Breaking

Search Content

Follow Us

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

2022 মাঘী পূর্ণিমা নির্ঘন্ট সময়সূচী, পূজার নিয়ম ও মাহাত্ম্য || Maghi Purnima 2022

 



নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু । 

আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল - 2022 মাঘী পূর্ণিমা নির্ঘন্ট সময়সূচী, পূজার নিয়ম ও মাহাত্ম্য। (Maghi Purnima 2022)


বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে কার্তিক ও মাঘ মাসের পূর্ণিমার ব্যাপক মাহাত্ম্য রয়েছে। সাধারণত সব পূজাতেই গঙ্গাস্নানের বিশেষ রিতিও রয়েছে। বিশেষ করে মাঘী পূর্ণিমার এই তিথিতে গঙ্গাস্নানের আলাদা একটি মাহাত্ম্য রয়েছে। এই জন্য এই শুভ তিথিতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই দিন পূজা,যজ্ঞ ও দানের বিধান রয়েছে। এই দিন গঙ্গা স্নান করে কোনো গরীব দুঃস্থদের উদ্দেশ্যে কিছু দান করলে বত্রিশ গুণ ফল প্রাপ্ত হয়। এই জন্য এই মাঘী পূর্ণিমা কে বত্রিশ পূর্ণিমাও বলা হয়ে থাকে।


মাঘী পূর্ণিমার মাহাত্ম্যঃ~

 মাগ নক্ষত্রের নামে মাঘ পূর্ণিমার উৎপত্তি হয় এজন্য একে মাঘী পূর্ণিমা বলা হয়। মাঘী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গা নদীতে স্নান করেন। এজন্য মাঘী পূর্ণিমার দিন যদি কোন ব্যক্তি গঙ্গাস্নান করে তাহলে সে ব্যক্তি সমস্ত রকম পূর্ণ প্রাপ্ত করেন। এজন্য বলা হয়েছে মাঘী পূর্ণিমার দিন শুভ মুহূর্তে পূজা করলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়।


পদ্ম পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু জব, তব ও স্নানে বছরের অন্যান্য দিন ততটা প্রসন্ন হন না, যতটা প্রসন্ন মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে হন। মাঘ মাসের এই পূর্ণিমায় গঙ্গা স্নান বাদে দানেও বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘী পূর্ণিমায় কালো তিল ও কম্বল দান কে সর্বোত্তম বলে মানা হয়েছে।



মাঘী পূর্ণিমার নির্ঘন্ট সময়সূচিঃ- 2022


মাঘী পূর্ণিমার শুভ মুহূর্ত ও তিথিঃ~ 

বন্ধুরা, এ বছর অর্থাৎ 2022 সালে মাঘী পূর্ণিমার শুভ তিথি 16ই ফেব্রুয়ারি বুধবার পড়ছে।


পূর্ণিমা তিথি শুরু হবেঃ~ 15ই ফেব্রুয়ারী মঙ্গলবার রাত্রি 9 টা বেজে 42 মিনিট থেকে শুরু হবে।


পূর্ণিমা তিথি শেষ হবেঃ~ 16 ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 10টা বেজে 55 মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে। 



আরো পড়ুন:- মা লক্ষ্মীর পাঁচালী ||Maa Laxmi panchali - Click here


মাঘী পূর্ণিমার পুজা বিধিঃ~ 

এই দিন ব্রম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে গৃহের সাফ সাফাই করুন। তারপর স্নান পর্ব সেরে নিন। গঙ্গা স্নান করলে গঙ্গা নদী অথবা কোনো পবিত্র নদীতে আপনি স্নান করতে পারেন। তারপর আপনি ভগবান সূর্যদেবকে স্মরণ করে অর্ঘ্য দিন। তারপর আপনি তিলাঞ্জলি দিন। এইজন্য আপনি সূর্যদেবের দিকে তাকিয়ে জলের মধ্যে তিল দিয়ে সেটাকে আপনি তর্পণ করুন এবং তারপর আপনি নারায়ন দেবের পূজা করুন।


এই মঘী পূর্ণিমার বিশেষ তিথিতে মা লক্ষ্মীর বিশেষ রূপে পূজা করা উচিত। আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে। সেই অনুযায়ী মা লক্ষ্মীর পূজা করার জন্য এই মাঘী পূর্ণিমার মতো বিশেষ তিথি বছরে এই একবারই মাত্র আসে। তাই এই দিন মা লক্ষ্মীর অবশ্যই পূজা করুন এবং পূজা করার পরে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। এই দিন কে আপনি আপনার পূজার মাধ্যমে মা লক্ষীকে আপনার গৃহে আমন্ত্রিত করুন। তিনি যেন আপনার গৃহে বিরাজ করেন এবং তার কৃপা দৃষ্টি যেন সদা সর্বদা আপনার ওপর থাকে।


বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ 16 তারিখ সন্ধ্যারাতে মা লক্ষ্মীর পূজা করা সর্বোত্তম বলে গণ্য। এটি অত্যন্ত শুভ মুহূর্ত এই সময় পূজা করলে মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই বিরাজ করবে।



এইদিন মা লক্ষ্মী পূজা করার সময় মা লক্ষ্মী উদ্দেশ্যে ভোগ দিন। ধুপ দীপ জ্বালিয়ে তার আরতি করুন।  সব শেষে ভগবানের কাছে মাথা নত করে আপনার প্রণাম জানান এবং আপনার সমস্যার কথা তার কাছে ব্যক্ত করুন। এরপর আপনি আপনার নিজের সামর্থ্য অনুযায়ী কোন গরীব দুস্থ অথবা ব্রাহ্মণকে দান-দক্ষিণা দিন।


অনেকে লক্ষ্মী ও নারায়ন একত্রে পূজা করে থাকেন আপনি চাইলে সেটিও করতে পারেন। কিন্তু, বিশেষরূপে মা লক্ষ্মী পূজা করা এবং পূজার পর লক্ষ্মীর পাঁচালী পড়া আবশ্যক। এর ফলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারাবছর আপনার ও আপনার পরিবারের উপর থাকবে। আপনারা সকলেই জানেন মালক কি হলো সুখ-স্বাচ্ছন্দ্যের দেবী। মা লক্ষ্মী মূলত ধনরত্ন সম্পদের দেবী। তাই এই মাঘী পূর্ণিমার বিশেষ তৈরিতে সকালবেলায় গঙ্গাস্নান পর্ব সারার পর লক্ষ্মী পূজা করা উচিত। এর ফলে আপনার সংসার সুখ স্বাচ্ছন্দ ও ধন সম্পত্তিতে ভরে উঠবে।


আরো পড়ুন:- মা লক্ষ্মী পাঁচালী || Maa laxmi panchali - Click here


আশাকরি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন, ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। 

ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা