Breaking

Search Content

Follow Us

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

গরুড় পুরাণের এই মন্ত্র পাঠে দূর হয় - দরিদ্রতা || Garud Puran Mantra's



 নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু। 


বন্ধুরা সনাতন ধর্মের সকল পুরাণের মধ্যে একটি গরুড় পুরাণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। এই পুরান কে মহাপুরান বলা হয়। আর এই পুরানের অধিপতি হচ্ছেন ভগবান শ্রী হরি। বলে দেই যে এই গরুর পুরানে কিছু এমন মন্ত্র দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার দরিদ্রতা দূর হবে। বলে হিন্দু ধর্ম মান্যতা রয়েছে কোনো মানুষের মৃত্যুর পর গরুড় পুরাণের পাঠের মাধ্যমে মরে যাওয়া ব্যক্তির আত্মার শান্তি মেলে। এটা এমন একটি পুরান যা মানুষকে সৎকর্ম করার জন্য প্রেরিত করে। মানুষ কে জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কে পড়ায় । এই পুরাণে অনেক এরকম নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। এর মধ্যে বেশ কিছু উপায়ও বলা রয়েছে যার জানকারি হয়তো শুধুমাত্র কিছু মানুষেরাই জানেন। এই সকল মন্ত্রের মধ্যে অন্যতম একটি মন্ত্র হলো - সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্র দরিদ্রতা দূর করে।


বন্ধুরা এই গরুড় পুরাণে একটি বিশেষ মন্ত্র দেওয়া রয়েছে যা মহামন্ত্র নামেও খেত। এই মন্ত্রের নাম - সঞ্জীবনী মন্ত্র। গরুড় পুরাণ অনুসারে যেই ব্যক্তি এই মন্ত্রটিকে একবার সিদ্ধ করে নিতে পারবে সেই মানুষ শুধু নিজের নয় বরং অন্যের জীবনও ধন্য করে দিতে পারে। সঞ্জীবনী মন্ত্র - "য়ক্সি ওম ওঁ স্বাহা।" এই মন্ত্রটিকে প্রয়োগ করার জন্য ও এটি সম্পর্কে জানার জন্যও গরুড় পুরাণে বলা হয়েছে। কিন্তু এটি প্রয়োগের পূর্বে সকল নিয়ম গুলি জানা প্রয়োজন। এই মন্ত্রটির প্রয়োগ কোন সিদ্ধ মানুষের সান্নিধ্যেই করা উচিত। বন্ধুরা এখন আপনাকে জানাতে চলেছি গরীবি দূর করার মন্ত্র। 


গরুড় পুরাণে গরিবানা দূর করার জন্য গুরুত্বপূর্ণ একটি মন্ত্রের উল্লেখ রয়েছে। মান্যতা রয়েছে এই মন্ত্র পাঠের মাধ্যমে কিছু সময়ের মধ্যে গরীবানা দূর হয় ও মানুষ ধনী হয়ে ওঠে। গরীবি দূর করার মন্ত্র- " ওঁ জুঁ সঃ " । এই মন্ত্রটিতে শ্রীবিষ্ণুর মহিমারও বর্ণনা রয়েছে। এমনটা বলা হয়েছে যদি ছয় মাস পর্যন্ত কোনো মানুষ এই মন্ত্রের পাঠ করে তাহলে তার জীবনের সকল সমস্যা দূর হবে ও তার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। 


বন্ধুরা এই সকল বিষয় ছাড়াও আপনি কখনো এমনটা ভেবে দেখেছেন যে আপনার কাছে লক্ষ্মী কেন টেকে না?

জ্যোতিষ শাস্ত্র বলে মাতা লক্ষী সবসময়ের জন্য কারো কাছে টেকেনা। যার উপর কৃপাদৃষ্টি থাকে তার উপরেই তিনি তার প্রভাব বিস্তার করেন। কিন্তু, মাতা লক্ষীর প্রাপ্তির জন্য আমাদের কিছু কথার উপর গুরুত্ব দেয়া উচিত। সর্বপ্রথম হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। 


পরিষ্কার পরিচ্ছন্নতা- শাস্ত্র অনুযায়ী মাতালক্ষ্মীর আগমন সর্বদা ঘরের প্রথম দরজা দিয়েই হয়ে থাকে। যে কারণে সেই দরজাটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আবার অন্যদিকে মাতা লক্ষী সেই ঘরেই নিজের পা রাখেন যেখানে রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন হয়। কেননা রান্নাঘর এমন একটি জায়গা যেখানে অন্নদেব বাস করেন। এই কারণে রান্নাঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বহু মানুষ নিজের রান্না ঘরে রাত্তিরে এটো থালা বাসন রেখে দেয় এবং সকালে সেগুলো পরিষ্কার করেন, শাস্ত্র মতে এটা উচিত কাজ একেবারেই নয়। গৃহে এটো থালা কখনোই ফেলে রাখা উচিত নয়। এর ফলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই ঘরে বেশি দিন পর্যন্ত থাকেন না।


ধার দেওয়া এবং নেওয়া- প্রয়োজনে নিজের সঙ্গী-সাথি কিংবা পরিবার পরিজনের লোকদের সাহায্য করা একদমই উচিত। কিন্তু, ধার দেওয়া এবং নেওয়ার ফলে অনেকবার আপনার সমস্যা ডেকে আনতে পারে। সাহায্য করার নামে কাউকে ধার হিসাবে কিছু দিলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং আপনার ঘরে আর কখনো আসেন না। আর বন্ধুরা অন্যদিকে শুক্রবারে ধার দেওয়া এবং নেওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। বলা হয় যে শুক্রবারে ধার দেওয়া টাকা সহজে ফেরত পাওয়া যায় না। আর এই দিনে যদি আপনি কারো থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে তা শোধ করতেও আপনার অনেক সমস্যার সৃষ্টি হবে।


পরিবারে অভদ্র শব্দের প্রয়োগ - বন্ধুরা আমাদের সম্পর্ক গুলো অনেকটা একটি গাড়ির চাকার মত। যাকে জীবনভর সন্তুলান বজায় রেখে আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এই কাজটি করতে পারেন না। বহুবার দেখা যায় পতি-পত্নী একে অপরের সঙ্গে ঝগড়া করতে এবং একে অপরের প্রতি অভদ্র শব্দের প্রয়োগ করতে। বন্ধুরা এক্ষেত্রে বলে দেই যে সেই ঘরেও ধীরে ধীরে দরিদ্রতা নিজের প্রভাব বিস্তার করে। মা লক্ষ্মী এরকম ঘরে কখনোই বাস করেন না। বন্ধুরা আপনি যদি নিজে গৃহে মা লক্ষীকে বিরাজমান রাখতে চান তাহলে ভুল করেও গৃহে কোনো সময় অভদ্র শব্দের প্রয়োগ করবেন না।


ভুল সময়ে ঘর ঝার দেওয়া - মান্যতা অনুসারে সূর্যদেবের গমনের পর অর্থাৎ সন্ধ্যাকালের পর গৃহে ঝার দেওয়া থেকে আপনাকে সর্বদা বাঁচতে হবে। এই সময়ে ঘর ঝাড় দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান। যার পরিণাম স্বরূপ দরিদ্রতা আপনার গৃহে নিজের স্থান করে নেবে ও গৃহে আর্থিক সংকট ছেয়ে যাবে। বন্ধুরা আপনার গৃহে যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা আপনার একটি দুর্ভাগ্যের কারণও বলা চলে। যদি কোনো কারনে একান্তই ঘর ঝাড় দেওয়া প্রয়োজন হয় সে ক্ষেত্রে ঘরের নোংরা ময়লা গুলিকে ঘরের এক কোনায় রাখুন এবং সকালে সেগুলিকে পরিষ্কার করুন।


মহিলাদের অপমান- যেই ঘরে মহিলাদের অপমান করা হয় কিংবা তাদেরকে মারধর করা হয় সেই ঘরেও মা লক্ষ্মী কখনোই বাস করেন না। শুধু তাই নয় মা অত্যান্ত রেগে গিয়ে সেই ঘরের সকল সুখ শান্তি নষ্ট করে দেন। কারণ গৃহের মহিলারা মা লক্ষ্মীর রূপ হন। এই কারণে ঘরের মহিলাদের সম্মান করা উচিত। আর বন্ধুরা মহিলাদের সম্মান করা ব্যক্তি জীবনে কখনো পিছিয়ে পড়ে না ; বরং তার উন্নতি চরম শিখরে পৌঁছায়। এর সাথেই মা লক্ষ্মীর কৃপাও বজায় থাকে।


 বয়স্কদের অপমান - একটি পরিবারের বৃদ্ধ মানুষের অপমান ভগবানকে করা অপমানের সমান হয়। তাহলে এ থেকে বলাবাহুল্য মা লক্ষী কেনই বা সেই গৃহে আসবে! যেখানে ভগবানের অপমান করা হয়। এইরকম ঘরগুলি কখনোই মাতালক্ষ্মীর আশীর্বাদ পায় না। এইজন্য বলা হয়ে থাকে গৃহে বড় বৃদ্ধদের ভুল করেও কখনো অপমান করবেন না ; বরং তার সেবা করুন। মনে রাখবেন আপনার কারণে যেদিন তাদের চোখ দিয়ে এক ফোঁটা জল জরবে সেই দিন থেকেই আপনার খারাপ সময় শুরু হয়ে যাবে।


তো বন্ধুরা আপনি জানলেন গরুড় পুরাণের কোন মন্ত্রটি জপ করার পরে গরিবানা বা দরিদ্রতা দূর হয়ে যায়। আপনি এটাও জানেন মা লক্ষ্মী, কোন কোন গৃহে বিরাজমান থাকেন। আশা করি বন্ধুরা লেখাটি পড়ে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। 

ভালো থাকুন, সুস্থ থাকুন।

নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো পড়ুন:- গয়াতে কেন পিন্ডদান করা হয়? গয়া ধামের রহস্য ? CLICK HERE




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা