নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে একটি মজাদার রহস্য নিয়ে আলোচনা করব। আশা করি যা জানতে আপনারা খুবই আগ্রহ হবেন। বিষয়টি হল- ছোটবেলায় পড়া একে চন্দ্র, দুইয়ে পক্ষের অজানা কিছু রহস্য || অষ্টবসু কারা? পঞ্চবান কি?
বন্ধুরা আমরা ইংরেজি লেটার গুলি পড়ার ক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করে পড়তাম, (যেমন- "A for apple"; "b for ball" ) - যার দরুন আমাদের খুব সহজেই সেগুলি মনে থাকতো। ঠিক সেরকমই বাংলা সংখ্যামালার ক্ষেত্রেও একে চন্দ্র, দুইয়ে পক্ষ এইভাবে কৌশল অবলম্বন করে আমরা পড়ে থাকি মনে রাখার সুবিধার্থে। যার কারণে আমাদের খুব সহজেই মনে থাকে। কিন্তু ভাবার বিষয় হল প্রত্যেকটি সংখ্যামালার ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হতো সেগুলির বর্তমান অস্তিত্ব কি?অষ্টবসু কারা? পঞ্চবান কি? সেগুলো কি আদৌ বর্তমান?
প্রথমেই পরার কৌশল টি আর একবার জেনে নেওয়া যাক। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবাণ, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ ও দশে দিক। এই সংখ্যাগুলি সহজে মনে রাখার সুবিধার্থে যে নামগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি সম্পর্কে সবাই হয়তো কিছু কিছু জানে। কিন্তু সব কয়টি সম্পর্কে জানে না।
চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই সংখ্যাগুলির নামগুলি সম্পর্কে। নিম্নে এই সংখ্যাগুলির প্রত্যেকটির নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
১) একে চন্দ্র- একে চন্দ্র বলতে চাঁদের কথা উল্লেখ করা হয়েছে। চাঁদ অর্থাৎ পৃথিবীর উপগ্রহ। যা সংখ্যায় কেবলমাত্র একটি। সেই কারণেই একে চন্দ্রের মাধ্যমে একটি (১) সংখ্যাকে বোঝানো হয়েছে।
২) দুইয়ে পক্ষ- দুইয়ে পক্ষ বলতে হিন্দু ক্যালেন্ডার এর বাংলা মাসের দুটি পক্ষ কে বোঝানো হয়। এই পক্ষ দুটি হল- (i)শুক্লপক্ষ ও (ii)কৃষ্ণপক্ষ ।
অমাবস্যা থেকে পরের ১৫ দিন পর পূর্ণিমা। এই ১৫ দিন শুক্লপক্ষ । আবার পূর্ণিমা থেকে পরের ১৫ দিন পর অমাবস্যা। এই ১৫ দিন কৃষ্ণপক্ষ।
৩) তিনে নেত্র- এখানে নেত্র বলতে বোঝায় চক্ষু বা চোখকে। কিন্তু ভাবার বিষয় হল চক্ষু সকলের দুটি করে থাকে তাহলে এখানে তিনে নেত্র কেন উল্লেখ করা হলো! আসলে এখানে তৃতীয় চক্ষু বলতে 'জ্ঞানচক্ষুর' কথা বোঝানো হয়েছে। আমরা সকলেই দুই চক্ষু বিশিষ্ট এবং তৃতীয় চক্ষুটি হল- জ্ঞানচক্ষু।
৪) চারে বেদ- যেহেতু বেদ চারটি সংখ্যা বিশিষ্ট- ঋক, সাম, যজুঃ, অথর্ব ।সেই কারণে এই চার সংখ্যার সাথে বেদকে ধরা হয়।
•পঞ্চবান কি?
৫) পাঁচে পঞ্চবান- পাঁচে পঞ্চবান এই বিষয়টি নিয়ে অনেকেই অজানা।পাঁচে পঞ্চবাণ বলতে বোঝানো হয়েছে- হিন্দু ধর্ম অনুসারে কামদেবের পাঁচটি বানের কথা। এই পাঁচটি বান হলো-1.উন্মাদনম, 2.তাপনম, 3.শোষনম, 4.স্তম্ভনম, 5.সম্মোহনম। যখন কেউ প্রেম-ভালোবাসায় লিপ্ত থাকে তখন কামদেবের আশীর্বাদ অর্থাৎ এই পাঁচটি বান সেক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। সেই জন্য কামদেবের আশীর্বাদ ছাড়া সেই প্রেম কখনো সফল হয় না।
৬) ছয়ে ঋতু- এরপর আসে ছয়ে ঋতু। এখানের ঋতু বলতে বাংলায় ছটি কাল কে বোঝানো হয়েছে । অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
৭) সাতে সমুদ্র- সাতে সমুদ্র বলতে সাতটি সমুদ্রের কথা এখানে উল্লেখ করা হয়েছে। পুরাণে বর্ণিত হয়েছে সাতটি সমুদ্রের নাম এগুলি হল- লবণ, ইক্ষুরস, সূরা, ধৃত, ক্ষীর এবং মিষ্টি জলের সাগর।
কিন্তু, বর্তমানে এই সাত সমুদ্রের বর্ণনা পুরাণ অনুযায়ী মেনে চলে না অনেকেই। বর্তমান যুগের মতানুসারে-
1.উত্তর মহাসাগর।
2.উত্তর আটলান্টিক মহাসাগর।
3.দক্ষিণ আটলান্টিক মহাসাগর।
4.ভারত মহাসাগর।
5.উত্তর প্রশান্ত মহাসাগর।
6.দক্ষিণ প্রশান্ত মহাসাগর।
7.দক্ষিণ মহাসাগর।
•অষ্টবসু কারা?
৮) আটে অষ্টবসু- আটে অষ্টবসু বলতে মহাভারত অনুযায়ী দক্ষ রাজার কন্যা বসুর গর্ভজাত আটপুত্রকে বলা হয় অষ্টবসু। তাঁরা হলেন ধর , ধ্রুব, সোম, অহ, অনিল, অনল প্রত্যুষ ও প্রভাস বা দ্যু। বলা হয় এই অষ্টবসুরাই ইন্দ্রের সহকারী, পরবর্তীতে তারা বিষ্ণুর সহকারী হন।
অষ্টবসুর এক বসু প্রভাস বা দ্যু যিনি মাতা গঙ্গা ও শান্তনুর পুত্র রূপে দেবব্রত নামে জন্মগ্ৰহণ করেন মর্ত্যে। পরে তার ভীষণ প্রতিজ্ঞার কারণে ভীষ্ম নামে পরিচিত হন।
বৃহদারন্যক পুরাণ অনুযায়ী অষ্ট বসু হচ্ছে পৃথিবী, অগ্নি , বায়ু, অন্তরীক্ষ ,আদিত্য, চন্দ্রমা, নক্ষত্রাণি ও দ্যু।
৯) নয়ে নবগ্রহ- নয়ে নবগ্রহ বলতে সৌরমণ্ডলের নটি গ্রহের কথা উল্লেখ করা হয়েছে। নটি গ্রহ হল -বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল,বৃহস্পতি,শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। কিন্তু বর্তমানে প্লুটো গ্রহের তালিকা থেকে বাদ পড়েছে।
১০) দশে দশ দিক- সবশেষে বলা হয় দশ দিকের কথা। যা আমাদের চারিদিক নির্ণয় করতে ব্যবহৃত হয়। এই দশ দিক হল-পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, উর্ধ এবং অধঃ।
আশাকরি বন্ধুরা লিখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন।
নমস্কার ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা