নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।
আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল - ২০২২ দোলপূর্ণিমা ও হোলির নির্ঘণ্ট সময়সূচী (Holi 2022 Date and Time) ও শুভ মুহূর্ত।
হোলি উৎসব প্রত্যেকটা বাঙালির তথা সকল ভারতবাসীর খুশির উৎসব বলে গণ্য। এই উৎসব হলো পৃথিবীর বৃহত্তম উৎসবের মধ্যে একটি। এই উৎসবের অপেক্ষায় থাকে বেশিরভাগ মানুষই। এই দিন ছোট থেকে বড় সকলেই রং খেলায় মেতে ওঠেন। হোলিকা দহন পর্ব সারার পরের দিন সকালে হোলি উৎসব উদযাপন করা হয়। হিন্দু রীতি অনুযায়ী প্রতিবছর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে হোলি উৎসব উদযাপন করা হয়। কিন্তু, এই বছর অর্থাৎ 2022 সালে হোলি উৎসব চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পড়েছে।
হোলি কা দহন করতে, একটি খালি জায়গা যেখানে হাওয়া-বাতাস রয়েছে এমন জায়গা বেছে নিয়ে, সেখানে শুকনো কাঠ এবং পাতা জমা করে স্তুপ বানাতে হয়। তারপর শুভক্ষণে সেটাকে পুজো করার পর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। পরের দিন রং ও আবীর দিয়ে হোলি উদযাপন করা হয়।হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে। মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্যে বিভিন্ন জায়গায় পালিত হয় এই হোলিকা দহন পর্ব। চলুন বন্ধুরা এবার একে একে হোলি উৎসবের প্রত্যেকটি শুভ মুহূর্ত জেনে নেওয়া যাক।
~||দোল পূর্ণিমার সময় ||~
আগামী 17ই মার্চ বৃহস্পতিবার, ২রা চৈত্র-দুপুর ১টা বেজে ১৮মিনিট থেকে 18ই মার্চ শুক্রবার দুপুর ১টা বেজে ৩ মিনিট পর্যন্ত এই বছর দোল পূর্ণিমা থাকবে।
দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনির ওপর ভিত্তি করে। আর হোলি পালন করা হয় নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকশিপু বধ হওয়ার যে পৌরাণিক কাহিনি, তার ওপর ভিত্তি করে।
Holi 2022 Date and Time : ২০২২ সালের দোলযাত্রা ও হোলির তারিখ:
এই বছর অর্থাৎ 2022 সালে দোলযাত্রা বা দোল পূর্ণিমা পড়েছে 17 ই মার্চ, বৃহস্পতিবার। বাংলার - ১৪২৮ বঙ্গাব্দ, ২রা চৈত্র। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর অর্থাৎ 2022 সালে হিন্দু পঞ্জিকা অনুযায়ী হোলি পড়েছে 18ই মার্চ, শুক্রবার। কিন্তু, 19শে মার্চ শনিবার হোলির দিন হিসাবে ক্যালেন্ডারে দেওয়া রয়েছে, যেহেতু 17ই মার্চ হোলিকা দহন হবে। সেই অনুযায়ী তারপরের দিন হোলি উৎসব পালিত হয়। এই কারণে এই বছর 18ই মার্চ সকালে হোলি উৎসব পালিত হবে।
||হোলিকা দহন পর্বের সঠিক সময়||
হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2022 সালে হোলিকা দহন করার শুভ সময় 17ই মার্চ, বৃহস্পতিবার। যেহেতু হোলিকা দহন পূর্ণিমা তিথিতে ভদ্ররহিত কালে করা হয়। সেই অনুযায়ী এই বছর 17ই মার্চ পূর্ণিমার সাথে সাথে প্রদোষ কালে ভদ্রা থাকবে এবং মধ্যরাতেও ভদ্রার ছায়া থাকবে। এর সাথেই পরের দিন অর্থাৎ 18ই মার্চ প্রদোষ কালে বা সন্ধ্যাবেলার আগেই পূর্ণিমা সমাপ্ত হয়ে যাবে। কিন্তু নিয়ম অনুযায়ী প্রদোষ কালে যেইদিন পূর্ণিমা থাকবে সেইদিন হোলিকা দহন করে নেওয়া উচিত। এইজন্যই 2022 সালে 17ই মার্চ হোলিকা দহন করা হবে। আর হোলিকা দহন এর পরের দিন সকালে অর্থাৎ 18ই মার্চ হোলি উৎসব বার রং খেলা হবে।
হোলিকা দহন এর শুভ মুহূর্ত - 17ই মার্চ সন্ধ্যা ৬ টা বেজে ৩৩ মিনিট থেকে রাত্রি ৮ টা বেজে ৫৮ মিনিট পর্যন্ত।
আশাকরি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আরো পড়ুনঃ- আমরা হোলি উৎসব পালন করি কেন? হিন্দুধর্ম মতে হোলির হোলিকা দহনের পৌরাণিক কথা -CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা