Breaking

Search Content

Follow Us

শুক্রবার, ৪ মার্চ, ২০২২

অন্যকে দোষারোপ করা বন্ধ করুন || বিকাশের সূত্রের ৫ম ভাগ।

 



নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু । 


আমাদের অভ্যাস হয়ে গেছে এটা বলতে বলতে যে এই কলিযুগ খুবই খারাপ, এই সরকার ভালো না, এই মুখ্যমন্ত্রী খারাপ, এই প্রধানমন্ত্রী ভালো না। একটু নিজেকে স্পষ্ট ভাবে বোঝার চেষ্টা করা প্রয়োজন আবার এমনটা নাতো যে আমাদের স্বাভাবই খারাপ। আমাদের দুঃখের কারণ এই সংসার একেবারেই নয়। যা সবথকে গড়বড় তা হল আমাদের প্রত্যেকের নজের নিজের মন। সবথেকে বড় শত্রু এই সংসারে কিংবা বাইরে কোথাও নেই। সবথেকে বড় শত্রু হল- কাম, ক্রোধ, মোহ, লোভ যা আমাদের মধ্যেই রয়েছে। এছাড়াও আরেকটি বড় শত্রু বা দুঃখের কারণ হলো আমাদের- অনিয়ন্ত্রিত মন। 


বুদ্ধির মার্কদন্ডের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হল IQ,আরেকটি হলো - EQ ; IQ এর অর্থ Intelligence Quotient এবং EQ এর অর্থ  Emotional intelligence.  


আমরা যখনই বাল্য অবস্থা থেকে বড় হতে থাকি আর বুদ্ধির বিকাশ হতে থাকে IQ তার সাথেই বেড়ে চলে। কিন্তু, EQ বাড়বে এটা কিন্তু নিশ্চিত নয়। কিছু মানুষ বড় হওয়ার সাথে সাথেই তাদের ভাবনা বাচ্চাদের মতই ইমম্যাচিউর থেকে যায়। আর তারা নিজের খারাপ ভাবনার জন্য বাইরে দোষ খুঁজে বেড়ায়।


একজন মহিলা ছিলেন তিনি তার প্রতিবেশীর নিন্দা সব সময় তার স্বামীর কাছে করতেন। তিনি তার স্বামীর কাছে বলতেন - প্রতিবেশীরা তাদের জামাকাপড় ধুয়ে বাইরে মেলেছে দেখো পরিষ্কারই হয়নি, নোংরা হয়েই আছে। এর পরের দিন আবারও তিনি তার স্বামীর কাছে প্রতিবেশীর নামে বললেন দেখো তাদের দেওয়ালে কত নোংরা লেগে আছে। কিন্তু তার স্বামী তার কথায় বেশি কান দিতো না।এরপর তৃতীয় দিন আবারও তিনি বললেন, প্রতিবেশীদের গাড়িটা দেখো কত নোংরা। এই কথা শোনার পর স্বামীটি তার মাথা নাড়লেন। তারপরের দিন সেই মহিলা সকালে ঘুম থেকে ওঠার পর আবারো রোজকারের মত তাদের কাঁচ ঢাকা জানলা দিয়ে প্রতিবেশীদের দেখতে লাগলেন। তারপর তিনি অবাক হলেন এবং তার স্বামীকে বললেন - আজকে হঠাৎ কি হল?আজকে তো প্রতিবেশীদের সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে। এই শুনে স্বামীকে তখন বললেন - কিছুই হয়নি মেম সাহেব। রাত্রে ঘুমানোর আগে আমরা আমাদের জানালা গুলিকে ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করেছলাম। 


তো বন্ধুরা জানালা নিজের নোংরা ছিল। কিন্তু, দোষ দেখছিলেন তিনি বাইরের। এটাই তো মানুষের সব থেকে বড় ভুল। আমাদের সব সময় মনে হয় বাইরের জগৎ অর্থাৎ এই সংসার পুরোটাই গড়বড়। কিন্তু, ঈশ্বর বলেন, হে মানুষ্যগন; আমি এই সংসারে সৃষ্টি কর্তা। তাই আমি সকল মানুষের শিক্ষার বিকাশের জন্য এই পুরো সংসারকে একদম ঠিক করে সাজিয়ে গুছিয়ে বানিয়েছি। তুমি যেই জিনিসটি তে গড়বড় দেখছ তা তোমার মধ্যেই রয়েছে। 


পাশ্চাত্য দেশে মানুষ খুবই চিজ 🧀 (দুধ দিয়ে তৈরি একটি পদার্থ) খেতে পছন্দ করেন। এইচ চিজের মধ্যে একটি খুবই খারাপ গন্ধ যুক্ত চিজ আছে। তার নাম হলো- Limburger Cheese 🧀  


দাদু ঘুমিয়ে ছিলেন। তার দুই নাতি তার সঙ্গে একটি মজা করবে বলে ঠিক করলো। তারা কি করলো - ঘুমাতে থাকা দাদুর গোঁফে Limburger Cheese 🧀  লাগিয়ে দিল। দাদু যখন এরপর ঘুম থেকে উঠলেন, ওঠার পর তিনি হাই তুলতে তুলতে একটি গভীর শ্বাস নিলেন, তখনই তার নাকে গেল ওই গন্ধ। তখন দাদু বলল - এই গন্ধ কোথা থেকে আসছে? কোথাও কি ইঁদুর টিদুর মরেছে নাকি। তিনি তখন তার ঘরের সকল আলমারিগুলো খুলে দেখতে লাগলেন কোথাও কোনো ইঁদুর মরেছে নাকি। এরপর তিনি পাশের ঘরে গিয়ে খুঁজতে লাগলেন সেখানেও তিনি কিছুই পেলেন না। কিন্তু, গন্ধ পুরো বাড়ি থেকেই আসছে। এরপর তিনি ভাবলেন বাইরে কোন নর্দমা ওভারফ্লো হে গন্ধ আসছে না তো! এই ভেবে তিনি বাইরে দেখতে গেলেন। সেখানেও তিনি কিছুই পেলেন না। বাইরে বসে তিনি আবারও গভীর শ্বাস নিল সেখানেও তিনি সেই গন্ধ পাচ্ছিলেন । এরপর তিনি ভাবতে লাগলেন- মনে হয় এই পুরো সংসারই গন্ধে ভরে গেছে। 


এখানে কিন্তু এই পুরো জগৎ বা এই সংসার ঠিকই ছিল। গন্ধটি কেবলমাত্র দাদুর গোঁফ থেকে আসছিল। এই জন্যই আমাদের শাস্ত্রে উল্লেখ আছে - আমাদের মনই হল সংসার, একেই তো আমাদের শুদ্ধ করতে হবে। তো আমাদের যদি অভ্যাসে দাঁড়িয়ে যায় এটা যে এই কলিযুগ খুবই খারাপ, এই সরকার ভালো না, এই মুখ্যমন্ত্রী খারাপ, এই প্রধানমন্ত্রী ভালো না। তখন একটু নিজেকে স্পষ্ট ভাবে বোঝার চেষ্টা করা প্রয়োজন। কারণ এমনটা নাতো যে আমাদের স্বাভাবই খারাপ।


একটি জিনিস সবসময় মনে রাখা প্রয়োজন অন্যকে আঙ্গুল তুলে কোনো দোষ দেওয়ার আগে ভালো করে লক্ষ্য করবেন নিচের তিনটি আঙ্গল কিন্তু নিজের দিকেই বেঁকে আছে। 


একদা একজন রোগী গেল ডাক্তারের কাছে সে ডাক্তারকে গিয়ে বলল ডাক্তারসাহেব ভয়ঙ্কর ব্যথা হচ্ছে। ডাক্তার সাহেব তার কাছে জিজ্ঞাসা করলেন - কোথায় ব্যথা হচ্ছে? এই বলেই ডাক্তার সাহেব তার হাতের আঙ্গুলটি নিয়ে তার কাধে দিলেন এবং বললেন, এইখানে ব্যথা হচ্ছে? তখনই সে ব্যথায় জোরে চেঁচাতে লাগলো। এরপর আবারো ডাক্তার সাহেব তার হাতের আঙুলটি নিয়ে তার হাটুতে রাখলেন এবং বললেন এখানে ব্যথা? সে আবারও ব্যথায় চেঁচাতে লাগলো। তারপর তার হাতের আঙুলটি নিয়ে তার পেটে রাখলেন বললেন, এখানেও ব্যথা নাকি? তখন সেই রোগীটি আবার চেঁচাতে লাগলো এবং বলল ডাক্তারসাহেব খুবই মুশকিল এর মধ্যে আছি। এরপর ডাক্তার সাহেব তার হাতের আঙ্গুল টি তাকে দেখিয়ে বললেন দেখুন আপনার আঙ্গুলের নখের মধ্যে একটি ছোট কাটা ঢুকে রয়েছে। এই জন্য তুমি যেখানেই আঙুলটিকে রাখবে সেখানেই ব্যথা হবে। তোমার শরীরে কোনো ব্যথা নেই, বরং তোমার আঙুলেই আসল গড়বড়।


ঠিক এরকমভাবেই আমরা বলি এই পুরো সংসার অর্থাৎ জগৎ গড়বড়। কিন্তু, শাস্ত্র বলে - না, এই সারা সংসার ঈশ্বরের তৈরি, ভগবান দ্বারা উৎপন্ন, এমন ভাবে বুঝুন যে ভগবানই সংসার রূপ ধারণ করেছেন। ভগবান এই সংসার বানিয়েছেন এবং এই সংসারের মধ্যে সর্বত্র ছড়িয়ে গেছেন। এর মানে এসে দাঁড়াচ্ছে আমাদের দুঃখের কারণ এই সংসার নয়। যা সবথেকে গড়বড় তা হলো আমাদের নিজের অনিয়ন্ত্রিত মন। আমাদের অন্যকে দোষারোপ করা বন্ধ করতে হবে এবং নিজের ভিতরের ভাবনার সিঙ্গারের বিধিকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে ও তার অভ্যাস করতে হবে।


আশাকরি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন অন্যকে দোষারোপ করার আগে নিজের মনকে নিয়ন্ত্রিত করা প্রয়োজন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার,ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো পড়ুন:- খারাপ সময় সারা জীবন থাকে না। (বিকাশের সূত্রের ৪র্থ ভাগ) Click here



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা