নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।
আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল- হিন্দু ধর্মে গরুকে এত পবিত্র বলে মনে করা হয় কেন?
বন্ধুরা ইংরেজিতে একটি অনুবাদ বেশিরভাগ মানুষই শুনেছেন হয়তো Holy Cow - যার অর্থ হলো 'পবিত্র গরু' বা গাই। হিন্দু ধর্মে গরুকে একটি পবিত্র পশু বলে মানা হয়। ভারতের বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষদের বাড়িতেই কমবেশি গরু থাকে। এছাড়াও ভারতের রাস্তাঘাটে গরু বা গাই লক্ষ করা যায়। হিন্দু ধর্মে গরুকে পুজো করা হয় ও গরুকে মায়ের স্থান দেওয়া হয়েছে। এই কারণেই অনেক সময় আপনারা হিন্দিতে বলতে শুনেছেন হয়তো গাইমাতা। কিন্তু, প্রশ্ন হচ্ছে গরুকেই কেন এত প্রবিত্র বলে মনে করা হয়? অন্যান্য পশুকে নয় কেন? এর সাথে এটাও প্রশ্ন ওঠে গরুকে কেন মায়ের আসনে বসানো হলো? - চলুন বন্ধুরা এর উত্তরই জানাবো আজকে আপনাদের।
এই সকল বিষয় সম্পর্কে জানার আগে আমরা এই বিষয়টি দেখে নি স্বদেশী গরুর গুরুত্ব বা বিশেষত্ব কি? আর এটাও জেনে নি দেশি গরু অন্যান্য গরুর থেকে কেন আলাদা? দেশি গরুর পিঠের দিকে বা মাথার উপরের দিকটা উঁচু হয়ে থাকে, এই দেখে দেশি গরুর পরিচয় পাওয়া যায়। দেশি গরুর কানগুলি লম্বা হয়। এই বিষয়গুলো অন্যান্য গরুর ক্ষেত্রে দেখা যায় না, এগুলো শুধুমাত্র দেশি গরুর ক্ষেত্রেই দেখা যায়। দেশি গরু হলো একমাত্র দৈবীয় জীব যার সুরা- কেতু- নারী একত্রিত হয়ে তার রীরের পাশ দিয়ে সঙ্ঘবদ্ধ হয়েছে। এমনটা মনে করা হয় নারী সূর্য থেকে ঔষধি গুন গুলি আকর্ষণ করে। যখন সুরা-কেতু-নারী সৌরকিরণের সঙ্গে সম্পর্কিত হয় তখন গরুর রক্তে স্বর্ণ লবণের প্রবাহ মাত্রা বাড়ে । এই কারণেই দেশি গরুর দুধ, মাখন, ঘি সোনালী রংয়ের দেখতে হয়। বৈদিক গরুর গোবরের উপর পাতলা ঝিল্লির পর্দা দিয়ে ঢাকা থাকার জন্য সব সময় সেখান থেকে একটি সুখদায়ক গন্ধ ছড়ায়। কিন্তু দেশি গরুরই অন্যান্য প্রজাতির গোবর খুবই দুর্গন্ধযুক্ত হয়। অন্যান্য দেশের গরুর গোবর তরল হয়। কেননা তাদের গোবর শক্ত হয়ে একত্রিত হবে আটকে থাকার জন্য কোনো ঝিল্লি থাকে না।
দেশি গরুর দুধ সবসময় এটু-গ্ৰেড হয়। এই দুধকে সমৃদ্ধ পৌষ্টিক বলে মনে করা হয়। যা সুস্থ জীবন যাপন করার জন্য উপযোগী। দেশি গরু বাদে অন্যান্য গরুর দুধে এটু-জেনেটিকের গ্রেডের পরিমাণ খুবই কম। শুধু দুধই নয় এছাড়া আরো কিছু জিনিস আছে যার জন্য দেশি গরু অত্যন্ত সমৃদ্ধ। যেমন - ঘি, গোবর, গোমূত্র এবং চামড়া।
গরু বা গাই যতটা মানুষের থেকে নেয় তার থেকে অধিক পরিমাণে মানুষকে দেয়। হিন্দু ধর্মে সকল জীবকেই পবিত্র বলে মনে করা হয়েছে। মানুষ জন্মের পরে মাতৃদুগ্ধ পান করে। মায়ের পর বেশিরভাগ মানুষই গরুর দুধ পান করে তখন গরুর সঙ্গে সেই মানুষটির একটি মাতৃত্ব ভাব সৃষ্টি হয়। এই কারণেই হিন্দু ধর্মে গরুর জন্য বিশেষ সম্মান ও শ্রদ্ধা রয়েছে। বেশ কিছু অনুষ্ঠান, পূজার্চনা প্রভৃতিতে গরুকে সাজানো হয়। কিন্তু যে রকম ভাবে দেবতাদের পূজা করা হয়, সেই ভাবে গরুর পূজা করা হয় না। কিন্তু দেবতাদের নিচের স্থান রূপে হিন্দু ধর্মে গরুকে ধর্মের সঙ্গে যুক্ত একটি পশু হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গরুর অটুট সম্পর্ক অঙ্গাঅঙ্গি ভাবে যুক্ত। প্রতিটি হিন্দু মানুষই এটা জানেন যে শ্রীকৃষ্ণ গরু কতটা ভালোবাসতেন। শুধু তাই নয় গরুকেই ভগবান শ্রীকৃষ্ণের বাহন হিসাবে মানা হয়। যে কারণেই গরুকে হিন্দু ধর্মে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। এর সাথে ভগবান শিবের ক্ষেত্রেও আমরা এই গরুর মতোই প্রজাতি ষাঁরকে (নন্দী) দেখতে পাই। গরু বা গাই এই পৃথিবীতে জীবনের প্রতীক। গরু অত্যন্ত উদার । এই কারণে সে জল, ঘাস, খর প্রভৃতি এই সামান্য বিষয়গুলি ছাড়া আর কিছুই নয় না। বরং এর থেকে বেশি জিনিস সে আমাদেরকে দেয়। শুধু তাই নয় মৃত্যুর পরেও গরুর চামড়া দিয়ে - বেল্ট, মানি পার্স ইত্যাদি জিনিস গুলি তৈরি করা হয়। অনেকে এই গরুকে তুচ্ছ বলে মনে করেন। কিন্তু, গরুর সেবার সাথে প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যম জড়িয়ে রয়েছে।
বন্ধুরা আশাকরি লেখাটি পরে আপনারা সম্মৃদ্ধ হয়েছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আরো পড়ুন:- ভগবান শ্রীকৃষ্ণ মতে, কোন কোন কর্মের পাপ আমাদের লাগেনা? | Karma that are not Evil CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা