Breaking

Search Content

Follow Us

শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

জেনে নিন মা দুর্গার ১০৮ টি নাম

 নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।


আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল-  মা দুর্গার 108 টি নাম সম্পর্কে। জেনে নিন মা দুর্গার 108 টি নাম কি ?




{দুর্গার 108 টি নাম}


জেনে নিন মা দুর্গার ১০৮ নাম ॥

(১) সতী,

(২) সাধ্বী,

(৩) ভবপ্রীতা,

(৪) ভবানী,

(৫)ভবমোচনী,

(৬) আর্য্যা,

(৭) দুর্গা,

(৮) জয়া,

(৯)আদ্যা,

(১০) ত্রিনেত্রা,

(১১) শূলধারিণী,

(১২)পিনাকধারিণী,

(১৩) চিত্রা,

(১৪) চন্দ্রঘণ্টা,

(১৫) মহাতপা,

(১৬) মনঃ,

(১৭) বুদ্ধি,

(১৮) অহঙ্কারা,

(১৯) চিত্তরূপা,

(২০) চিতা,

(২১) চিতি,

(২২) সর্বমন্ত্রময়ী,

(২৩) নিত্যা,

(২৪) সত্যানন্দস্বরূপিণী,

(২৫) অনন্তা,

(২৬) ভাবিনী,

(২৭) ভাব্যা,

(২৮) ভব্যা,

(২৯) অভব্যা,

(৩০) সদাগতি,

(৩১) শাম্ভবী,

(৩২) দেবমাতা,

(৩৩) চিন্তা,

(৩৪) রত্নপ্রিয়া,

(৩৫) সর্ববিদ্যা,

(৩৬) দক্ষকন্যা,

(৩৭) দক্ষযজ্ঞবিনাশিনী,

(৩৮) অপর্ণা,

(৩৯) অনেকবর্ণা,

(৪০) পাটলা,

(৪১) পাটলাবতী,

(৪২) পট্টাম্বরপরিধানা,

(৪৩) কলমঞ্জীররঞ্জিনী,

(৪৪) অমেয়বিক্রমা,

(৪৫) ক্রূরা,

(৪৬) সুন্দরী,

(৪৭) সুরসুন্দরী,

(৪৮) বনদুর্গা,

(৪৯) মাতঙ্গী,

(৫০) মতঙ্গমুনিপূজিতা,

(৫১) ব্রাহ্মী,

(৫২) মাহেশ্বরী,

(৫৩) ঐন্দ্রী,

(৫৪) কৌমারী,

(৫৫) বৈষ্ণবী,

(৫৬) চামুণ্ডা,

(৫৭) বারাহী,

(৫৮) লক্ষ্মী,

(৫৯) পুরুষাকৃতি,

(৬০) বিমলা,

(৬১)উৎকর্ষিণী,

(৬২) জ্ঞানা,

(৬৩) ক্রিয়া,

(৬৪) সত্যা,

(৬৫) বুদ্ধিদা,

(৬৬) বহুলা,

(৬৭) বহুলপ্রেমা,

(৬৮) সর্ববাহনবাহনা,

(৬৯) নিশুম্ভনিশুম্ভহননী,

(৭০) মহিষাসুরমর্দিনী,

(৭১) মধুকৈটভহন্ত্রী,

(৭২) চণ্ডমুণ্ডবিনাশিনী,

(৭৩) সর্বাসুরবিনাশা,

(৭৪) সর্বদানবঘাতিনী,

(৭৫) সর্বশাস্ত্রময়ী,

(৭৬) সত্যা,

(৭৭) সর্বাস্ত্রধারিণী,

(৭৮) অনেকশস্ত্রহস্তা,

(৭৯) অনেকাস্ত্রধারিণী,

(৮০) কুমারী,

(৮১) কন্যা,

(৮২) কৈশোরী,

(৮৩) যুবতী,

(৮৪) যতি,

(৮৫) অপ্রৌঢ়া,

(৮৬) প্রৌঢ়া,

(৮৭) বৃদ্ধমাতা,

(৮৮) বলপ্রদা,

(৮৯) মহোদরী,

(৯০) মুক্তকেশী,

(৯১) ঘোররূপা,

(৯২) মহাবলা,

(৯৩) অগ্নিজ্বালা,

(৯৪) রৌদ্রমুখী,

(৯৫) কালরাত্রি,

(৯৬) তপস্বিনী,

(৯৭) নারায়ণী,

(৯৮) ভদ্রকালী,

(৯৯) বিষ্ণুমায়া,

(১০০) জলোদরী,

(১০১) শিবদূতী,

(১০২) করালী,

(১০৩) অনন্তা,

(১০৪) পরমেশ্বরী,

(১০৫) কাত্যায়নী,

(১০৬) সাবিত্রী,

(১০৭) প্রত্যক্ষা এবং

(১০৮) ব্রহ্মবাদিনী।


আশা করি লেখাটি পড়ে আপনারা জানতে পেরেছেন দুর্গার 108 টি নাম সম্পর্কে। ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন।

ভাল থাকুন ,সুস্থ থাকুন।

নমস্কার, ধন্যবাদ।।

ঈশ্বর আপনার মঙ্গল করুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা