Breaking

Search Content

Follow Us

রবিবার, ৭ আগস্ট, ২০২২

2022 - রাখি পূর্ণিমার সঠিক সময়সূচী || রাখি পরানোর সঠিক নিয়ম || কোন সময় রাখি পড়ানো সবথেকে বেশি শুভ?

 


নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু। 


বন্ধুরা রাখি বন্ধন উৎসব পালিত হতে চলেছে আগামী 11ই আগস্ট 2022, তথা বৃহস্পতিবার দিন। ভারতীয় সংস্কৃতিতে রাখি বন্ধন উৎসবের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই ও বোনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করতে এই উৎসব পালিত হয়। এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষা সুতো পরিয়ে তার দীর্ঘ নিরোগ জীবনের জন্য কামনা করে থাকে। আর ভাইয়েরাও বোনকে রক্ষা করবার প্রতিশ্রুতি দেন। তার সঙ্গেই বোনেরা ভাইদের মিষ্টি খাওয়ান ও ভাইয়েরা বোনের হাতে উপহার তুলে দেন। এই উৎসব অনেকটা ভাইফোঁটার মত। রাখি বন্ধন উৎসব বলতে গেলে গোটা দেশ জুড়েই পালিত হয় খুবই আরম্ভের সঙ্গে। রাখি পূর্ণিমা থেকেই শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে যায়। প্রাচীন ভারতেও এই উৎসব পালিত হতো। বৈদিক যুগ এই প্রথা 'রক্ষা সূত্র' নামেও প্রচলিত ছিল। পরবর্তীতে 'রাখি' নামে এটি পরিচিত হয়।


রাখি পূর্ণিমার শুভ সময়সূচী :- 

বন্ধুরা আপনাদের ক্ষেত্রে একটি কথা বলি যে, রাখি পূর্ণিমা থেকে শ্রাবণের শেষ হয়ে ভাদ্র মাসে শুরু হয়। বন্ধুরা ভাদ্র মাসে রাখি পরানো কিন্তু একেবারেই শুভ নয়। এই কারণে পূর্ণিমা কতক্ষণ থাকছে সে বিষয়ে সঠিক ভাবে জানা কিন্তু একান্ত প্রয়োজন। ২০২২ সালে রাখি পূর্ণিমার পবিত্র উৎসব পালিত হবে - আগামী ১১ ই আগস্ট বৃহস্পতিবার। সেদিন পূর্ণিমা পড়বে সকাল ১০টা বেজে ৩৮ মিনিটে। আর এই পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ই আগস্ট সকাল ৭টা বেজে ৫ মিনিট পর্যন্ত। বন্ধুরা, রাখি পরানো শুভ সময় রয়েছে - ১১ই আগস্ট বৃহস্পতিবার দিন সকাল ৯টা বেজে ২৮ মিনিট থেকে রাত্রি ৯টা বেজে ১৪ মিনিট পর্যন্ত। আর এই শুভ সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে রাখি পরিয়ে নিতে হবে।


• রাখি পরানোর সঠিক নিয়ম:- 

বন্ধুরা, বোনেরা ভাইদের হাতে যে রাখি পরিয়ে দেবে সেই রাখি পড়ানোর বেশ কিছু নিয়ম রয়েছে। রাখি পড়ানোর সময় ভাই বা দাদার কিমবা বোন বা দিদির এই নিয়মগুলি মেনে চলা প্রয়োজন। বন্ধুরা জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি সম্পর্কে। 


প্রথমেই বলি রাখি পরাবার সময়ে ভাই বা দাদাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং তার ঠিক উল্টোদিকে অর্থাৎ বোনকে রাখি পরাবার সময় পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। এছাড়াও রাখি পড়াবার পর দাদারা বোনকে নানান উপহার সেটি হতে পারে নতুন পোশাক কিংবা গয়না, টাকা, মিষ্টি ইত্যাদি নিজের সামর্থ্য অনুযায়ী দিতে হবে।


বন্ধুরা, এরপর আপনাদের যে বিষয়টি নিয়ে বলবো তা হল রাখি পরাবার সময় দাদা বা ভাইয়ের মাথায় কোন পরিষ্কার কাপড় বা রুমাল বেঁধে দিতে হবে। খালি মাথায় কিন্তু কখনোই রাখি পরানো উচিত নয়। এক কথায় মাথা ঢেকে রাখতে হবে এবং ভাইয়ের ডান হাতের কব্জিতে রাখি পরিয়ে দিতে হবে। এরই সাথে কপালে একটি চন্দনের টিকা বা ফোটা দিতে পারেন।


বন্ধুরা সবশেষে রাখি পড়ানোর পর একে অপরকে মিষ্টিমুখ অবশ্যই করিয়ে দেবেন। এর সাথে ভাইকে বা দাদা কে রাখি পড়ানোর পর আপনি প্রদীপের শিখা ভাইয়ের মাথায় দিতে পারেন। যদি আপনি আপনার ভাইকে রাখি পরান তাহলে আপনার ভাইকে আপনি দুব্বা অথবা চাল তার মাথায় দিয়ে তাকে আশীর্বাদ করতে পারেন। ঠিক একই বিষয়টি দাদারাও বনের ক্ষেত্রে করতে পারেন। সবশেষে বোনেরা কিন্তু এই জিনিসটি কখনোই করতে ভুলবেন না, রাখি পড়ানো শেষে দাদার পা ছুয়ে অবশ্যই আশীর্বাদ নেবেন এবং অন্যরূপে ভাইয়েরাও দিদির চরণ স্পর্শ করে আশীর্বাদ নেবেন। এই দিন কিন্তু ভাইয়েরা বা দাদারা বোনকে উপহার দিতে একেবারেই ভুলবেন না, তাহলে কিন্তু এই রাখি বন্ধন উৎসব অসম্পূর্ণ থেকে যায়।


বন্ধুরা আশাকরি আজকের এই লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো পড়ুন:- ২০২২ ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচী || ঝুলন যাত্রার মাহাত্ম্য? CLICK HERE 

আরো পড়ুন:- ২০২২ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচী?Click here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা