নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম।ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- দীপাবলি (Diwali)- ও কালী পূজোতে (Kali puja) অবশ্যই এই বিধিগুলি মেনে চলুন।।
"জয় মা কালী"🌺🌺
শাস্ত্র মতে এই দীপাবলি ও কালী পূজার সময় বেশ কিছু নিয়ম বিধি আমাদের মেনে চলা প্রয়োজন। আপনার গৃহে সর্বদা একটি পজিটিভ শক্তি বিরাজ করবে। তাই এই দীপাবলি অথবা কালী পূজা তে এই নিয়ম গুলি মেনে চলা খুবই প্রয়োজন।
আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে তাদের মধ্যে একজন অন্যতম প্রধান দেবী হচ্ছে - মা কালী।। তিনি আদ্যা শক্তি নামেও পরিচিত। দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন- মা কালী। অসাধ্যকে সাধন করতে পারেন মা কালী। আর এই মা কালীর আশীর্বাদ পেতে গেলে আপনাকে অবশ্যই বেশ কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে।
{দীপাবলি ও কালীপূজায় মেনে চলুন এই বিধি গুলি}
ভূত চতুর্দশীর-
সবার প্রথমে আসবো কালী পূজার আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হয়। আর এই দিনে আপনাকে বেশ কয়েকটি রীতিনীতি কিন্তু মেনে চলতেই হবে। তারমধ্যে উল্লেখযোগ্য হল এই দিন বাড়ির সদর দরজার সম্মুখে একটি স্বস্তিকা চিহ্ন ওঁ সম্বলিত একটি ত্রিশূল আকার চেষ্টা করুন।
আপনি এই উপকরণটি দোকান থেকে কিনে আনতে পারেন। দোকান থেকে কিনে আনলে সেটি আপনার সদর দরজায় ঝুলিয়ে দিন। খুব সহজ-সরল এই উপাচারটি এটি আপনি নিজেও করতে পারেন। তুলি দিয়ে অথবা সিঁদুর দিয়ে অথবা লাল রং দিয়ে আপনি এই উপাচারটি নিজের বাড়িতে করুন। স্বস্তিকা চিহ্ন ওঁ - চিহ্ন এবং ত্রিশূল চিহ্ন যা শাস্ত্রে বারবারি উল্লেখ করা হয়েছে মঙ্গলসূত্রের প্রতীক হিসাবে। অশুভ শক্তির বিনাশ গুরুত্ব প্রদান করে এই তিন মহাশক্তি প্রবল চিহ্নগুলি। যদি ভূত চতুর্দশীর দিন করা সম্ভব না হয়ে থাকে তাহলে পরের দিন অর্থাৎ কালী পূজার দিনেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন এবং এর পাশাপাশি আপনি আপনার ঘরের সদর দরজায় একটি আম পাতার মালা ঝুলিয়ে দিন।
ভূত চতুর্দশীর-
এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পূজার আগের দিন অবশ্যই বাড়িতে 14 টি প্রদীপ ধরাবেন। সবথেকে প্রধান উপাচার এই ভূত চতুর্দশীর দিনে। কারণ এই বিষয়টির ওপর আপনার অনেক কিছুই নির্ভর করে। দীপাবলি হল আলোর উৎসব জীবনের অন্ধকারকে দূর করে জীবনকে আলোকিত করার উৎসব হলো দীপাবলি। আর তার জন্যই এই ভূত চতুর্দশীর দিনে বাড়িতে অন্তত 14 টি হলেও প্রদীপ জ্বালাবেন। আপনি চাইলে তারও বেশি প্রদীপ জ্বালাতে পারেন এবং বাড়ির প্রত্যেকটি কোনায় এই চৌদ্দটি প্রদীপ একেকটি করে রেখে দেবেন। যাতে এই চতুর্দশী অমাবস্যায় আপনার বাড়ি সম্পূর্ণ আলোকিত থাকে এবং আরো একটি উল্লেখযোগ্য দিক হল - এই ভূতচতুর্দশী এবার কিন্তু , ইং-3 নভেম্বর বুধবার থেকে শুরু। ফলে অশুভ শক্তি অত্যান্ত শক্তিশালী এই সময়। তাই এই সময় আপনাকে কয়েকটি জিনিস অবশ্যই নিষেধ করছি তা হল এইদিন সন্ধ্যেবেলায় আপনি কিন্তু কখনই ঘুমোতে যাবেন না বা শোবেন না। তাছাড়া এইদন সন্ধেবেলায় আপনি এমন কোন জায়গায় যাবেন না যেখানে চারটি রাস্তার মোড় অথবা তিনটি রাস্তার মোড় রয়েছে এবং তার পাশাপাশি শ্মশান, কবরস্থান এই সমস্ত জায়গায় এইদিন সন্ধ্যাবেলায় কখনোই কিন্তু যাবেন না। এর পাশাপাশি বাড়ির মহিলাদের উদ্দেশ্যে বলছি এই দিন খোলা চুল রেখে কখনোই কিন্তু ঘুমাতে যাবেন না। তা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় এবং খেয়াল রাখবেন এইদিন শোবার সময় আপনার শোবার ঘরে ন্যূনতম কিছু আলো যেন প্রবেশ করে। কারণ সম্পূর্ণ অন্ধকার এই দিন আপনি কিন্তু কখনোই রাখবেন না অন্তত রাতের বেলায়। খুব সামান্য হলেও আলো আপনার শোবার ঘরে যেন প্রবেশ করে অন্তত এই দিনে এই বিষয়টি খেয়াল রাখবেন।
এই বিষয়ে অধিক জানতে আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্রয়োজন বোধ করলে দেখে নিতে পারেন -
কালীপূজার দিন-
এরপর আসবো কালী পূজার দিন অর্থাৎ, 4 নভেম্বর 2021 বৃহস্পতিবার। কালী পূজার দিন চেষ্টা করুন অন্তত সকালবেলা ঘুম থেকে উঠতে। ঘুম থেকে ওঠার পর আপনি কিন্তু সরাসরি বিছানা থেকে নামবেন না। ঘুম থেকে ওঠার পর নিজের বিছানায় বসেই আপনি আপনার পরম গুরু বা আপনার ইস্ট দেবতাকে স্মরণ করুন। এই প্রক্রিয়াটি হয়ে যাবার পর আপনি স্নানপর্ব সেরে নিন সকাল সকাল। স্নানপর্ব সারার পর সূর্য নারায়ণকে আপনি প্রণাম জানান এবং তার সাথে সাথে সূর্য দেবতা কে জল অর্পণ করুন। আপনি যদি মা কালীর পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক হন তাহলে আপনাকে ওই দিনকে উপাস করতে হবে। আপনি যদি এই দিন মা কালীর শুধুমাত্র পূজা দেন তাহলে সেক্ষেত্রেও উপাস না করলেও হবে। পুষ্পাঞ্জলী দিন অথবা না দিন কালী পূজার দিন অবশ্যই কিন্তু মা কালীকে কিছু নৈবেদ্য ও একটি লাল জবাফুল মায়ের পায়ে নিবেদন করুন।
তাই সারা দিনে কিছু প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করে রাখুন যেগুলো আপনি মাকে কালীকে নিবেদন করবেন।
তার মধ্যে প্রথমটি হলো লাল টকটকে জবা এবং তার সঙ্গে একটি লাল ফল সেটি বেদনা হলে খুবই ভালো হয়, তার সঙ্গে ধূপধুনা,একটি মাটির প্রদীপ এবং যদি আপনি মহিলা হন তাহলে একটি সিঁদুরের কৌটা। এই সমস্ত জিনিসগুলো আপনি মা কালীকে নিবেদন করুন। উপস করুন আর নাই করুন তাও এই জিনিসগুলো আপনি মা কালীকে নিবেদন করুন। কিন্তু এক্ষেত্রে দে উপোস করে দেওয়া তাই টাই ভালো হয়। না করলেও কোনো ক্ষতি নেই। এর সাথে সাথে এই কালী পূজার দিন রাত্রিবেলা তেও আপনি প্রদীপ প্রজ্জলন করবেন। এই কালী পূজার দিন রাত্রে আপনি 28 টি প্রদীপ প্রজ্বালন করতে পারেন কিংবা তার বেশিও প্রদীপ প্রজ্জলন করতে পারেন।
মূলত আমাদের এই তিনদিন কিন্তু প্রদীপ প্রজ্জলন করতেই হয় প্রথমে ধনতেরাসের দিন তারপর ভূতচতুর্দশীর দিন এবং তারপরে কালী পূজার দিন। যদি সম্ভব না হয় তাহলে আপনি অন্তত দুটি দিন অবশ্যই প্রদীপ প্রজ্জ্বলন করবেন।
এবার আসবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনি মা কালীর উদ্দেশ্য যে সমস্ত জিনিস গুলো নিবেদন করেছিলেন যেমন -সিঁদুর, ধূপধুনো, লাল রঙের জবা ফুল, একটি লাল রঙের বেদনা বা অন্য যে কোনো ফল এগুলির মধ্যে আপনি কিছু কিছু জিনিস অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন। কারণ মায়ের চরণে ছোয়ানো কোন জিনিস বাড়িতে নিয়ে আসার প্রয়োজন আছে। আর যার মধ্যে উল্লেখযোগ্য হলো মায়ের পায়ে নিবেদিত - জবা ফুল। সেটি আপনার দেওয়া জবাফুল টি হতে পারে কিংবা অন্য যে কোন মায়ের পায়ের স্পর্শ করা জবা ফুল হতে পারে, কে আপনি আপনার বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন। এই জবা ফুল নিয়ে আসার মাধ্যমে মায়ের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর সদাসর্বদা বর্ষিত হয়।
এর সাথে সাথে আরেকটি বিষয়ে কথা বলব আপনি মায়ের পায়ে জরী সিঁদুরের কৌটা নিবেদন করেছিলেন। সেটিকে বাড়িতে নিয়ে আসুন এবং বিভিন্ন পবিত্র দিনে এই সিঁদুরের কৌটার সিঁদুর ব্যবহার করুন। এতে দাম্পত্য সুখ সর্বদা বজায় থাকে।
সবশেষে এই কথাটি বলবো যে এই কদিন কখনোই কোনো বিবাদে জড়াতে যাবেন না এবং তার পাশাপাশি কোনো মহিলার সঙ্গে এই কদিন বিবাদে জড়াবেন না বা মহিলাদের গায়ে কোনো সময় হাত তুলতে যাবেন না। আশা করি এই রীতি নীতি গুলি ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করার চেষ্টা করবেন।
"জয় মা কালী"
আশা করি এই লিখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ভালো করতে পারেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার,ধন্যবাদ।।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা