নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু ।
আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল- "জীবনে ভালো সময় আসতে চলেছে কিনা তা বোঝার উপায়" সম্পর্কে।
বন্ধুরা হিন্দু ধর্ম শাস্ত্রে সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। সময়ের চাকাই মানুষকে খুশি, দুঃখ, কষ্ট, লাভ, লোকসান এবং জন্ম - মৃত্যুর সঙ্গে পরিচয় করায়। বন্ধুরা আপনারাও হয়তো দেখেছেন সময় মানুষকে অনেক কিছুই দেখায়। সময়ের চাকা রাজাকে ফকির বানিয়ে দেয় এবং ফকিরকে রাজা। আর এটাও মানা হয় সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা যায়। কিন্তু আপনি কি কখনো এটি ভেবেছেন - যে আপনার জীবনের শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে।
বন্ধুরা আজকের এই লেখাটিতে আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়েই আলোচনা করব - যে শুভ সময় আসার আগেই কিভাবে তার সংকেত মেলে।
এই লেখাটির মাধ্যমে আপনি আপনার জীবনের হতে চলা পরিবর্তন বা ভালো সময় সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন।
একদা ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি কে এই কথাটি বলেছিলেন। হিন্দু ধর্মে বিশিষ্ট গ্রন্থ অনুযায়ী যখন একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ কে বলেন - হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনের ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে জানতে পারব?
তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন- হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগেই কিছু সংকেত দেওয়ার জন্য পশু-পাখি ও ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি। যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন। কিন্তু অজ্ঞানী মানুষের তা বুঝতে সক্ষম হন না।
ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন - হে মুনিবর নারদ, এই সংকেত গুলির মধ্যে সবথেকে প্রথম সংকেত হলো -
প্রথমতঃ- যখন কোনো মানুষের ব্রম্য মুহুর্তে ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ঈশ্বরের স্মরণ করতে থাকে । কিংবা মানুষটির তখন মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে। তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। আর খুব শীঘ্রই তার সফলতার নতুন রাস্তা মিলতে চলেছে। এই সময়ে আমি তাকে স্বয়ং সাহায্য করি।
তো বন্ধুরা আপনাদেরও যদি ব্রম্য মুহুর্তে নিজেদের চোখ আপনা থেকেই খুলতে থাকে এবং আপনারা ঠিক এমনটাই একটা পরিবর্তন অনুভব করতে থাকেন, তাহলে বুঝে নিন আপনারও খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে।
দ্বিতীয়তঃ- হে মুনিবর নারদ, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে ও তার মুখে সর্বদা হাসির ঝলক বর্তমান থাকে এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ করতে সক্ষম, সেই ধরনের মানুষদের বোঝা উচিত তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। ধরনের মানুষেরা যখন কোন জিনিস সম্পর্কে ভাবেন তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সে সেই জিনিসটি পায়।
বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ও নিজেকে নিয়ে প্রসন্ন তার মধ্যে ভগবান বাস করেন। এরকম অবস্থাতাতে যদি কোনো ব্যক্তি মন থেকে হাসিখুশি ও নিজেকে নিয়ে প্রসন্ন থাকে তাহলে তাকে বুঝে নিতে হবে তার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে।
তৃতীয়তঃ- যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে - 'গরু' অর্থাৎ 'গাই' বারবার খাবার জন্য আসে এবং কোনো "হনুমান বা বানর" সেই মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকে উঠিয়ে নিয়ে চলে যায়; অথবা তার বাড়িতে কোনো 'পাখি' এসে নিজের বাসা বানালে - সেই মানুষটাকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসছে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে। আর সে তার জীবনে আগের থেকে আরও বেশি বড় হবে ও উচ্চতর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।
আরো পড়ুনঃ - জ্ঞানী ব্যক্তির সম্মান হানি হলে কি করা প্রয়োজন; কোনো পুরুষের তার সম্মান বজায় রাখতে কি করা উচিত- Click here
চতুর্থতঃ- চতুর্থ সংকেতটি হল - যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার খেলাধুলা করে অথবা ছোট বাচ্চারা সেই ব্যক্তিকে দেখে বারবার হাসছে, তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন। একারনেই তখন সেই মানুষকেও বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময় গুলি খুবই হাসি খুশি হয়ে উঠবে। বন্ধুরা আপনারা অনেক সময়ই গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা বলতে শুনেছেন ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয়।
পঞ্চমতঃ- পঞ্চম সংকেত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষের খরচা ক্রমশ কমতে দেখা যায়, এবং ধন প্রাপ্তি নতুন নতুন রাস্তার সন্ধান সে পায়। সেই ব্যক্তির এটা বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় চলে যেতে চলেছে। তারপর থেকে তার ঘরে স্বয়ং ধনদেবী লক্ষী বাস করতে শুরু করবে। এরকম সময়ে ওই ব্যক্তির সকল সমস্যা দূর হতে চলেছে। আর ধনসম্পত্তি তার ঘরে বিরাজ করতে শুরু করবে, যা আগে থাকত না।
ষষ্ঠতঃ- যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকে, তখনই তার হঠাৎ এটা মনে হয় যে ভগবান তার দিকে তাকিয়ে হাসছেন। কিংবা অনেকদিন বাদে তার ঘরে অতিথির আগমন ঘটলে- সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে।
এছাড়াও যখন কোনো মহিলার বাঁ চোখ এবং কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে- তখন তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে।
সপ্তমতঃ- সপ্তম সংকেত হিসেবে শ্রীকৃষ্ণ বলেছেন - যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় তার বাড়ি থেকে বেরিয়ে গরুর দেখা মেলে কিংবা কোনো গরীব- দুঃস্থর বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হয়, তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যেই কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটি সফল হবেই হবে।
সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদ কে আরো বললেন, যদি কোন ব্যক্তির সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তি দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হয়; অথবা কেউ তাকে মিষ্টি দেয় তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে।
আরো পড়ুনঃ - জ্ঞানী ব্যক্তির সম্মান হানি হলে কি করা প্রয়োজন; কোনো পুরুষের তার সম্মান বজায় রাখতে কি করা উচিত- Click here
আশাকরি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজন দের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন অথবা আমাদের অমৃতকথা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার,ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা