Breaking

Search Content

Follow Us

রবিবার, ২৬ জুন, ২০২২

2022 সালে রথযাত্রার - পূর্ণাঙ্গ সময়সূচী || 2022 Rath Yatra Date and Time.

 


নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।


বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল - 2022 সালে কবে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা এবং তারই সাথে জেনে নেবো স্নানযাত্রার তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচী। 


বন্ধুরা সনাতন ধর্মের বারো মাসে তেরো পার্বণ, সারা বছর ধরে সনাতন ধর্মালম্বীরা উৎসবে মেতে থাকেন। আর কিছুদিন পরেই আসতে চলেছে সনাতন ধর্মের পবিত্র উৎসব রথযাত্রা। চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক 2022 সালে রথযাত্রার থেকে শুরু করে উল্টোরথের সঠিক তারিখ ও সময় সম্পর্কে।


রথযাত্রা প্রত্যেকটি হিন্দুদের কাছে পবিত্র একটি উৎসব। কারণ এই দিন - শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাবেন। পুরীর জগন্নাথ মন্দিরে বিশাল ধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা। প্রচুর ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় ঐদিন। ভক্তরা ছুটে যান রথের সেই পবিত্র দড়িটি একবার ছুঁয়ে দেখার জন্য। রথের দিন শ্রী জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা সজ্জিত থাকেন রাজ বেশে। মন্দির থেকে বেরিয়ে রথের উপর বিরাজ করেন তাদের ভক্তদের দর্শন দেওয়ার জন্য। এবছর অর্থ 2022 সালের রথযাত্রা আর বেশি দেরি নেই, সময় বলে দিচ্ছে প্রভু আসছেন তার ভক্তদের মাঝে।


• বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেবো - স্নানযাত্রার তারিখ 2022 সালে কবে পড়েছে? 

বন্ধুরা বলা হয়ে থাকে এই স্নানযাত্রা তিথিতে মর্তে আবির্ভাব হয়েছিলেন জগন্নাথ দেব। তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করা হয়। আর এই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ দিনে স্নান উৎসব পালিত হয়ে আসছে। বন্ধুরা 2022 সালে স্নানউৎসব পালিত হতে চলেছে -  14ই জুন (বাংলা ৩০ জ্যৈষ্ঠ) - মঙ্গলবার দিন। যা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে।


• বন্ধুরা এরপর আমরা জেনে নেব - 2022 রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচী? 

2022 সালে রথযাত্রা পড়েছে 1লা জুলাই অর্থাৎ বাংলার ১৬ই আষাঢ় - শুক্রবার দিন। দ্বিতীয় তিথি শুরু হচ্ছে - 30 শে জুন 2022 বৃহস্পতিবার সকাল 10টা বেজে 49 মিনিটে। দ্বিতীয় তিথি ছেড়ে যাচ্ছে 1 জুলাই শুক্রবার দুপুর 1 বেজে 9 মিনিটে।


উল্টোরথ এর তারিখ:- 9ই জুলাই 2022 অর্থাৎ বাংলা ২৪শে আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ - শনিবার দিন। 


আরো দেখুন - ঘরের এই স্থানে - ঘড়ি লাগাতে নেই কেন? || Where Should the Clock be placed?

CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা