম্পন্ন করে ফেলেন। এই উপবাস করার ফলে লুম্ভক কিছুটা ধর্মের দিকে ঝুঁকে পড়ে এবং আগের থেকে নিজেকে পরিবর্তন করে ফেলে। তারপর তার অজান্তেই করা সফলা একাদশীর ফলে সে ধীরে ধীরে পুনরায় আবার তার সবকিছু ফিরে পায়। 


সবার প্রথমে সে পুনরায় আবার তার রাজ্যে তার পিতার কাছে স্থান পায়। তার পিতা পরলোকগমন করায় জ্যেষ্ঠপুত্র হিসেবে তাকে রাজ্যের রাজা ঘোষণা করে। এরপর লুম্ভক তার বিবাহ সম্পন্ন করেন এবং তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই পুত্রকে লুম্ভক তার রাজ্য হস্তান্তর করে এবং নিজে বিষ্ণু স্তোত্রে নিযুক্ত হয়ে মোক্ষলাভ করেন।


আশা করি বন্ধুরা এই প্রথম কথাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অথবা যারা সফল একাদশী পালন করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। 

ভালো থাকুন, সুস্থ থাকুন।

ঈশ্বর আপনার মঙ্গল করুক।

নমস্কার, ধন্যবাদ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা