Breaking

Search Content

Follow Us

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

অঙ্কুরিত আহার কেন অমৃতের সমান? || এই সাত্ত্বিক আহারটি গ্রহণ করলে সকল প্রকার রোগব্যাধি থেকে মুক্তি পাবেন 🔥🔥



নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল - একটি এমন সাত্ত্বিক আহার যা জীবন বদলে দেবে আপনার!! অঙ্কুরিত আহার কেন সাহিত্যিক জীবনে অমৃত রূপে স্বীকৃতি পেয়েছে? এরই সাথে আমরা জানবো অঙ্কুরিত আহার আমাদের জীবনে কি কি লাভ এনে দেয় - সেই সম্পর্কে।


বন্ধুরা আপনার করা ভোজন এমন একটি জিনিস যা আপনার শরীরকে খারাপও করে দিতে পারে আবার আপনার শরীর স্বাস্থ্য ভালো করে তুলতে পারে। এইজন্য বলা হয়ে থাকে খাবার সবসময় যতটুকু পরিমাণ শরীরের জন্য প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত। যাতে আপনি সর্বদা ফিট থাকতে পারেন। সেই কারণেই বন্ধুরা আজকের এই লেখাটিতে আপনাদেরকে এমন একটি খাবার সম্পর্কে বলতে চলেছি যাকে আয়ুর্বেদে অমৃত আহার বলা হয়েছে। যাকে আপনি রোজ নিজের খাবারের মধ্যে যদি শামিল করতে পারেন তাহলে কোন প্রকার রোগ আপনাকে ছুতেও পারবেনা। এটা নিজে থেকেই একটি পরিপূর্ণ খাবার। আর এটা এমন একটি খাবার যা যুগ যুগ ধরে যৌগিক সংস্কৃতির একটি অংশ হয়ে চলে আসছে। বন্ধুরা এখন হয়তো আপনি ভাবছেন সেই খাবারটি কি?


আমরা এখন যে খাবারটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই খাবারটির সম্পর্কে ধরতে গেলে সবাই জানেন। বিশেষত যে সকল মানুষেরা রোজ সকালে কিংবা বিকালে জিমে যান তারা এই খাবারটির সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। আমরা এখন কথা বলছি Sprouts অর্থাৎ অঙ্কুরিত আহার সম্পর্কে। এটি একটি বেঁচে থাকার খাবার, যার মধ্যে প্রাণশক্তি ব্যাপক পরিমাণে থাকে। যা আপনার শরীরের যেকোনো রোগকে সহজেই সারিয়ে ফেলে। যখন চার পাঁচটি অঙ্কুরিত দানাশস্যকে মিলিয়ে তাকে রোজ সকালের ব্রেকফাস্টে খাওয়া হয়, তখন শরীরের জন্য তা অমৃত হয়ে যায়। এই কারণে একে অমৃত আহার বলা হয়েছে। এই কারণে রোজ ব্রেকফাস্টে পরোটা বা জ্যাম-পা রুটির বদলে অঙ্কুরিত আহার কে গুরুত্ব দিন। 


এই অমৃত আহার বানানোর জন্য রোজ রাতে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, কাঁচা সয়াবিনের বীজ, কাঁচা মুগ, কাঁচা মেথি জলে ভিজিয়ে রাখা হয়। এই সকল জিনিসকে একসঙ্গে একটি পাত্রে নিয়ে সারারাত জলে ভিজিয়ে রাখার পর প্রায় 16 - 24 ঘন্টা পর এই দানাশস্যের মধ্যে অঙ্কুর হতে থাকে। আপনি রোজ এই অঙ্কুরগুলিকে সকাল বেলায় কাঁচাই খান। এই অঙ্কুরিত আহার গুলি শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে। আপনি এই সকল অঙ্কুর গুলিকে একসাথে মিশিয়ে নেওয়ার বদলে যেই দানাশস্যের অঙ্কুর গুলি আপনার বেশি পছন্দ শুধুমাত্র সেগুলোকেই খেতে পারেন। কিংবা প্রত্যেক প্রকার দানা শস্যের অংকুর গুলি একদিন এটা একদিন ওটা এভাবে খেতে পারেন। এর মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে। অঙ্কুরিত আহার আপনার হারকে শক্ত করে। কিন্তু আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আর রাজমাকে কখনোই অঙ্কুরিত আহারের মধ্যে যুক্ত করা হয় না। এটা কে শুধুমাত্র আপনি রান্না করেই খেতে পারেন। যখন কোনো শস্যকে অঙ্কুরিত করা হয় তখন সেই বীজ গুলির মধ্যে- আইরন, ভিটামিন C ও ফসফরাসের মাত্রা বেড়ে যায়। একটি দানাশাসকে অঙ্কুরিত করার ফলে তার মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আর অন্যদিকে ভিজিয়ে খাওয়ার ফলে এগুলোর স্বাদও বাড়ে। এর সাথে খুবই সহজে এগুলি হজম হয়ে যায়। কিন্তু আপনাকে এই জিনিসটির উপর খেয়াল রাখতে হবে যে অঙ্কুরিত আহার কখনো যেন পচা না হয়, না হলে এগুলি আপনার শরীরের ক্ষতি করতে পারে।


অঅঙ্কুরিত আহারকে রোজ সকালে নিজের ব্রেকফাস্টে নেওয়ার ফলে অনেক লাভ রয়েছে। কিন্তু সেগুলি খাওয়ার বেশ কিছু নিয়মও রয়েছে। যেমন- অঙ্কুরিত খাবারগুলিকে সবসময় কাঁচাই খাওয়া উচিত। এগুলিকে রান্না করে খাওয়ার ফলে এর মধ্যে উপস্থিত সকল প্রকারের গুণাবলী গুলি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি চান তাহলে এই কাঁচা অঙ্কুরিত আহারের মধ্যে কিছু পরিমাণ টমেটো কুচি ও লেবুর রস অবশ্যই দিতে পারেন এর স্বাদ বাড়ানোর জন্য। বন্ধুরা যদি কোন বৃদ্ধ মানুষ হয়ে থাকে এবং তাদের যদি এই কাঁচা অঙ্কুরিত আহার গুলিকে চাবাতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণে এই অঙ্কুর গুলিকে সিদ্ধ করে তারপরে দিতে পারেন। 


অঙ্কুরিত শস্য গুলির মধ্যে অনেক প্রকার নিউট্রিশন হয়। এগুলি এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন A,B,C ও D দ্বারা ভরপুর থাকে। এন্টিঅক্সিডেন্টের ফলে ইমিউন সিস্টেম ভালো হয়। আর অন্যদিকে ডাইজেশন স্ট্রং হয়। এরই সাথে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মত গুণও থাকে। যা আপনার শরীরের জন্য খুবই উপকারী। স্মোকিং ও অ্যালকোহলের মত অভ্যাসকে ছাড়ানোর জন্য অমৃত অর্থাৎ অঙ্কুরিত দানাশস্যের আহার খুবই লাভজনক। এমন মানুষ যদি রোজ অঙ্কুরিত আহার গ্রহণ করেন তাহলে তার খারাপ অভ্যাসগুলি খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর অন্যদিকে এগুলি রোজ খাওয়ার ফলে অ্যানিমিয়া, ওজন বৃদ্ধি, স্ট্রেস ও পেটের একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অঙ্কুরিত আহার আপনাকে মোটা হওয়া থেকে বাঁচায় এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখে। ডাইবেটিসের রোগীদের ছোলা এবং মেথি দানাকে একসঙ্গে ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে খাওয়া উচিত। এমনটা করার ফলে ওই রোগী গুলির খুব জলদি লাভ হতে থাকে। এর সাথে যে সকল মানুষের হৃদরোগ রয়েছে তাদের মুগের দানা ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে তা আহার করা উচিত। এর ফলে এই রোগীদের খুবই লাভ মেলে।


বন্ধুরা এই অঙ্কুরিত অমৃত আহার যে কোনো মানুশই গ্রহণ করতেও পারে, এতে কোন প্রকারের ক্ষতি হয় না। বরং এতে শুধুমাত্র লাভ-ই লাভ রয়েছে। এটি এমন একটি আহার যা অনেক রোগের সমাধান করে। আর অন্যান্য রকমের ব্রেকফাস্ট এর তুলনায় এটি তৈরি করাও খুবই সহজ।


তো বন্ধুরা আপনারা জানতে পারলেন জলে ভেজানো অঙ্কুরিত আহার গুলি বা অমৃত আহারের লাভ গুলি সম্পর্কে। যদি আপনি ডেইলি রুটিনে এগুলি সামিল করেন তাহলে নিশ্চিত রুপে একটি সময়ের পর আপনি এগুলির ভালো ফল অবশ্যই পাবেন। এটা একটি এমন সাত্ত্বিক আহার যা নিজেই পরিপূর্ণ। বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আপনাদের কিছু এমন মানুষদের সম্পর্কে জানাবো যারা নিজের জীবনই পরিবর্তন করে দিয়েছেন এই সাত্ত্বিক জীবন ও আহার গ্রহণের মাধ্যমে।


তো বন্ধুরা আশাকরি লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো পড়ুন:- সাত্ত্বিক জীবন কেন এত গুরুত্বপূর্ণ? সাত্ত্বিক জীবন গ্রহণকরি কিছু মানুষের উদাহরণ? CLICK HERE


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা