Breaking

Search Content

Follow Us

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

মা দুর্গার সাথে মহিষাসুর কেও কেন পূজা করা হয়

  নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের এর প্রধান বিষয়বস্তু ।

আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- "মা দুর্গার সাথে পূজা করা হয় মহিষাসুর কেও"। কেন করা হয় এই পূজা এর কারণ সম্পর্কে আজকের এই লেখাটিতে আলোচনা করব।



শুধু দুর্গা নন একই সঙ্গে পুজো পান মহিষাসুরও। কারণ মৃত্যুর আগে দেবীর পদলগ্ন হয়ে তাঁরই সঙ্গে পূজিত হওয়ার আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন মহিষাসুর। জেনে নিন এই বিষয়ে পুরাণে কী উল্লেখ রয়েছে।

পুরাণ অনুযায়ী ব্রহ্মার বরে প্রচণ্ড শক্তিশালী হয়ে স্বর্গলোক আক্রমণ করেন মহিষাসুর। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন তিনি। মহিষাসুরের কাছে পরাজিত হয়ে ব্রহ্মার কাছে আশ্রয় নেন দেবতারা। কোনও পুরুষ মহিষাসুরকে বধ করতে পারবে না। এই বর স্বয়ং ব্রহ্মাই দিয়েছিলেন তাঁকে। তাই অন্য একটি উপায় হিসেবে বিষ্ণু ও মহাদেবের স্মরণাপন্ন হন ব্রহ্মা। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের দেহ থেকে নির্গত হল তেজ। সেই সমবেত তেজ থেকে আবির্ভূতা হলেন এক নারী শক্তির অন্যতম প্রতীক মা দুর্গা। তাঁকে বিবিধ অস্ত্র দান করলেন দেবতারা।


হিমালয় দেবীকে দিলেন তাঁর বাহন সিংহ। ব্রহ্মা দিলেন কমণ্ডলু। দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র, যমরাজ গদা, বিষ্ণুর চক্র আর মহাদেবের কাছ থেকে দেবী দুর্গা পেলেন পেলেন ত্রিশুল। দেবী হলেন দশভুজা, যিনি সর্ব শক্তির অধিকারী। দেবীর রণ হুঙ্কারে ত্রিলোক কাঁপতে লাগল। সঙ্গে যুক্ত হল তাঁর বাহন সিংহের।এরপর মা দুর্গা মহিষাসুরকে স্বর্গ থেকে বিতারত করতে, তার সাথে যুদ্ধে জয়ী হয়ে মহিষাসুরকে বধ করলেন।



মা দুর্গার সাথে মহিষাসুর কেও কেন পূজা করা হয়


 পুরাণ অনুযায়ী মহিষাসুরের তিনবার জন্ম হয় এবং তিনবারই মা দুর্গা -অশুরদের বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটান। মা দুর্গা প্রথমবার উগ্রচন্ডা রূপে, দ্বিতীয়বার ভদ্রকালী রূপে, তৃতীয়বার দশোভূজা মা দুর্গা হয়ে মহিষাসুরকে বধ করেছিলেন তিনি। এই ঘটনার ফলে মূলত মা দুর্গা তিনটি রূপই আমরা জানতে পারি। 



পুরাণ অনুযায়ী মহিষাসুর একদা রাত্রিবেলায় স্বপ্নদর্শন করলেন ভদ্রকালী তথা মা দুর্গার। তারপর থেকে শুরু করলেন তার আরাধনা। তার ধ্যানে নিজেকে লিপ্ত করলেন তিনি। এরপর ভদ্রকালী রূপে মা দুর্গা মহিষাসুরকে দর্শন দিয়ে বললেন- কি বর চাও তুমি। মহিষাসুর তখন মা দুর্গা কে বলেন-আপনি আমার বিনাশ সাধন করেছেন। তা নিয়ে আমার কোন ক্ষোভ নেই। কিন্তু সকলের সাথে আমিও যেন আপনার সাথে পূজিত হতে পারি সেই আশীর্বাদ আমাকে করুন।এছাড়া আমি আর কিছু চাইনা। তখন দেবীদুর্গা তাকে  বর দেন। মর্তলোক এবং স্বর্গলোক উভয় স্থানেই আমার এই উগ্রচন্ডা, ভদ্রকালী ও মা দুর্গা তিন মূর্তি তে পদতল স্পর্শ করে বা পদলগ্ন হয়ে তুমিও পূজিত হবে আমার সাথে। এই ঘটনার একমাত্র কালিকা পুরাণ ছাড়া আর কোথাও উল্লেখ করা নেই।



এই ঘটনার পর থেকেই আমরা দেখে আসি মা দুর্গার সাথে সাথে তার পদ লগ্ন হয়ে মহিষাসুর পুজো পান। আমরা অনেকেই জানি না যে মহিষাসুরকে মা দুর্গার সাথে পূজা করা হয়। 

আশা করি এই লেখাটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং জানতে পেরেছেন মহিষাসুরকে- মা দুর্গার সাথে কেন পূজা করা হয়। ভালো লাগলে শেয়ার করবেন ও আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন।

 নমস্কার ,ধন্যবাদ।

 ঈশ্বর আপনার মঙ্গল করুক।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা