নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- ৫ টি এমন লক্ষণ যা বলে দেয় কতবার জন্ম নিয়েছে আপনার আত্মা || 'পুনর্জন্ম' কি সত্যিই হয়? আপনার পুনর্জন্ম হয়েছে কিনা সেটি বোঝার পাঁচটি উপায় সম্পর্কে?
বন্ধুরা পুনর্জন্ম হলো এমন একটি বিষয় যা হিন্দু ধর্ম শাস্ত্রে অনেক বিস্তারে আলোচনা করা হয়েছে। বিজ্ঞানও এই বিষয়টি নিয়েও অনেক পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে। কিন্তু তা সত্বেও এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তাও বন্ধুরা দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা পুনর্জন্মে বিশ্বাসী। যখন কোনো মানুষের উপর সমস্যা এসে উদয় হয় তখন সেই ব্যক্তির মুখ থেকে আমরা এই কথা অনেকবারই শুনে থাকি-
কি জানি, কোন জনমের সাজা ভোগ করছি!
কিন্তু, এখানে সব থেকে বড় প্রশ্ন হল- পুনর্জন্ম কি সত্যিই হয়? আর যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের বর্তমান জীবনে কি প্রভাব ফেলে থাকে?
প্রথমতঃ- একই স্বপ্ন বারবার আসা-
বন্ধুরা যদি আপনার একই স্বপ্ন বারবার আসে স্বপ্নের মধ্যে দেখা কোনো ব্যক্তি বা বিষয়টিকে দেখে যদি আপনার মনে হয় এই ব্যক্তিটিকে বা বিষয়টি আপনি জানেন ; কিন্তু কিভাবে জানেন সেটি মনে পরেনা এরকমটি যদি আপনার সঙ্গে হয় তাহলে কোথাও না কোথাও এই বিষয়টি স্পষ্ট করে আপনার পুনর্জন্ম হয়েছে।
দ্বিতীয়তঃ- প্রথম দেখায় নিজের মনে হওয়া - যদি কোনো অজানা লোকের সাথে দেখা করার পর আপনার ভেতর থেকে মনে হয় লোকটিকে হয়তো আপনি চেনেন তাহলে সেই ব্যক্তি হয়তো আপনার পুনর্জনম এর সঙ্গে জড়িত হতে পারে।
অনেক সময় এমনটা হয় আমরা কিছু এমন মানুষের সাথে বার্তালাপ করি যার সঙ্গে আগে কোনদিনও দেখা হয়নি; কিন্তু, তাদের সঙ্গে কথা বলার পর আমাদের ভেতর থেকে চেনা চেনা মনে হয়।
তৃতীয়তঃ (পূর্বাভাস) -
কিছু কিছু মানুষের অশুভ কিছু হওয়ার আগেই মনে সায় দিয়ে ওঠে। অশুভ কিছু হওয়ার ভয় এই ধরনের মানুষদের সবসময় তাড়া করে। এটি ওই ধরনের মানুষ গুলির মনের ভুল বলা চলে না। কেননা অনেক ক্ষেত্রে আবার তার ভাবা অশুভ বিষয়গুলো সত্যিও হয়ে যায়। যেমনটা আমরা সকলেই জানি বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তির বুদ্ধির বিকাশ ঘটে। এখানেও ঠিক বিষয়টা অনেকটা ওরকম ভাবেই কার্যকরী হয়। আপনার শরীরের মধ্যে যে আত্মা আছে তা আগেও জন্ম নিয়েছে। এই জন্য ভবিষ্যতে হওয়া ঘটনাগুলির আভাস সে আগে থেকেই পেয়ে যায়। যেভাবে আপনার আত্মা আগে জন্ম নিয়েছে, ঠিক তেমনই পরবর্তীতেও একইভাবে জন্ম নিয়ে যাবে।
চতুর্থতঃ কোনো একটি জিনিস বা ব্যক্তির ওপর বিশেষ টান -
কখনো কখনো কিছু মানুষদের কিছুকিছু জিনিসের ওপর প্রচুর টান থাকতে দেখা যায়। আর যখন তাদের কাছে যখন এর কারণ জানতে চাওয়া হয় - যে কেন তাদের ওই জিনিসটা বা ব্যক্তির উপর এত টান? তখন তারা উত্তরে বলে- এমনিই!
অথচ হয়তো এটাও হতে পারে যে তার এই এমনি বলার মাঝেই লুকিয়ে আছে- সেই জিনিস বা ব্যক্তির সঙ্গে জুড়ে থাকা তার পুনর্জন্মের সম্পর্ক। হয়তো পুনর্জন্মে ওই জিনিসটি আপনার প্রিয় জিনিসের মধ্যে একটি ছিল। যদি কোনো বিশেষ বর্গের প্রতি - তা হতে পারে কোনো কুকুর অথবা বিড়াল না অন্য কিছু দেখে আপনার যদি করুণা হয় তাহলে সেটা হতে পারে আপনার পুনর্জন্মের সঙ্গে জড়িত।
পঞ্চমতঃ অজানা এক প্রকার ভয় বা আতঙ্ক -
যেসব ব্যক্তির পুনর্জনম হয়ে থাকে তাদের মনে এক প্রকার ভয় বা আতঙ্ক কাজ করে। অনেকবার তো এরকমও দেখা যায় সেই ব্যক্তির আচার-আচরণ, ব্যবহার তার পুনর্জন্মের দিকে ইশারা করে। কখনো কখনো এই ধরনের মানুষদের অজানা এই ভয়ের কারণে গভীর ডিপ্রেশনের প্রভাব দেখা যায়।
বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে এই পাঁচটি লক্ষণ এর মাধ্যমে পুনর্জন্মের সিদ্ধান্তগুলি বোঝা যায় এবং তার সাথেই আপনার পুনর্জন্ম হয়েছে কিনা তা বোঝা সম্ভবকর হয়।
আশা করি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সম্মৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপন জনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা