Breaking

Search Content

Follow Us

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ভালো কাজে এত বাধা কেন পরে || ভালো কাজে বাঁধা এলে কি করা উচিত!

 নমস্কার বন্ধুরা 'অমৃতকথা' এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা অর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।

আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল -" ভালো কাজে এত বাধা কেন " || যারা ভালো কাজ করে বা করার চেষ্টা করে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং এই রকম পরিস্থিতিতেই বেশিরভাগ মানুষ ঘাবড়ে যায়। কী করবে বুঝে উঠতে পারেনা। যারা ভালো কাজ করছে বা ভাল কাজ করার চেষ্টা করছে তারা সেই কাজটি করার সময় বাধা আসলে কি করবে সেই নিয়ে মূলত আজকে আমাদের প্রধান আলোচনা।


একটি বনে একটি মৌমাছি ও গুবরেপোকা থাকতো । তারা খুব ভালো বন্ধু ছিল। একবার মৌমাছি গুবরে পোকা কে বলেছে, মধুর মত স্বাদ আর কোনো কিছুতে নেই। তুই একবার মধু খেলে তোর আর ময়লা খেতে ইচ্ছা করবে না। এই কথা শুনে গুবরে পোকার মধু খাওয়ার ইচ্ছে হয়। তখন মৌমাছি গুবরে পোকা কে বলে যে তুই বিকেল বেলায় মধু খেয়ে আসিস। সেইমতো গুবরে পোকা বিকেলবলায় মধু খেতে যায় এবং মধু খেয়ে আবার ময়লা তে ফিরে আসে। সেই সময়ে মৌমাছি বন্ধু সেখানে উপস্থিত ছিল না। খানিকবাদে মৌমাছি বন্ধু এসে দেখে তার গুবরে পোকা বন্ধু বাসায় ফিরে এসেছে, সে তার বন্ধু গুবরে পোকা কে বলেছে মধু কেমন স্বাদ? উত্তরে গুবরেপোকা বন্ধু বলে যে ময়লার মতই স্বাদ, আলাদা কোন স্বাদ নেই ।এই শুনে মৌমাছি অবাক হয়। তখন মৌমাছি বন্ধুটি জিজ্ঞাসা করে তুই যখন মধু খেতে গিয়েছিলি তখন কি তুই তোর মুখের ময়লা পরিষ্কার করে গিয়েছিলি?    

উত্তরে: গুবরেপোকা বন্ধু বলে যে- না! তাতো ধুইনি! এরপরে মৌমাছি বন্ধু বলে যে কাল তুই আবার মুখ ধুয়ে দিয়ে মধু খেতে যাস। সেইমতো গুবরেপোকা বন্ধু পরেরদিন মুখ ধুয়ে মধু খেতে যায় এবং মধু খেয়ে তার এত ভালো লাগে যে ,সে আর ময়লা তে ফিরে আসে না এবং সে তার বন্ধুর সাথে ঘুরে ঘুরে মধু খেতে থাকে । মানুষের জীবন অনেকটা এরকম যখন কেউ কোনো ভালো কাজ করে বা ভালো কিছু করতে যায়, তখন তার মন ভেঙে দেওয়ার মত মানুষের অভাব হয় না। এটি হয় কারণ তারা ভাল স্বাদ পায়নি কিংবা কেউ ভালো করুক সেটা সেই মানুষগুলো চায়না এবং সব সময় সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যাস্ত থাকে। অর্থাৎ সে যেটা বলবে সেটাই ঠিক আর যতক্ষণ পর্যন্ত না এদের মনের আত্ম অহংকার না যাবে ,ততক্ষণ কেউ কোন ভাল কথা বললেও, এরা সেটিকে হেসে উড়িয়ে দেবে ,কোনো পরোয়া না করে। যখনই এই ধরনের মানুষগুলো তাদের আত্ম অহংকার কে পাশে রেখে নম্রতার সাথে কোনো ভালো কাজ করবে, তখন আর তারা ভালোর স্বাদ পেয়ে, খারাপ কাজ করতে পারবে না। বেশিরভাগ মানুষের কাজ হল পরনিন্দা পরচর্চা করা। সুতরাং কেউ যদি ভালো করে তা নিয়ে তাকে খারাপ কথা বলবে এবং কেউ যদি খারাপ করে তা নিয়ে তো তাকে খারাপ কথা বলবেই। তাই কারো কোন কাজে কান্ না দিয়ে যে কাজটি করতে চাও বা করছো সেটিতে মন দিয়ে করে যাও। কারণ ভালো কাজে ঈশ্বর সব সময় সহায়তা করেন এবং পাশে থাকেন। মানুষ নিজে যেমন, নিজের চিন্তা ভাবনা যেমন, অন্য কেউ ঠিক তেমনটাই ভাবতে চায়।

 বহু মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নামে উল্টোপাল্টা কথা বলেন, কিন্তু তাদেরকে প্রতি উত্তর না দিয়ে চুপ থাকাটা সঠিক, কেননা ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ঃ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন , "রাগ থেকে মূর্খতার জন্ম হয়, বুদ্ধিনাশ হয় এবং জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং শেষে পতন হয়"।তাই বন্ধুরা ভালো কাজে বাধা আসলেও সেই কাজ করে যাওয়া উচিত‌। আর ভালো কাজে তো বাধা আসবেই। 


স্বামী বিবেকানন্দ বলেন যে, সারাদিনে যে সমস্ত রকমের কাজ তুমি করে যাও, তার মধ্যে যদি কোন রকম বাধা সৃষ্টি না হয় বা তুমি কোন সমস্যার সম্মুখীন না হও ,তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলছো। তাই বন্ধুরা ভালো কাজ করার ক্ষেত্রে কারো কোনো কথায় কান না দিয়ে সেই কাজটি করা উচিত সকলের। সফলতা একদিন আসবেই।


আশাকরি লেখা টি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন কিভাবে ভাল কাজের দিকে এগিয়ে চলতে হবে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন অথবা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন। 

সকলেই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। 

নমস্কার, ধন্যবাদ।।

ঈশ্বর আপনার মঙ্গল করুক।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা