2021 দুর্গাপূজার সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচী
এই বছর মা দুর্গার আগমন ও গমন
নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই ওয়েবসাইটে জানাই আপনাদের সুস্বাগতম । ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা অর্চনা পদ্ধতি এই ওয়েবসাইটের মূল আলোচনার বিষয়বস্তু । বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আর তা হলো 2021 সালের অর্থাৎ ১৪২৮ বঙ্গাব্দের দূর্গা পূজা সম্পর্কে।
আর কয়েক দিনের মধ্যে স্বপরিবারে মর্তে আগমন ঘটতে চলেছে মা দুর্গার । আমরা সকলেই এই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকি। গত বছরে মহামারীর মধ্যে মা দুর্গার আগমন ঘটেছিল এবং সেই বছর আবার ছিল মল মাস তাই গত বছর আমাদের মধ্যে অনেকেই মা দুর্গার আগমনের আনন্দ উৎসবে নিজেকে ভালোভাবে শামিল করতে পারেননি। তাই দশমীর দিন আমাদের সকলেরই মায়ের কাছে প্রার্থনা ছিল " মাগো আসছে বছর যেন সমস্ত কিছু মঙ্গলময় থাকে।"
বন্ধুরা এই বছরে দেবী দুর্গার আগমন ও গমন ভিন্ন সংকেত প্রদান করছে ।
Video
চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেব 2021 সালের অর্থাৎ ১৪২৮ বঙ্গাব্দে দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচী।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী
মহালয়া তথা অমাবস্যা তিথি আরম্ভ-
বাংলা- ১৮ আশ্বিন, মঙ্গলবার।
ইংরেজি- ৫ অক্টোবর, মঙ্গলবার।
সময়- সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ৩৮ সেকেন্ড।
অমাবস্যা তিথি শেষ-
বাংলা- ১৯ আশ্বিন, বুধবার।
ইংরেজি- ৬ অক্টোবর, বুধবার।
সময়- সন্ধ্যা ৫টা ০৯ মিনিট ৪৬ সেকেন্ড।
মহালয়া পার্বণ শ্রাদ্ধম।
পঞ্চমী-
পঞ্চমী তিথি আরম্ভ-
ইংরেজি- ১০ অক্টোবর, রবিবার।
সময়- সকাল ৮টা ৫১ মিনিট ১০ সেকেন্ড।
পঞ্চমী তিথি শেষ-
ইংরেজি- ১১ অক্টোবর, সোমবার।
সময়- সকাল ৬টা ২৩ মিনিট ০৭ সেকেন্ড।
ষষ্ঠী-
ষষ্ঠী তিথি আরম্ভ-
ইংরেজি- ১১ অক্টোবর, সোমবার।
সময়- সকাল ৬টা ২৩ মিনিট ০৮ সেকেন্ড।
ষষ্ঠী তিথি শেষ-
বাংলা- ২৪ আশ্বিন সোমবার।
ইংরেজি- ১১ অক্টোবর, সোমবার।
সময়- ভোর ৪টে ০৩ মিনিট ০৪ সেকেন্ড।
সপ্তমী-
সপ্তমী তিথি আরম্ভ-
ইংরেজি- ১১ অক্টোবর, সোমবার।
সময়- ভোর ৪টে ০৩ মিনিট ০৫ সেকেন্ড।
সপ্তমী তিথি শেষ-
ইংরেজি- ১২ অক্টোবর, মঙ্গলবার।
সময়- রাত ১টা ৪৬ মিনিট ৩৩ সেকেন্ড।
অষ্টমী-
অষ্টমী তিথি আরম্ভ-
ইংরেজি- ১২ অক্টোবর, মঙ্গলবার।
সময়- রাত ১টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ-
ইংরেজি- ১৩ অক্টোবর, বুধবার।
সময়- রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।
সন্ধিপূজা
রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা।
রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে সন্ধিপূজারম্ভ। রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড থেকে বলিদান। রাত ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা সমাপন।
নবমী-
নবমী তিথি আরম্ভ-
ইংরেজি- ১৩ অক্টোবর, বুধবার।
সময়- ১১টা ৪৭ মিনিট ৫০ সেকেন্ড
নবমী তিথি শেষ-
ইংরেজি- ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
সময়- রাত ৯টা ৫০ মিনিট ৪৩ সেকেন্ড।
দশমী-
দশমী তিথি আরম্ভ-
বাংলা- ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।
ইংরেজি- ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
সময়- রাত ৯টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ড।
দশমী তিথি শেষ-
বাংলা- ২৮ আশ্বিন, শুক্রবার।
ইংরেজি- ১৫ অক্টোবর, শুক্রবার।
সময়- রাত ৮টা ২০ মিনিট ১০ সেকেন্ড।
আশাকরি প্রতিবেদনটি আপনার ভালো লেগেছে। সকলের সঙ্গে পারলে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
*জয় মা দূর্গা🙏*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা