Breaking

Search Content

Follow Us

রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

সরস্বতী পূজাতে যা অবশ্যই করা উচিত - সরস্বতী পূজা 2023



নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু। 


দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার জাগরণ ঘটানোর জন্য এই দেবী আমাদের আশীর্বাদ দেন। প্রত্যেক বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। এই বছর অর্থাৎ ২০২৩ সালে এই বসন্ত পঞ্চমী তিথি পড়েছে ২৬ জানুয়ারি।

পঞ্চমী তিথি শুরু - 25 জানুয়ারি 2023, 12:34 PM.

পঞ্চমী তিথি শেষ - 26 জানুয়ারি, 2023, 10:28 AM.

এই সময়ের মধ্যে সরস্বতী পূজা করা যাবে।


বন্ধুরা আজকের এই লেখাটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব - কিভাবে আপনি বাগদেবীর সহজ সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন? এর পাশাপাশি সরস্বতী পূজার সময় যে বিষয়গুলি আমাদের একদমই করা উচিত নয় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব।


যেকোনো পূজার কিছু নিয়ম কানুন এবং উপাচার রয়েছে। যদিও পূজার প্রধান বিষয় হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা। অন্তরের ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আর এই সামান্য কিছু বিষয় গুলি যদি আপনি পালন করেন তাহলে সে ক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে। বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যথিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী এবং বিষ্ণুপত্রী লক্ষ্মী ও মহেশ্বর জয়া পার্বতী নামে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। তিন গুণের মধ্যে তিনি সত্যগুনময়ী। অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীক হলেন বাগদেবী। গতিময় জ্ঞানের জন্যই ঋকবেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যাবুদ্ধি, সংগীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণে শিক্ষার্থীরা তাদের বইখাতা, পেন, পেন্সিল এমনকি গান ও আকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদ এর জন্য। খুব সহজ সরল ভাবেই দেবীর কৃপা লাভ করা সম্ভব। আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন। এই উপাদান না থাকলে পূজো অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কিনা।



দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল - 

সাদা কাপড়, 

পলাশ ফুল, 

সাদা ফুল, 

আম্রপত্র, 

বেল পাতা, 

কাঁচা হলুদ, 

সিঁদুর, 

চাল, 

ধান, 

দূর্বা, 

পাঁচ ধরনের ফল, 

কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন, 

একটি কলস, 

সুপারি, 

পান পাতা, 

ধুপকাঠি,

প্রদীপ,

দুধ,

খাগের কলম,

দোয়াত,

এর পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম  কিংবা আপনার বাড়িতে যদি অন্যান্য কোন বাদ্যযন্ত্র থেকে থাকে তাহলে আপনি সেটি দিব্যি স্বরসতীর চরণে অর্পণ করতে পারেন। বন্ধুরা এই সমস্ত সামগ্রী অবশ্যই পূজার আগের দিনই জোগাড় করে নেবেন।


বন্ধুরা এরপর সরস্বতী পূজার দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম রয়েছে। এই দিন অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন। কারণ সমস্ত পূজার ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই কমন। স্নান করার পর পূজা সম্পন্ন করা প্রয়োজন। বিশেষ করে এই সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালবেলায় স্নান করা আবশ্যক। স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম রয়েছে। এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া স্নান করার আগে গায়ে যদি নিম পাতা ও হলুদ বাটা গায়ে মাখতে পারেন তবে সেক্ষেত্রে আরো ভালো হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনরকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষাকবচ হিসেবে কাজ করে। স্নান করার পর যেই বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা কিংবা হলুদ রঙের হয় তাহলে সব থেকে ভালো। কারণ দেবী সরস্বতীর সবথেকে প্রিয় রং সাদা এবং হলুদ। যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্রের রং হিসেবে এই দুটি রং এর মধ্যে কোন একটি থাকে। এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জলচৌকি বসাতে হবে। তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার উপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর উপরে স্থাপন করতে হবে। দেবীর মূর্তিতে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পূজোর স্থানে ভালো করে হলুদ, সিদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। আপনি এই আলপনার কাজটি আগের দিন সেরে রাখতে পারেন। এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই খাতা, পেন, পেন্সিল এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির পাশে রাখতে হবে। সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালীর দোয়াত গুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলম গুলিও রাখতে হবে। এই কালির দোয়াত গুলি ঠাকুরের মূর্তি সামনেই রাখতে হবে। এরপর কলস বা ঘট গুলিতে জলপূর্ণ করে তাতে প্রথমে আম্র পল্লব রাখতে হবে, তার ওপর পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে। এর ওপর ফুল এবং দূর্বা রাখতে হবে। 


দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সে ক্ষেত্রে আরো ভালো হয় তবে এটি কিন্তু আবশ্যিক নয়। এরপর পূজা আরম্ভ, প্রথমে ফুল ও বেল পাতা গণেশ ঠাকুরের চরণে স্পর্শ করে পূজা আরম্ভ করতে হবে। কারন আমাদের স্বাস্থ্যে বলা রয়েছে যে কোন পূজা আরম্ভ করার পূর্বে গণেশ জিকে স্মরণ করতে হয়। যদি গনেশের মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে তার পায়ের অর্পণ করবেন। আর যদি না থাকে সে ক্ষেত্রে আপনি মনে মনে গণেশজি কে স্মরণ করতে পারেন। এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে। এরই সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এই মন্ত্র গুলোর জন্য নির্দিষ্ট বই রয়েছে। যে বইগুলিতে পুজোর সমস্ত নিয়ম আপনি নিজে থেকেই জানতে পারবেন। এরপর ধূপ ও দীপ জ্বেলে ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। আর পুষ্পাঞ্জলি সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় তা আমাদের সকলেরই মোটামুটি জানা আছে।


দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলী মন্ত্র টি হল - 

 "জয়জয় দেবী চরাচর সারে


কুচযুগশোভিত মুক্তাহারে


বীণা রঞ্জিত পুস্তক হস্তে


ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।" 


পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে পারবেন। তবে সরস্বতী পূজার দিনে এই বিষয়গুলি কিন্তু কখনোই করবেন না - 


প্রথমত, সরস্বতী পূজার দিন কিন্তু কখনোই হাতে বা পায়ের নখ কাটা একদমই উচিত না। যদি নখ বা চুল কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি আগের দিন কেটে রাখতে পারেন।


দ্বিতীয়ত, এই দিন যেহেতু প্রকৃতি ও উৎসবের মেজাজে থাকে সে কারণে এই দিন ফসল কাটা বা গাছ কাটা একেবারে কিন্তু উচিত না।


তৃতীয়ত, এই সরস্বতী পূজার দিন কখনোই কিন্তু কোন বিবাদ, বিতর্কে জড়াবেন না। বিশেষ করে কারো সম্পর্কে খারাপ কথা বলা বা কোনো ব্যক্তির অকারণে নিন্দা করা এই কাজ কিন্তু মোটেই করবেন না। এই দিন দেবী সরস্বতী মানুষের জীবে অবস্থান করেন। কারণেই মুখ দিয়ে কটু কথা বের করা একদমই উচিত নয়। আর যদি এমনটা করেন তাহলে এতে দেবী সরস্বতী অত্যন্ত রুষ্ট হন।


আশাকরি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং সরস্বতী পূজার সহজ সরল বিধি সম্পর্কে বুঝতে পেরেছেন। ভালো লাগলে লেখাটি আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকের সরস্বতী পুজোর খুবই ভালো কাটুক - এই কামনা করে আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো পড়ুন:- 2023 সালে সরস্বতী পূজার শুভ সময়সূচী || সরস্বতী পূজায় এই কাজ করা কখনোই উচিত নয় !

CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা