নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।
বন্ধুরা যেমন আমরা সবাই জানি যে এই মর্ত্যলোকে যারা জন্ম নিয়েছে তাদের সবাইকে একদিন না একদিন মরতেই হবে। আর এটাই হল দুনিয়ার সব থেকে বড় সত্য। আর বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা দেখেছেন যে, হিন্দু ধর্মে যখন কারো মৃত্যু হয় এবং যখন তার শবযাত্রা বার হয় তখন শবদেহের পিছনে হাটতে থাকা মানুষেরা,''রাম নাম সত্য হে'' / "বল হরি হরি বোল",বলতে বলতে হাটে। কিন্তু, বন্ধুরা আপনারা কি জানেন, শবযাত্রার সময় এরকম কেন বলে? যদি না জেনে থাকেন তাহলে আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়েই আলোচনা করব। আর সেই কথার ব্যাপারে বলবো যার বর্ণনা মহাভারত গ্রন্থে যুধিষ্ঠিরের দ্বারা করা হয়েছে।
বন্ধুরা মহাভারত ধর্মগ্রন্থে, শবযাত্রার সময় যুধিষ্ঠির দ্বারা বলা ''রাম নাম সত্য হে'', কেন বলা হয়? - এর সাথে যুক্ত রহস্যের ব্যাপারে বলা হয়েছে যে, মৃতের শরীর যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন শবদেহের পেছনে হাঁটতে থাকা মানুষেরা ''রাম নাম সত্য হে'' বলে। কিন্তু, যখন মৃতের সংস্কার সমাপ্ত হয়ে যায় তখন তা পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। তারপর যখন ওই শবদেহের সাথে যাওয়া মানুষেরা ফিরে আসে তখন তারা ওই রাম নাম কে ভুলে গিয়ে নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপর মৃত্যু হওয়া পরিবারের সদস্যরা তার সম্পত্তিকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। এরপরে যুধিষ্ঠির বলেন যে, সমস্ত মানুষ নিজের জীবনে কখনও না কখনও, কোনো না কোনো শবযাত্রায় অবশ্যই যায় এবং "রাম নাম সত্য হে'' বলে থাকে। কিন্তু, শ্মশান ঘাট থেকে বেরিয়ে আসতেই তারা এই সত্যকে ভুলে যায়। সমস্ত মানুষ প্রতিদিন কারো না কারোর মৃত্যুর কথা শুনে থাকে তারপরেও তারা সব থেকে বড়ো সত্যকে স্বীকার করে না, এর থেকে বড় আশ্চর্যের জিনিস আর কি হতে পারে।
এছাড়া ধর্মগ্রন্থে এটাও বলা হয়েছে যে, যেমন ভাবে মৃত্যু হল একটি অটল সত্য। ঠিক তেমনভাবেই রামের নামও সত্য। বন্ধুরা আপনাদের জানিয়ে দেই যে, শবযাত্রা চলাকালীন ঠিক "রাম নাম সত্য হে'', সবাই এই কথা বলে কারণ মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নয় বরং এটা বলার উদ্দেশ্য হলো তাদের সঙ্গে যাওয়া পরিবার পরিজন আর বন্ধুদের কেবল এটা বোঝানো হয় যে - জীবন এবং জীবনের পরে শুধুমাত্র রাম নামই সত্য, বাকি সমস্ত কিছু ব্যর্থ। আর এই পরম্পরা আজকের নয় পৌরাণিক কাল থেকে চলে আসছে।
বন্ধুরা এখন আপনারা ভাবছেন যে, কেবল রাম নামই কেন সত্য? তাহলে জেনে নিন যখন রাম নাম জপ করা হয় তখন মৃতের আত্মা মুক্তি লাভ করে। এরকম মনে করা হয় যে, মৃতের অন্তিম যাত্রার সময় রাম নাম বলার কারণে মৃত ব্যক্তি জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায় আর তার শ্রী হরিরচরণে সব সময়ের জন্য স্থান প্রাপ্ত হয়। এছাড়াও মনে করা হয় যে এই নাম জপের কারণে ভগবানের অবতার ছাড়া যারা এই দুনিয়াতে এসেছে তারা সবাই চলে যাবে। শুধু এইটুকুই নয় শাস্ত্রে এটিও বলা হয়েছে যে, রাম নাম জপার কারণে মানুষের মনে খারাপ ভাবনা-চিন্তা বন্ধ হয়ে যায়। যার প্রভাবে মানুষ খারাপ কাজ করা ছেড়ে দেয়, আর সৎ পথে চালিত হয়। এই মন্ত্র জপ করার কারণেই মৃতের পরিবারের পক্ষে তাকে ভোলা সহজ হয়, কেননা যখন কোন পরিবারের কারো মৃত্যু হয় তখন মানুষ অনেকটাই নিরাশ হয়ে পড়ে এরকম পরিস্থিতিতে রাম নামই সেই মন্ত্র যা তাদেরকে হতাশা থেকে বাইরে বার করতে সক্ষম হয়।
এই সমস্ত কিছু ছাড়া শিবপুরাণ অনুযায়ী, ভগবান শিবও রাম নামেরই জপ করে থাকে, যেখানে আমরা জানি যে শ্রীরাম ভগবান বিষ্ণুরই অবতার।
একটি কাহিনী অনুযায়ী, রামায়ণের রচয়িতা বাল্মিকী যিনি প্রথমে একজন ডাকাত ছিলেন। তিনিও রাম নাম জপের পরেই সৎ-পথে চালিত হয়। আর তারপর রাম নামের কৃপাতেই রামায়ণের মতো ধর্মগ্রন্থের রচনা করে ফেলেন।
বন্ধুরা এইসব ছাড়াও আপনাদের এটা জানা আবশ্যক যে, রাম শব্দটি শুধুমাত্র একটি নাম নয় বরং শ্রী হরিরচরণে যাওয়ার একটি পথ। আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে মরা শব্দটিকে যখন বারবার উচ্চারণ করা হয় তখন ওই মরা বলা ব্যক্তিটির মুখ দিয়ে অজান্তেই রাম শব্দটি উচ্চারিত হয় এই কারণে বন্ধুরা, যদি আপনি রাম নামের শক্তি বুঝতে পারেন তাহলে আজ থেকেই রাম নামে বিলীন হয়ে যান। কেননা মর্ত্যলোকে আমরা মানুষেরাই এরকম তুচ্ছ প্রাণী যারা অধিক সুখ পাওয়ার কারণে না জানি জীবনভর কত খারাপ কাজ করে চলেছি। আর আমরা এটা ভুলে যাই যে যারা এই মর্ত্যলোকে জন্মগ্রহণ করেছি তাকে এক না একদিন মরতেই হবে। এটি হলো জীবনের সবথেকে বড় সত্য। তার সাথে এও ভুলে যাই যে মৃত্যু ছাড়া যদি আর কোনো সত্য থেকে থাকে তাহলো রামের নাম।
তাহলে বন্ধুরা আশাকরি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আর আশা করি আপনি এর পালনও করবেন। কেননা এটা তো আপনারা সবাই জানেন যে মৃত্যুর পরে আমার বা আপনার সাথে কিছুই যায় না যতই আমরা অনেক ধন সম্পত্তি কামিয়ে থাকি না কেন। মৃত্যুর পরে যদি মানুষের সাথে কিছু যায় তাহলে তা হলো, তার দ্বারা করা কর্ম।
আশাকরি আজকের লেখাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আরো দেখুন - রামায়ণের সঙ্গে যুক্ত 9টি গোপন রহস্য - যা হয়তো আপনিও জানেন না ! || Unheard stories from Ramayan. CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা