Breaking

Search Content

Follow Us

বুধবার, ৩০ মার্চ, ২০২২

৭ টি চক্র, যা জাগ্রত হলে মানুষ হয়ে ওঠে শক্তিমান | Human body 7 Chakras , Explained !

 


নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।  


বন্ধুরা আপনারা সকলে পৌরাণিক কাহিনীতে এমন ঋষি মুনি সম্পর্কে পড়েছেন কিংবা শুনেছেন হয়তো, যাদের কাছে অদ্ভুত এবং অলৌকিক শক্তি ছিল। যা সেইসব ঋষি মুনি কে সাধারণ মানুষ থেকে অনেকটাই আলাদা করে। আর এই ধরনের শক্তিগুলি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এমত অবস্থায় আপনার মনেও এই প্রশ্নটি হয়তো জাগতে পারে তাদের কাছে কি এমন শক্তি ছিল যার ফলে তাদের সুখ এবং দুঃখ সমান বলে মনে হতো?  


সেই ঋষি মুনিরা যদি কাউকে বরদান করতেন তাহলে তা সত্য হত এবং যদি কাউকে অভিশাপ দিতেন তাও সত্য হত। বন্ধুরা এক্ষেত্রে আপনাদের কে বলে রাখি তারা তাদের কুণ্ডলী জাগ্রত করে রাখে। অর্থাৎ সাতটি চক্র কে সর্বদা জাগ্রত ও শক্তিশালী করে রাখে। যার ফলে একজন সাধারন মানুষও অসাধারণ শক্তির অধিকারী হয়। সেই মানুষটি আর সাধারণ মানুষ থাকে না, বরং সে একজন দিবিও পুরুষ হিসেবে গণ্য হয়। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই সাতটি চক্রের সম্বন্ধে। 


বন্ধুরা যোগশাস্ত্রতে যেই সাতটি চক্রের কথা বলা হয়েছে, সেগুলি হল- 

১) মূলাধার চক্র - এটি শরীরের প্রথম চক্র। এটি নাভির নিচের দিকে অবস্থান করে। আর একে আধার চক্র বলেও মানা হয়। ৯৯•৯% চেতনা এই চক্র তে এসেই আটকে থাকে। মূলাধার চক্র মানুষের ভজন বা খাবার গ্রহণ এবং ঘুমের সংকেত দিয়ে থাকে। যদি আপনি সঠিকভাবে এই চক্রটিকে জাগ্রত করে রাখতে পারেন তাহলে আপনি এই ধরনের বিষয়গুলো থেকে পুরোপুরি মুক্ত হতে পারেন। এই চক্রটি কে জাগ্রত করার জন্য ভোগ, সম্ভব ও নিদ্রার উপর কাবু করে রাখতে হয় নিজেকে। বন্ধুরা আপনারা হয়তো অনেক লক্ষ্য করেছেন কিছু কিছু মানুষ হয়তো 100 বছর জীবিত রয়েছেন। আসলে তারা তাদের মূলাধার চক্র টিকে জাগ্রত করে রেখেছে যে কারণে তারা এতদিন পর্যন্ত জীবিত রয়েছে। যদি আপনারও এই চক্রটি জাগ্রত হয়ে যায় তাহলে আপনার মধ্যেও আপনি পরিবর্তন লক্ষ করতে পারবেন। আপনার মধ্যে বীরত্বের ভাব চলে আসবে। আর তাছাড়াও সিদ্ধি প্রাপ্ত করার জন্য নির্ভয় হওয়া খুবই প্রয়োজন।


২) স্বাধিষ্ঠান চক্র - এই চক্র জনন ইন্দ্রিয় থেকে চার আঙুল উপরে অবস্থিত। যদি আপনার উর্যা এই চক্রেতে কাবু পেতে সক্রিয় হন তাহলে আপনার জীবনে আনন্দ- ফুর্তি এবং মনোরঞ্জনের হবে না। আপনি সুখের ভরপুর মজা নিতে থাকবেন। আর আপনি জীবনে সকল জিনিসের লাভ ওঠাবেন। বন্ধুরা জীবনে মনোরঞ্জন প্রয়োজন। কিন্তু, মনোরঞ্জনের অভ্যাস একেবারেই একটি খারাপ জিনিস। কেননা যতটা প্রয়োজন তার থেকে অধিক মাত্রায় মনোরঞ্জন ব্যক্তির জীবনের চেতনাকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা সিনেমার জগতে যা কিছু দেখি তা কিন্তু সত্য নয়। কিন্তু, তা সত্ত্বেও যেই মুহুর্তটুকু আমরা সিনেমা টা দেখি ততক্ষণ সেই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করে রেখে যে অনুভূতি আমরা পাই তা থেকে আমাদের সেই সিনেমা সত্য বলে মনে হতে থাকে। যার অর্থ আপনি সেই সিনেমাতে পুরোপুরি ডুবে গিয়েছিলেন। আর বন্ধুরা যে ব্যক্তি এই চক্রটি কে জাগ্রত করতে পারে তার মধ্য থেকে - ক্রুরতা, প্রমোদ - ফালতু ঝামেলায় জড়ানো, অবজ্ঞা - অর্থাৎ বড়দের আজ্ঞা না মেনে চলা, অবিশ্বাসের মত খারাপ গুনগুলির নাশ হয়। 


৩) মনিপূরক চক্র - নাভির মূলে অবস্থিত সোনালী বর্ণের এই চক্র শরীরে অন্তর্গত মনিপূরক নামে তৃতীয় চক্র বলে গণ্য। এই চক্রতে সকল নারী মিলিত হয় এবং পরে আলাদা হয়ে যায়। যেই ব্যক্তি চেতনা অর্থাৎ উর্যা এখানে একত্রিত তার সবসময় কাজ করার একটি অন্যরকম এনার্জি থাকে। এমন লোকদের কর্মযোগী বলা হয়ে থাকে। এই লোকগুলি দুনিয়ার সব কার্য করার জন্য তৎপর থাকেন। বন্ধুরা যে লোকগুলি মার্শালআর্টসের সঙ্গে যুক্ত তারা জানেন মনিপূরক চক্রটিকে গতি দেওয়া তাদের জন্য কতটা দরকার। এই চক্রটি সক্রিয় হলে- লজ্জা, ঘৃনা, মোহ এই সমস্ত কিছু সমাপ্ত হয়। 


৪) অনাহত চক্র - হৃদয়ে অবস্থিত থাকে এই চক্রটি। এই চক্রটি যদি আপনার সক্রিয় থেকে থাকে তাহলে প্রতি মুহূর্তেই আপনার নতুন কিছু গড়ে তোলার চিন্তাভাবনা মনে জন্মাতে থাকবে। অর্থাৎ আপনার রচনাত্মক মনোভাব থাকে সর্বদা। এই চক্রটি সক্রিয় থাকলে আপনি বড় চিত্রকার বা মহান কবি হতে পারেন। শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি অনাহত চক্র এর ওপর কাবু করতে পারে তাহলে সে আলাদা আলাদা বিভিন্ন রকমের ধুন কিংবা আওয়াজ শুনতে পায়। কিন্তু বর্তমানে এরকম যোগী বা ঋষি দুনিয়া তে খুব কমই আছে যারা এই অনাহত চক্রকে কাবু করতে পেয়েছেন। 


৫) বিশুদ্ধ চক্র - এই চক্র আমাদের শরীরে গলার উপরিভাগ এবং আমাদের ষড়যন্ত্রের কেন্দ্রে অবস্থিত। কন্ঠ তে সরস্বতী স্থান বলে মনে করা হয় যেখানে বিশুদ্ধ চক্র অবস্থিত। যদি আপনার উর্যা এই চক্রের আশেপাশে একত্রিত হয় তাহলে আপনি অতি শক্তিশালী হবেন। কন্ঠের উপর কাবু করতে পারলে এই চক্র ধীরে ধীরে জাগ্রত হয়। আর এই চক্রের জাগ্রত হওয়ার ফলে ষলোকলার জ্ঞান লাভ হয়। শুধু তাই নয় যে মানুষ এই চক্র কে জাগ্রত করতে পারে, সে নিজের খাবার গ্রহণ এবং তৃষ্ণা নিবারণ কে আটকে রাখতে পারে। 


৬) আজ্ঞা চক্র - যদি আপনার উর্যা আজ্ঞার মধ্যে সক্রিয় কিংবা আজ্ঞা অব্দি আপনি পৌঁছে গেছেন তাহলে এর অর্থ হল বৌদ্ধিক স্তরে আপনি সিদ্ধিলাভ করেছেন। বৌদ্ধিক সিদ্ধি আপনাকে শান্তি দেয়। আপনার অনুভবে এটা বাস্তবিক বলে মনে না হলেও যে বৌধিক সিদ্ধি আপনি লাভ হয়েছে তা আপনাকে শান্তি দিয়ে চলেছে এবং আপনার আশেপাশে যা কিছুই হয়ে যাক না কেন এবং পরিস্থিতি যে রকমই থাক না কেন তাতে কোনো কিছু যায় আসে না। অর্থাৎ এই চক্র জাগ্রত হলে যে কোনো মানুষ সিদ্ধি লাভবান পুরুষে পরিবর্তিত হয়। 


৭) সহস্ত্রার চক্র - এটি হলো শেষ এবং সপ্তম চক্র। একবার যদি মানুষের উর্যা সহস্ত্রার পর্যন্ত পৌঁছে যায় তাহলে সে আনন্দে মেতে ওঠে। যদি আপনি বিনা কোনো কারণে আনন্দে, খুশিতে সবসময় মেতে থাকেন তাহলে এর মানে হলো আপনার উর্যা সেই চরম শিখরটিকে ছুয়ে নিয়েছে। এই চক্র জাগ্রত করার অর্থ হলো আপনি জীবিত অবস্খাতেই মোক্ষ পপ্তির অনুভূতি লাভ করতে পারেন। আর যদি আপনি এই চক্রটি জাগ্রত করতে সক্ষম হন তাহলে বুঝে নেবেন মোক্ষলাভের দুয়ার আপনার জন্য খুলে গেছে। 


তো বন্ধুরা এই ছিল সেই সাতটি চক্র জাগরিত করলে একজন মানুষও সর্ব জ্ঞানী ও সর্ব শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু এদের জাগরিত করা খুবই কঠিন। অসম্ভব বললেই চলে। কেননা এই সাতটি চক্র একত্রে জাগ্রত করার জন্য উচ্চমাত্রায় ধ্যান ও ধৈর্য থাকতে হয়। এর সাথেই করতে হয় প্রচুর সাধনা। কিন্তু বর্তমানে আজকের সময় এমনটা করা খুবই কঠিন।


আশাকরি বন্ধুরা লিখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


 

আরো পড়ুন:- সূর্যদেবকে জল বা অর্ঘ্য নিবেদন এর সঠিক পদ্ধতি - CLICK HERE





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা