Breaking

Search Content

Follow Us

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

গরুর পুরান - মানুষের শরীরের কোথায় আত্মা বসবাস করে | Where soul lives inside Human body?

 


নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।   


আজ আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল - গরুড় পুরাণ অনুযায়ী শরীরের কোন অংশে আত্মার বাস হয়? 


বন্ধুরা কিছু এমন বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিজ্ঞান এবং আধ্যাত্মবাদে সবসময় মতবিরোধ দেখা যায়। তার মধ্যেই অন্যতম একটি বিষয় হলো - আত্মা। একদিকে বিজ্ঞান যেমন এই বিষয়টির উপর এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, অন্যদিকে হিন্দু পুরাণের অন্যতম একটি পুরান - গরুর পুরানে এই আত্মা বিষয়টির উপর স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আত্মা কেমন প্রকৃতির হয়, আত্মার মুক্তি কিভাবে সম্ভব, আত্মা পরলোক গমন কখন করে - এই সমস্ত বিষয় নিয়ে গরুর পুরান-এ বর্ণনা করা রয়েছে। এর সাথেই যুক্ত আরেকটি প্রশ্ন যা সকলের মনে একবার হলেও কখনও না কখনও এসছে। প্রশ্ন টি হলো- শরীরের কোথায় আত্মা বসবাস করে? 


গরুর পুরাণে মানুষের জীবনের জন্ম-মৃত্যু কে খুবই সরল ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয় সনাতন ধর্মে নিজের চেনা পরিচিত বা পরিবারের কারোর মৃত্যুর পরে এই পুরান টি শ্রবণ করার নিয়মও রয়েছে। 


বন্ধুরা মায়েদের গর্ভবতী হওয়ার পর মাতা-পিতার ভাবের অনুকূলে তাদের আশেপাশে একটি সুখময় স্থান তৈরি হয়। এই স্থান সেই আত্মাটিকে নিজেদের দিকে টানে যার স্তর বা প্রকৃতি এই দুজনের সঙ্গে মিল খায়। আকর্ষিত আত্মা মায়ের আশেপাশে ঘোরা শুরু করে দেয়। আর নিজের শক্তি প্রয়োগ করতে থাকে। এই আত্মা জীব কোষের শক্তি বিভাজন প্রক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। এই সময় যেই মহত্বপূর্ণ অঙ্গটির গঠন সবার আগে হয় তা হলো - ' হৃদয় '। এরপর ধীরে ধীরে এই থেকেই অন্যান্য অঙ্গের বিকাশ শুরু হয়ে যায়। যখন ভ্রূণ নির্মিত হয়ে যায় এবং মাথার গঠন পুরোপুরিভাবে হয়ে যায় তখন তারপরে ব্রহ্মরন্ধ্র নির্মিত হতে থাকে। 'রন্ধ্র' একটি সংস্কৃত শব্দ।ব্রহ্মরন্ধ্র বাস্তবে মস্তিষ্কের সেই সর্বোচ্চ জায়গাটি হয়ে থাকে যেখানে কুণ্ডলিনী যোগের নিয়মিত অভ্যাসে চাপ বৃদ্ধি হতে থাকে। আর সেখানে কুণ্ডলিনী চিত্ত পুষ্ট হতে থাকে। এটা শরীরে সেই স্থান যার মাধ্যমে জীবন ভ্রুনতে পদার্পণ করে। এর উল্লেখ 'গর্গ সংহিতায়' পাওয়া যায়। যেই সময় ব্রহ্মরন্ধ্র পুরোপুরিভাবে নির্মিত হয়ে যায় তখন আত্মা সেই  বিন্দু দিয়ে প্রবেশ করে। আর এটি ভ্রূণের বিকশিত হওয়ার তিন মাসের মধ্যেই হয়ে থাকে। 


বন্ধুরা এ সম্পর্কিত একটি মহত্বপূর্ণ কথা আপনাদের কে বলে দি যে, সকল মহাযোগী লোক ওই স্থানের উপরেই ধ্যান কেন্দ্রীত করে প্রাণ শরীর থেকে বের করে মুক্তি লাভ করে।  


বাস্তবে আত্মার বাস 'হৃদয়' হয়ে থাকে। এটাই হলো সেই স্থান যেখানে আত্মা বসবাস করে। আর হৃদয়ের মাধ্যমেই সে আমাদের তন্ত্রের সবকটি চক্র ও এর সাথে সকল আয়ম অব্দি পৌঁছায়। যেগুলি আমরা অনুভব করতে পারি না। আমাদের অনেক ভৌতিক ও সূক্ষ্ম আয়মকে বেছে নিতে হয়। যখন আমাদের যাত্রা হৃদয় থেকে শুরু হয় তখন তার অর্থ হলো আত্মার যাত্রা এবার উপরের দিকে উঠতে থাকে। সেই আত্মা যা আমাদের হৃদয়ে থাকে সেখান থেকেই উর্যা বিনা কোনো বাঁধায় সকল চক্রতে পৌঁছায়। 


বন্ধুরা মানুষের শরীরের এই চক্র সম্পর্কে অধিক জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে দেওয়া মানুষের শরীরের সাতটি চক্রের গুনাগুন সম্পর্কে দেখে নিতে পারেনCLICK HERE


শরীরে মোট 114 টি চক্র থাকে যার মধ্যে অন্তিম দুটি চক্র শরীরের বাইরে থাকে। যদি আপনার ভৌতিকতা বা তীব্র ধ্যান ধারণার ফলে একটি আয়াম আপনার ভিতরে থেকে একটি নিরন্তর সক্রিয় প্রক্রিয়া হয়ে যায়, তাহলে কিছু সময় পর যে দুটি চক্র নিষ্ক্রিয় হয়ে থাকে তারাও সক্রিয় হয়ে ওঠে। 


ব্রহ্ম উপনিষদে আত্মার চারটি অবস্থার কথা বলা হয়েছে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয় অবস্থা। জাগ্রত অবস্থায় জীবাত্মার বাস চোখের মধ্যে হয়। স্বপ্ন অবস্থাতে জীবাত্মার বাস কন্ঠে হয়। আর সুষুপ্তি অবস্থায় হৃদয়ে হয় আত্মার বাস। যেমন সূর্য একজায়গায় থেকে তার আলোর প্রভাব চারিদিকে ছড়িয়ে দেয় ঠিক তেমনভাবে জীবাত্মার বাস এক জায়গায়ই হয়ে থাকে এবং তার চেতনা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। 


তুরীয় অবস্থা সম্পর্কে আদি গুরু শঙ্করাচার্য বলেছেন, এই অবস্থাতে সকল দৃশ্য তথা জ্ঞানের বিলীন হয়ে যায়। তখন কেবল মাত্র শ্রীব্রহ্মার মত নির্বিকল্প, নির্বিচার শূন্য অবস্থা প্রাপ্ত হয়। এমন পরিস্থিতি সকল বিকল্প শেষ হয়ে গিয়ে শুধু মাত্র জ্ঞানই থেকে যায়। এটাই হলো জীবাত্মার মুক্ত অবস্থা। এমন অবস্থাতে পৌঁছাতে গেলে অনেক সাধনার প্রয়োজন। এই অবস্থা প্রাপ্ত করা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। 


আশাকরি বন্ধুরা লেখাটি পড়ে আপনার সমৃদ্ধ হয়েছেন এবং এই প্রশ্নের উত্তরটি বুঝতে সুবিধা হয়েছে যে, আত্মা মানুষের শরীরের কোথায় বসবাস করে এবং মানুষের শরীরে আত্মার কি ভূমিকা। 


ভালো লাগলে আপন জনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো পড়ুনঃ- জেনে নিন শ্রীকৃষ্ণের পাঁচটি শক্তিশালী অস্ত্র এর গুনাগুন? CLICK HERE



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা