Breaking

Search Content

Follow Us

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

গর্ভবতী মহিলাদের অন্তিম সংস্কারে যেতে মানা করা হয় কেন? || Garud Puran

 


নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।


বন্ধুরা আমাদের হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী একজন গর্ভবতী মহিলাকে অনেক নিয়ম মেনে চলতে হয়। যার মধ্যে প্রচলিত মান্যতা অনুযায়ী একটি নিয়ম হলো- একজন গর্ভবতী মহিলাকে অন্তিম সংস্কারে যুক্ত হতে মানা করা হয়। শুধু তাই নয় আমাদের ধর্ম পুরাণ তো - গর্ভবতী মহিলাদের কোনো মৃত মানুষ দেখতেই মানা করে। তো বন্ধুরা চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক যে, আমাদের ধর্ম গ্রন্থ এই বিষয়টি নিয়ে কি বলে। 


বন্ধুরা যেমনটা আমরা সকলেই জানি পরিবারে একজন নতুন সদস্যের আগমন হলে উৎসবের সঙ্গে আমরা সেটা পালন করে থাকি। পরিবারের নতুন সদস্য আসার পূর্বে একটি গর্ভবতী মা- 9 মাস ধরে অপেক্ষা করে থাকে। আর এই সময় সেই গর্ভবতী মা তার হতে চলা সন্তানের ভালোর জন্য অনেক সামঞ্জস্য বজায় রেখে জীবন ব্যাতিত করে। এরই সাথে ওই গর্ভবতী মা ধর্ম গ্রন্থে বর্ণিত কিছু নিয়মও মেনে চলে। যেমন - যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে গর্ভবতী মায়ের সেখানে যাওয়া উচিত নয়। এমনকি সেই বাড়ির আশপাশ দিয়েও যাওয়া উচিত নয়। আর বন্ধুরা এমনটা এই জন্য বলা হয়ে থাকে কারণ - এরকম সময়ে মৃত ব্যক্তির বাড়িতে লোকজনেরা শোকের ছায়ায় বিরাজমান থাকে। যে কারণে অনেক নেগেটিভ এনার্জি সেই মানুষগুলি শরীর থেকে প্রবাহিত হয়, যা একটি গর্ভাবস্থায় থাকা শিশুর জন্য একেবারেই ঠিক নয়। আর এটাতো পুরাণেও বর্ণিত রয়েছে যে, একটি গর্ভাবস্থায় থাকা শিশু খুবই কোমল ও সংবেদনশীল হয়। আর তার সুরক্ষার জন্য অনেক বেশি সতর্কতা মেনে চলা প্রয়োজন। এমত অবস্থায় তার আশেপাশের বাতাবরণ আর বাইরের দুনিয়ায় কি চলছে - এই বিষয়গুলি গর্ভাবস্থায় থাকা শিশুর উপর ব্যাপক প্রভাব ফেলে।


তো বন্ধুরা এটা তো ছিল ধার্মিক কারণ। এখন যদি বলা হয় বৈজ্ঞানিক কারণ এর কথা তাহলে বলতে হয় যে- 


বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি মৃত ব্যক্তির শরীরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা খুবই সংক্রমক হয়ে থাকে। আর বন্ধুরা একটি গর্ভবতী মহিলার শারীরিক পরিস্থিতি এতটাও প্রবল কখনোই হয় না যে, সেই ব্যাকটেরিয়া দ্বারা গর্ভবতী মহিলা প্রভাবিত হবে না। এইজন্য গর্ভবতী মহিলাকে মৃত ব্যক্তির মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয় না। এমনকি সেই ঘরেও যেতে দেয়া হয় না, যেই ঘরে ব্যক্তির মৃত্যু হয়েছিল। 


বন্ধুরা মান্যতার এই শৃঙ্খলাতে গর্ভবতী মহিলাদের শৃঙ্খলার সঙ্গে যুক্ত আরেকটি মান্যতা সম্পর্কে জানাবো আপনাদের। বন্ধুরা একজন গর্ভবতী মহিলাকে সাত মাসে অথবা তারপরে নদী পার করা কখনই উচিত নয়। আর না তো এরকম কোনো স্থানে যেতে দেওয়া উচিত। মনে করা হয় নদী-নালার কাছে অশুভ আত্মার বসবাস হয়। আপনি যদি কখনো ঠিক ভাবে লক্ষ করে দেখেন তাহলে দেখবেন যে, বেশিরভাগ শ্মশান ঘাট নদীর তীরেই অবস্থিত। এই কারণে কখনোই গর্ভাবস্থায় নদীর তীরে যাওয়া উচিত নয়। 


বন্ধুরা যেমনটা আপনাদের প্রথমেই জানানো হয়েছে যে , গর্ভাবস্থায় মহিলাদের শরীরের নানান ধরনের পরিবর্তন হয়। যেই কারণে তাদের মধ্যে সাধারণের তুলনায় বেশি সংবেদনশীলতা চলে আসে। আর এমত অবস্থায় যদি সে কোন নদী - নালা পার করে তাহলে অশুভ আত্মা শীঘ্রই তার প্রভাব গর্ভাবস্থায় থাকা শিশুটির উপর ফেলে।


নিশ্চয়ই আধুনিক যুগের স্বামী স্ত্রীদের কাছে এই বিষয়গুলি অন্ধবিশ্বাসের মত লাগছে। কিন্তু, তাদের এরকমটা ভাবা পুরোপুরি ভুল। কেননা বর্তমানে মেডিকেল সাইন্সও এই বিষয়গুলোতে নিজের মতামত ব্যক্ত করে এগুলিকে স্বীকার করে নিয়েছে। কিন্তু, তাদের স্বীকারোক্তির বিষয়গুলো পুরোপুরি এভাবে ধর্মগ্রন্থের মতো কথায় বর্ণিত না হলেও কোথাও না কোথাও পূর্বে বর্ণিত আমাদের ধর্মগ্রন্থের এই কথাগুলি বর্তমানে বিজ্ঞানের সঙ্গে মিলে যাচ্ছে। 


তো বন্ধুরা আশাকরি আজকের এই লেখাটি পড়ে আপনারা বুঝতে পেরেছেন গর্ভবতী মহিলাদের কেন অন্তিম সংস্কার যেতে দেওয়া হয় না এবং গর্ভবতী মহিলাদের কোন কোন মান্যতা থাকে যেগুলো দ্বারা শৃংখলার সঙ্গে মেনে চলে।


বন্ধুরা আজ এখানেই শেষ করলাম। লেখাটি ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো দেখুন - চারধাম তীর্থ করতে গিয়ে কেউ মারা গেলে - তাঁর আত্মার সঙ্গে কি হয়? || What Happens Human who Die in Chardham?  CLICK HERE


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা