আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- কার্তিক মাস তথা দামোদর মাসে সর্ব প্রধান করনীয় কাজ। কার্তিক মাসের মাহাত্ম্য ও প্রদীপ দান ||
ইতিমধ্যেই কার্তিক মাস পড়ে গিয়েছে। সনাতন ধর্মে এই মাসের গুরুত্ব অনস্বীকার্য। এই মাসকেই দামোদরের মাস বা হরিহরের মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে। সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে সেই সময় থেকেই বছরের এই অষ্টম মাসটির সূত্রপাত ঘটে এবং যেহেতু এই মাসের পূর্ণিমা তিথিতে কৃত্তিকা নক্ষত্র টি চাঁদের সহসয্যে আসে তাই এই মাসের নাম - কার্তিক মাস।
নানা কারণে এই মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণেই শাস্ত্র তে বলা হয়েছে কার্তিক মাসে নানা কিছু বিষয় যেগুলো আমাদের মেনে চলা প্রয়োজন।
বন্ধুরা স্কন্দপুরাণে উল্লেখ করা হয়েছে -
“অব্রতেন ক্ষিপেদ যন্ত মাসং দামোদর –প্রিয়ম। তির্যগমোনীমবাপ্ লোতি সর্ব ধর্ম বহিস্কৃতঃ।।স ব্রহ্মহ স গোঘ্নশ্চ স্বর্ণস্তেয়ী সদানুতী। নকরোতি মুণিশ্রেষ্ঠ যো নঃ কার্ত্তিকে ব্রতম।।"
অর্থাৎ হে মুনিরশ্রেষ্ঠ নারদ ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে , সে সর্বধর্ম বহিস্কৃত এবং তীর্যক যোনি প্রাপ্ত হয়ে থাকে। যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করেনা সে ব্রম্যঘ্যাতি,গোঘ্যাতি,স্বর্ণ অপহাড়ি এবং সদা মিথ্যাবাদী হয়ে থাকে।
কার্তিক মাসের মাহাত্ম্য
বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের আরেকটি নাম হল- দামোদর। দাম শব্দের অর্থ হলো রসি এবং উদর শব্দের অর্থ হল কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম অর্থাৎ রসি বন্ধন হয়েছে তিনিই দামোদর। আর সেই দামোদরের মাস হিসেবে চিহ্নিত করা হয় কার্তিক মাস কে। সেই কারণেই এই মাসকে বলা হয় দামোদর মাস। এই মাসটি নাড়া দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস। ভগবান বিষ্ণু অশুদ্ধ একাদশীতে অবসর নেন এবং এই কার্তিক শুদ্ধ একাদশীতেই জাগ্রত হন। পাশাপাশি শিব এবং স্কন্দ পুরাণ মতে ভগবান শিব ও কার্তিক এই কার্তিক মাসের পূর্ণিমাতেই ত্রিপুরাশূরকে বধ করেন এবং সমগ্র বিশ্বকে রক্ষা করেন। তাই তিনি ত্রিপুরহরি নামে পরিচিত হন।
(বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্রয়োজন বোধ করলে দেখে নিতে পারেন)-
অন্যদিকে শাস্ত্রমতে গঙ্গা নদী এই মাসে তার প্রতিটি খাল-বিল এবং শাখা-প্রশাখা তে শুদ্ধ ও পবিত্র করতে প্রবেশ করে। পদ্মপুরাণ,স্কন্দপুরাণ, ভাগবত পুরাণ এবং শ্রীহরি ভক্তিভিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য উল্লেখ করা হয়েছে এই মাসের গুরুত্ব সম্পর্কে।
(কার্তিক মাস তথা দামোদর মাসে সর্ব প্রধান করনীয় কাজ)
বন্ধুরা এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এবং যেটি সবাই নির্দ্বিধায় করতে পারেন সেটি হল- প্রদীপ দান। ভগবান বিষ্ণু, শ্রী হরি বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি কেউ প্রদীপ দান করে থাকেন তাহলে তার সমস্ত পাপ নাশ হয়। এক্ষেত্রে তে ভগবানের কৃপা দৃষ্টি তার উপর পরে। তাই এই মাসের সর্বপ্রধান কাজটি যা সকলেই করতে পারেন - এই প্রদীপ দানের কাজটি নিরন্তর এই মাসে করা প্রয়োজন। এই প্রদীপটি যদি মাটির হয় তাহলে উত্তম হয়। তবে মনে রাখবেন একটি মাটির প্রদীপ একবারই ব্যবহার যোগ্য। ঘিয়ের প্রদীপ অথবা সরষের তেলের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ- যেকোনো প্রদীপ আপনি ব্যবহার করতে পারেন। বাড়িতে যদি ভগবান বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের ছবি থাকে সেখানেও আপনি এই প্রদীপ প্রজ্জলন করতে পারেন প্রত্যেকদিন পূজার সময়। এছাড়াও বাড়িতে যে তুলসী মঞ্চ আছে সেখানেও আপনি প্রদীপ নিবেদন করুন এই মাসের প্রত্যেকদিন পূজার সময়। প্রদীপ কি দিয়ে যখন ভগবানের আরাধনা করবেন তখন ডান দিক থেকে সাতবার প্রদক্ষিণ করবেন।
দ্বিতীয় যে বিষয়টির কথা বলব সেটি হল যেহেতু এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় মাস তাই সম্ভব হলে এই মাসের প্রত্যেকদিন একটি করে গীতার শ্লোক পাঠ করবেন বা শুনবেন। গীতার শ্লোক পাঠ করার সময় তার অর্থ বোঝার চেষ্টা করবেন এবং সেগুলিকে নিজের জীবনে সঠিকভাবে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে চেষ্টা করবেন। এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
তৃতীয় যে বিষয়টির কথা বলব - এই মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলিতে, যেমন - ধরুন একাদশী, পূর্ণিমা , দীপাবলি প্রভৃতি দিনগুলিতে নিরামিষ আহার করুন এবং সেইসঙ্গে ভগবানের নিষ্ঠা ,শ্রদ্ধার ও ভক্তির সঙ্গে আরাধনা করুন। এই মাসের কৃষ্ণা চতুর্দশী তে 14 রকমের শাক খাওয়ার বিধান রয়েছে।
চতুর্থত এই মাসে কোন প্রবিত্র জলাশয় বা কোনো নদীতে একটি বার হলেও স্নান করুন। সবথেকে ভালো হয় যদি গঙ্গা স্নান করা হয়। যেহেতু এই মাস থেকেই শীতকালের ইঙ্গিত পড়ে যায় তাই শরীরকে সুস্থ রাখতে ব্রম্য মুহুর্তে এই মাসে ঘুম থেকে ওঠার অভ্যাস টি করুন। যদি ইতিপূর্বে এই অভ্যাসটি আপনার থাকে তাহলে সে ক্ষেত্রে খুবই ভালো। এই মাসে অনেকেই প্রভু সোমেশ্বর ভগবান শিব কে তুষ্ট করার জন্য সোমবার দিন বাবার মাথায় বিশুদ্ধ জল অর্পণ করে থাকেন। আবার অনেকেই এই মাসে দীর্ঘ এক মাস ধরে হবিসান্ন গ্রহণ করে থাকেন।
***তবে আর কিছু করুন আর নাই করুন - এই মাসে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ কে উদ্দেশ্য করে প্রদীপ নিবেদন করতে কখনো ভুলবেন না। কারণ এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটি।
আর হ্যাঁ যেকোনো মাসেই আমাদের করণীয় একটি কর্তব্য হলো দুস্থ গরিব মানুষদের সাহায্য করা। পারলে তাদের উদ্দেশ্যে কিছু দান করবেন।
আশাকরি লেখা টি পড়ে আপনারা সম্মৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন অথবা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন।
ভালো থাকুন , সুস্থ থাকুন।
নমস্কার , ধন্যবাদ ।।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা