এক ব্যক্তি নিজের গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন। কিন্তু তার মনে সংশয় ছিল যে,যে গ্রামে তিনি যেতে চলেছেন আদৌ সেই গ্রামটি ভালো হবে কিনা! তাই তিনি সেই গ্রামে বসবাস শুরুর আগে সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তির কাছে গেলেন, এবং জানতে চাইলেন আপনি কি মনে করেন এই গ্রামটা থাকবার জন্য কতটা উপযুক্ত, এই গ্রামের মানুষরা কেমন প্রকৃতির? সেই প্রবীণ ব্যক্তিটি লোকটির করা প্রশ্নের উত্তর না দিয়ে বরং তার কাছে একটি প্রশ্ন করকেন " আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের মানুষেরা কেমন প্রকৃতির ছিল?" উত্তরে লোকটি জানালো তার পূর্বেকার গ্রামটি একেবারে জঘন্য প্রকৃতির ছিল। সেখানকার মানুষটা যেমন ছিল নোংরা প্রকৃতির ঠিক তেমনই ছিল লোভী। তারা সর্বদাই রেগে থাকতো, আর কথায় কথায় ঝগড়া করত। লোককে ঠকানো আর চুরি করা ছিল তাদের প্রধান কাজ।" তখন সেই প্রবীন মানুষটি লোকটিকে জানালো, আপনার পক্ষে মনে হয় আমাদের এই গ্রামে থাকা খুব একটা উপযুক্ত হবে না কারণ এই গ্রামের মানুষরাও অনেকটাই এইরকম প্রকৃতিরই। প্রবীণ ব্যক্তিদের উক্তি শুনে লোকটি চলে গেল।
এর পরের দিন আবারো অন্য একটি লোক সেই গ্রামে বসবাসের জন্য এল এবং সেই লোকটিও পূর্বের লোকটির মত ওই প্রবীণ ব্যক্তির কাছেই একই প্রশ্ন করল। উত্তরে প্রবীণ ব্যক্তিটি তাকেও জিজ্ঞাসা করলেন , তিনি যেখান থেকে আসছেন তার পূর্বেরগ্রামটি কেমন ছিল? উত্তরে দ্বিতীয় লোকটি জানালো "তার আগের গ্রামের মানুষরা খুবই সুন্দর এবং ভালো ছিলেন। তারা একে অপরকে সাহায্য করতেন, বিপদে-আপদে পাশে থাকতেন, পরস্পরকে শ্রদ্ধা করতেন এবং সব থেকে বড় বিষয় নিজের গ্রামকে তারা খুবই পছন্দ করতেন। আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম।" লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে জানাকেন এই গ্রামটিও এইরকমই প্রকৃতির।
আসলে বন্ধুরা, জীবনে তুমি তোমার আশেপাশের পরিবেশ ও মানুষকে যেভাবে দেখবে জীবনও ঠিক সেই ভাবেই তোমাকে দেখাবে। যদি তুমি তোমার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র তাদের নোংরা, লোভী, স্বার্থপর অংশটিকেই দেখতে থাকো তাহলে তোমার প্রকৃতিও সেই রকমই হয়ে যাবে। আর যদি তাদের মধ্যে ভালো বিষয়গুলিকে দেখতে থাক তাহলে বিশ্ব সেভাবেই তোমার কাছে ধরা দেবে। এই জন্যই বলা হয় "Be good to the world and the world will be good to you. Give love to the world and the world will give love you."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা