Breaking

Search Content

Follow Us

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

এই মহালয়ার দিন এমন কিছু কাজ কখনই করতে নেই

 নমস্কার বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা অর্চনার পদ্ধতি এই ওয়েবসাইটের মূল আলোচনার বিষয় বস্তু।

 আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল-আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 6 ই অক্টোবর 2021(১৯‌শে আশ্বিন) বুধবার পড়েছে মহালয়া। এই "মহালয়ার দিন এমন কিছু কাজ কখনই করতে নেই"-সেই সম্পর্কে।


 এই দিন যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনার এবং আপনার পরিবারের ওপর ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তাই অবশ্যই মহালয়ার দিন এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখুন। এই কাজগুলি পরিত্যাগ করুন। নচেৎ দুর্ভাগ্য নেমে আসবে। কী সেই কাজগুলি? যা মহালয়ার দিন কখনই করতে নেই তা জানতে লেখাটি সম্পূর্ণ পড়ুন।

 

 পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে এই আগামী (১৯শে আশ্বিন)  6-ই অক্টোবর, বুধবার। আর এই দিন মহাযোগের সৃষ্টি হয়েছে । আর এই মহাযোগে বিশেষ উপাচার যেমন পরিবারে সুখ শান্তির বার্তা নিয়ে আসতে পারে ঠিক তেমনই বিশেষ কিছু কাজ করার মধ্যে দিয়ে পরিবারে দুর্ভাগ্য আপনি নিজেই বহন করে নিয়ে আসবেন।তাই এই কাজগুলি সর্বদাই এড়িয়ে চলুন।



যে কাজগুলি এই মহালয়ার দিন অতি অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে, তার মধ্যে প্রথমেই যেটি পরে তা হলো-

১) ভুলেও এই দিন কোন রূপভাবে কন্যা জাতিকে অপমান করবেন না। কারণ এই দিন থেকেই শুরু হচ্ছে দেবীপক্ষ। আর আপনি যার আরাধনা করছেন তিনি একজন দেবী, তিনি একজন মাতা,তিনি একজন কন্যা। তাই কখনোই এই দিন ভুলেও কন্যা জাতিকে যদি অপমান করেন তাহলে এর ফল আপনি নিশ্চিত রূপে ভোগ করবেন এবং কোন অবস্থাতেই কন্যা জাতির গায়ে হাত তুলবেন না। তা সে হতে পারে আপনার মা, আপনার স্ত্রী অথবা আপনার বোন। এই দিন যদি আপনি কোনরূপ ভাবে কন্যা জাতিকে অপমান করেছেন বা তার গায়ে হাত তুলেছেন, মনে রাখবেন এই কন্যা জাতির কোন একজন আপনার সর্বনাশের কারণ হয়ে উঠবে। তাই ভুলেও এই দিন কখনোই কন্যা জাতিকে অপমান করবেন না। যদি তার ভুলও দেখেন তাকে ভালো করে বোঝান যদি তারপরও সেই ভুল সংশোধন সে না করে তাহলে অযথা কথা না বাড়িয়ে সেই স্থান পরিত্যাগ করাই শ্রেয়।

দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হলো-

২) এইদিন কোনরূপ ভাবে বচসা বা ঝগড়াঝাঁটিতে লিপ্ত হবেন না। মানুষের পতনের প্রধান কারণ হলো তার ক্রোধ। কোনো মানুষ যদি তার ক্রোধকে সংবরণ করতে না পারেন বা তার এই রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হয়।সে মানুষ জীবনে কখনই কোন কিছুতে সাফল্য লাভ করতে পারে না। তাই নিজের ক্রোধ, রাগ, বিরক্তি এই ভাবনাগুলিকে এইদিন অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন।এই মহালয়ার মহাযোগে যদি আপনি কোনোরূপ ভাবেই ঝগড়াঝাঁটি বা বচসা তে লিপ্ত হন। তার ফল আপনাকে সারাটা বছর বহন করতে হবে। হয়তো ভবিষ্যৎ-এ   এর  চরম পরিনতির শিকার হবেন। তাই এই মহালয়ার দিন অতি অবশ্যই আপনার ক্রোধকে, আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন। কখনো কোনভাবেই ঝগড়া-ঝাটি বচসা বা কলহতে লিপ্ত হবেন না। শান্ত এবং ধীর-স্থির চিত্তে সমস্ত বিষয়গুলি কে পর্যবেক্ষণ করুন। যদি কখনো ক্রোধ আসে তবে সেই জায়গায় অতি অবশ্যই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন।

তৃতীয় যে বিষয়টির কথা বলব তা হলো-

৩) মহালয়ার দিন ভুলেও ঘুম থেকে উঠতে দেরি করবেন না। অবশ্যই এই দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও এইদিন অতি অবশ্যই ভোর বেলায় মহিষাসুরমর্দিনী, চণ্ডীপাঠ শুনুন। দেখবেন চন্ডীপাঠ আপনার কানে গিয়ে পৌঁছবে তখন আপনি আপনার মনের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন। আপনার মনের মধ্যে এক অদ্ভুত প্রফুল্লতা বিরাজ করবে। আর এই শক্তি এবং এই আনন্দই আপনার পরবর্তী জীবনে চলার পথে সমস্ত বাধাবিঘ্ন দূর করবে। তাই ভুলেও এই দিন কখনোই ঘুম থেকে দেরিতে উঠবেন না।আর সকাল বেলা ঘুম থেকে ওঠার সুফল সম্পর্কে নিশ্চয়ই আপনি অজ্ঞাত নন।

 ৪ নাম্বার বিষয়-

৪) মহালয়ার দিন যেহেতু ঘোর অমাবস্যা এবং আমাদের যে ১২ টি অমাবস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হল এই মহালয়ার অমাবস্যা। আর এই অমাবস্যা তিথিতে কখনোই কোন অবস্থায় সন্ধ্যার পর কোন নির্জন জনশূন্য, ফাঁকা স্থান, শ্মশান , কবরস্থান , তিন মাথার মোড় এই সমস্ত স্থানে খুব প্রয়োজন ছাড়া কখনোই কিন্তু যাবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার একটা বড়ো আশঙ্কা থাকে। এইসময় পিতৃ-পুরুষের তর্পণ করা হয়। যে কারণে শাস্ত্রবিদরা বলে থাকেন যে পিতৃ-পুরুষের আত্মা এই সময় মর্তধামে প্রবেশ করে। শুভ অশুভ সকল প্রকার আত্মাই এই সময় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে এমনটাই বলে থাকেন শাস্ত্রবীদরা। যে কারণে বলা হয়ে থাকে এই অমাবস্যায় সন্ধ্যার পর কোন ঘোর অন্ধকার যুক্ত স্থান, নির্জন ফাঁকা স্থানে কখনোই খুব প্রয়োজন ছাড়া যাওয়া উচিত নয়।

৫ নম্বর বিষয়-

৫) এই মহালয়ার দিন যদি আপনার বাড়িতে কোন অভুক্ত দরিদ্র বা ভিকারি কোনো মানুষ আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না । তাকে সামান্য কিছু হলেও অতি অবশ্যই আপনি এই দিন দান করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী।তবে এই দিন সন্ধ্যার পর ভুলেও কখনোই কোনো অবস্থাতে আপনার গৃহের অন্ন বা ধান কখনোই দান করবেন না। আপনি সন্ধ্যার আগে অবশ্যই তা দান করতে পারেন কিন্তু সন্ধ্যার পর কখনই নয়।

 ৬ নম্বর বিষয়-

৬) এই দিন যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। যদি উপবাস রাখতে পারেন ভালো। নচেৎ অতি অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আমিষ জাতীয় কোন খাদ্য এই দিন গ্রহণ করবেন না এবং অতি অবশ্যই এই দিন কোন অবস্থাতেই মদ্যপান অথবা নেশা জাতীয় কোন বস্তু কখনোই গ্রহণ করবেন না।

এবং সর্বশেষ যে বিষয়টি বলব তা হলো-

৭) এইদিন কামভাব থেকে নিজেকে দূরে রাখুন। শাস্ত্র মতে এই দিন শারীরিক মিলন অত্যন্ত অশুভ হিসেবেই বিবেচিত হয়। এইদিন শারীরিক মিলনের ফলে গর্ভস্থ সন্তান আসুরিক প্রবৃত্তির হয়ে থাকে। যা সমাজ এবং সংসারের অনেক সময়ই দুর্দশার কারণ হয়ে ওঠে। এইদিন বরং নিজেকে ঈশ্বর সাধনায়, মহামায়ার সাধনায় নিজেকে লিপ্ত করুন। 

আশা করি এই বিষয়গুলি মহালয়ার এই মহাযোগে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং লেখাটিতে যেমন যেমন বলা হলো সেই অনুযায়ী প্রত্যেকটি বিষয় গুলি পালন করবেন। 

আজকে লেখাটির এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমাদের অমৃত কথাই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। ভাল থাকুন, সুস্থ থাকুন।

নমস্কার,ধন্যবাদ।।

ঈশ্বর আপনার মঙ্গল করুক।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা