Breaking

Search Content

Follow Us

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

ধনতেরাসে (Dhanteras) এগুলির মধ্যে মাত্র একটি ক্রয় করুন - ফল অবশ্যই পাবেন।।

 নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।

আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল - ধনতেরাসে (Dhanteras) এগুলির মধ্যে মাত্র একটি ক্রয় করুন - ফল অবশ্যই পাবেন।।


সামনেই পবিত্র একটি দিন আসতে চলেছে ধনতেরাস। এই ধনতেরাসে আপনি কোন কোন দ্রব্য বা সামগ্রী কিনবেন যা আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটাবে। আমাদের শাস্ত্রমতে ধনতেরাস একটি অত্যন্ত পবিত্র দিন বলে গণ্য করা হয়। এই দিনে যদি কিছু সামগ্রী কেনা যায় তাহলে - একদিকে যেমন গৃহের নেগেটিভ শক্তি দূর হয় । অন্যদিকে গৃহের সুখ-শান্তিতে সমৃদ্ধির আগমন ঘটে। 




এই লেখাটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে, ধনতেরাসের দিন যে সমস্ত দ্রব্যসামগ্রীর কথা এই লেখাটিতে বলা হচ্ছে তার মধ্যে অন্তত একটি অবশ্যই কিনুন। এটা ঠিক যে আমাদের আর্থিক সামর্থ্য সবার সমান হয় না। তাই অনেক দ্রব্য আমাদের কেনার ইচ্ছা থাকলেও আমরা সেটা কিনতে সক্ষম হইনা মূলত আর্থিক সংকটের জন্য। তাই আপনার এই আর্থিক সংকট দূর করতে যে সমস্ত দ্রব্যসামগ্রীর কথা বলা হবে তার মধ্যে অন্তত একটি আপনি অবশ্যই কিনুন এবং আপনার হয়তো সেই সামর্থ্য রয়েছে যে এই দ্রব্যসামগ্রীর মধ্যে অন্তত একটি অবশ্যই আপনি কিনতে পারবেন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এই সমস্ত দ্রব্যই আপনি কিনতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন সেই দ্রব্য সামগ্রী গুলি ধনতেরাসের দিনে কিনলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

[ধনতেরাসে (Dhanteras) এগুলির মধ্যে মাত্র একটি ক্রয় করুন - ফল অবশ্যই পাবেন]

সবার প্রথমে যে সামগ্রী বা বস্তুটির কথা বলবো তাহলো - রূপা, তামা বা সোনা অথবা পিতলের যেকোনো একটি পাত্র। হ্যাঁ,এই যে যে ধাতু গুলির কথা বললাম এই ধাতু গুলির মধ্যে থেকে একটি পাত্র কিনতে পারেন। আর খেয়াল রাখবেন যে পাত্রটি আপনি কিনছেন সেই পাত্রটিতে আপনি জল যেন রাখতে পারেন। সেটা কোনো ঘট হতে পারে বা বালতি হতে পারে বা কোন থালা বা অন্য কোনো বাসনপত্র হতে পারে।যাতে আপনি জল রাখতে পারেন। সবথেকে ভালো হয় যদি সেটা ঠাকুর ঘরের উপযোগী কোনো পাত্র হয় । তাহলে সেটা সবথেকে ভালো হয়। যদি সম্ভব হয় এই ধরনের একটি পাত্র তামা, রুপা, পিতল অথবা সোনার কিনবেন এবং আরো একটি বিষয় খেয়াল রাখবেন যখন আপনি পাত্রটি দোকান থেকে কিনছেন তখন খালি পাত্রটি বাড়িতে নিয়ে আসবেন না। সেই পাত্রে কিছুটা গঙ্গাজল বা এমনি জল অথবা কোনো ফুল ভরে পাত্রটি বাড়িতে আনবেন।অর্থাৎ খালি ভাবে কোনো অবস্থায় আপনি পাত্রটি বাড়িতে আনবেন না।

(বন্ধুরা প্রয়োজন বোধ করলে আপনারা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিতে পারেন)-




দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো সেটি হল- সোনা বা রুপার তৈরি যে কোনো ধরনের একটি গহনা। যদি সম্ভব হয় সোনার কেনার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে রুপোর কেনার চেষ্টা করবেন। কারণ রুপার গহনা কিন্তু অত্যন্ত প্রিয় ধনদেবতা কুবেরের। তাই সম্ভব হলে আপনি রুপোর কেনার চেষ্টা করবেন। তবে গহনার থেকে সবথেকে বেশি ফল দেবে কিন্তু যে বিষয়টা সেটি হল সোনার বা রুপোর কয়েন। হ্যাঁ, সোনা বা রুপার কয়েন যদি আপনি এই দিন কিনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যে সোনার গহনা বা কয়েনটি যখন কিনলেন কেনার পর সেটি লক্ষী এবং গণেশ এর মূর্তির পায়ে স্পর্শ করিয়ে আপনার মনোকামনা বা মনোবাঞ্ছা অথবা আপনার সমস্যা মাকে ব্যক্ত করে সেই কয়েনটি আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কোন স্থানে সেটা হতে পারে আলমারি অথবা সিন্দুক সেখানে আপনি এই কয়েনটি যত্ন সহকারে রেখে দিন।

 তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো- তাহলো আপনি তামা বা কাসা অথবা পিতলের ধাতব ঘন্টা আপনি এই দিন কিনতে পারেন। অথবা আপনি এই যে তিনটি ধাতুর কথা বললাম সেই ধাতুর তেলের প্রদীপ আপনি এই দিন কিনতে পারেন। যা আপনি ঠাকুরঘরে অবশ্যই কিন্তু রাখবেন এবং এই যে প্রদীপ বা ঘন্টা আপনি কিনলেন সেটিকে কিন্তু প্রত্যেকদিন পূজার সময় অবশ্যই ব্যবহার করবেন।

চতুর্থত যে বিষয়টির কথা বলবো তা হলো-আপনি এই দিন লক্ষী এবং গণেশের একসঙ্গে অবস্থানরত বসা মূর্তি কিনতে পারেন এবং যদি সম্ভব হয় আপনার আর্থিক সামর্থ্য থাকে তাহলে এই লক্ষী এবং গণেশের মূর্তি, আপনি রুপার বা পিতলের অথবা তামার অথবা সোনার কেনার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে মাটির কেনার চেষ্টা করবেন। তবে সব থেকে ভালো হয় রুপোর লক্ষী-গণেশের মূর্তি  কিনলে। যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে তবেই আপনি এটি কিনবেন।

পঞ্চমত যে বস্তুটির কথা বলবো - যারা আর্থিক দিক থেকে কিছুটা দুর্বল রয়েছেন তারা কিন্তু এই জিনিস গুলি কিনতে পারেন। আর তা হলো দুটি ঝাঁটা। হ্যাঁ, সেই দুটি ঝাঁটা আপনার যদি নারকেল কাঠির ঝাঁটা হয় তাহলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দুটি ঝাঁটা আপনার আর্থিক সামর্থ্য যদি দুর্বল হয় অবশ্যই কিনুন এবং এই দুটি ঝাটার মধ্যে একটি ঝাঁটা আপনি ব্যবহার করুন এবং আর একটি ঝাঁটা তুলে রাখুন।এই ধনতেরাসের দিন যে ঝাঁটা দুটি আপনি কিনলেন তার মধ্যে একটি দিয়ে সমগ্র বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং পরিষ্কার করার সময় কিছুটা লবণ ব্যবহার করুন এবং সেই লবনের প্যাকেট আপনি ওইদিন কিনুন।এই প্রক্রিয়া করার দ্বারা মনে করা হয় বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর করা সম্ভব হয়।

ষষ্ঠতঃ যে বিষয়টির কথা বলবো - এটিও আপনি কিনতে পারেন। যদি আর্থিক দিক থেকে আপনি কিছুটা দুর্বল হন তাহলে। এটি কিনলেও কিন্তু সমান সুফল লাভ পাওয়া যায়। তাহলো আপনি এই দিন ধনের বীজ কিনে আনুন। আমরা মশলাতে যে ধরনের ধন্নে খাই সেই ধনের বীজ কিনে আনুন। অন্য কোন ধনের বীজ নয়। বলা হয় ধনতেরাসের দিনে ধনে বীজ কেনা অত্যন্ত শুভ।এরপর কেনা এই ধনে বীজগুলি মা লক্ষ্মী এবং গণেশের পায়ের নিচে রেখে দিন এবং পরের দিন এই বীজ আপনি আপনার বাড়িতে টবে অথবা যেকোনো জায়গায় এগুলি ছড়িয়ে দিন।বীজ থেকে গাছ উৎপন্ন হবে, সেই গাছের প্রকৃতি দেখেই পরিষ্কার বোঝা সম্ভব হবে যে আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটছে কিনা।গাছ যতো সবুজ হবে, আপনার শ্রীবৃদ্ধি ততই হবে।


৭ নম্বর যে বিষয়টি- আর্থিক দিক থেকে যদি সক্ষম না হন, সোনা বা রুপা কেনার ক্ষেত্রে, তাহলে আপনি এই জিনিসটিও কিনতে পারেন আর সেটি হল, মাত্র 10 টাকার মধ্যে আপনি এটি পেয়ে যাবেন,আর তা হলো কড়ি।হ্যাঁ, কড়ি হল মা লক্ষ্মীর খুবই প্রিয়। তাই ধনতেরাসের দিন কড়ি অর্পণ করুন মা লক্ষ্মীর পায়ে। মা লক্ষ্মী আপনার সংসারে বিরাজ করবেন।

৮ নম্বর যে বিষয়টির কথা বলবো- যদি আপনার কেনার প্রয়োজন পড়ে,ধনতেরাসের দিন আপনি এটিও কিনতে পারেন কারণ এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তা হলো যদি আপনার বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম এর প্রয়োজন হয়,যেমন ধরুন রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ,ল্যাপটপ, কম্পিউটার,মোবাইল অথবা টিভি অথবা যে কোন বৈদ্যুতিক সামগ্রী যদি কেনার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এই দিন অবশ্যই কিনুন,তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

৯ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো-আপনি আপনার যে পেশা,সেই পেশা অনুযায়ী সরঞ্জাম কিনতে পারেন, যদি আপনার প্রয়োজন পড়ে।আপনার পেশা যদি অঙ্কন হয় বা অন্য কোনো, যেকোনো পেশা হয়,আপনি সেই পেশা অনুযায়ী দ্রব্য সামগ্রী কিনতে পারেন।যেমন ধরুন লেখক হলে আপনি কলম কিনতে পারেন, আর্টিস্ট হলে রং বা তুলির মত আঁকার সরঞ্জাম ইত্যাদি আপনি কিনতে পারেন। তাহলেও আপনার কর্মক্ষেত্রে সৌভাগ্যের বার্তা বয়ে আনবে।


 ১০ নম্বর যে বস্তুটির কথা বলবো তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি কিনলে আর কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে না,কিন্তু এটি পাওয়া খুবই দুষ্কর এবং কিছুটা ব্যয় সাপেক্ষ, আর এটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ এবং শ্রীযন্ত্র।এই যে দুটি জিনিস এই দুটিকে কিনলেই হবে না, ঠিকঠাক মতো প্রতিস্থাপন করতে হবে এবং তার কিছু নিয়মরীতি রয়েছে, যেগুলি নিয়ে পরের লেখাটিতে আমরা আলোচনা করবো,যে দক্ষিণাবর্ত শঙ্খ এবং শ্রীযন্ত্র আপনি বাড়িতে কিভাবে প্রতিস্থাপন করবেন।

যাইহোক এইযে সামগ্রির কথা বলা হলো আপনার যতদূর আর্থিক সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী কেনার চেষ্টা করবেন। আর এই সমস্ত সামগ্রী কেনার চেষ্টা করবেন ধনতেরাসের দিন, সন্ধ্যা ৬.১৮ মিনিট থেকে রাত্রি ৮:১১ মিনিটের মধ্যে, কারণ এই সময়কার অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এ বছরে। এটি হলো শুভ লগ্ন বা প্রদোষ কাল। আশা করি যেকোনো একটি সামগ্রী আপনি কিনতে পারবেন, সক্ষম হবেন। আজ লেখাটি এখানেই শেষ করলাম।কোন মতামত থাকলে অবশ্যই জানাবেন। মা লক্ষ্মীর কৃপা এবং ধনদেবতা কুবের আশীর্বাদ আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। 

আশাকরি লিখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন । ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন অথবা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

নমস্কার, ধন্যবাদ।।

ঈশ্বর আপনার মঙ্গল করুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা