নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।
আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো- কল্কি অবতার কেমন হবে এবং কবেই-বা জন্ম নেবে এই কল্কি অবতার?
হিন্দু ধর্মগ্রন্থে এই কথাটির বর্ণনা পাওয়া যায় যে, যখন যখন এই পৃথিবীতে পাপ ও অন্যায়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন তখন ভগবান বিষ্ণু কোন না কোন রূপে এই পৃথিবীতে পাপীদের বিনষ্ট করতে অবতারিত হন। বামন অবতার, নরসিংহ অবতার, রাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার- এই সকল অবতারই হল এই কথাটির প্রমাণ। শাস্ত্রে ভগবান বিষ্ণুর 10টি অবতারের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে এখনো পর্যন্ত ভগবান বিষ্ণু 9টি অবতার ধারণ করেছেন। কিন্তু, কলিযুগে ভগবানের অন্তিম অবতার হওয়া এখনো বাকি আছে। এমনটা মনে করা হয় যে, যখন কলিযুগ নিজের পাপের চরম সীমায় পৌছে যাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারের কলিযুগের সকল অধর্মীদের নাশ করে এই কলিযুগের অন্ত করবেন ও পুনরায় ধর্ম স্থাপনা করবেন। কল্কি অবতার আজও সকল মানুষের জন্য একটি রহস্য। সকলেই জানতে চায় যে, ভগবান বিষ্ণু নিজের কল্কি অবতার কখন, কোথায় ও কেমন ভাবে ধারণ করবেন? কল্কি অবতার ভগবান বিষ্ণুর রূপ কেমন হবে? তার বাহনই-বা কি হবে?
বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতায়। শ্রীমদ্ভগবদ্গীতায় - শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যখন যখন ধর্মের হানি হয় আর অধর্ম ও পাপের পরিমাণ বৃদ্ধি পায় - তখন তখন ধর্মের স্থাপনের জন্য আমি অবতার ধারণ করি।
শ্রীমদ্ভগবত পুরাণের ১২তম স্কন্ধে লেখা রয়েছে যে, কল্কি অবতারের জন্ম কলিযুগের অন্ত ও সত্যযুগের সন্ধিকালে হবে। শাস্ত্র অনুযায়ী ভগবান রাম ও শ্রীকৃষ্ণের অবতার নিজের নিজের যুগের অন্তের সময়ই হয়েছিল। এই কারণে যখন কলিযুগের অন্ত কাছিয়ে আসবে তখন ভগবান কল্কি জন্ম নেবেন। আমাদের ধর্মগ্রন্থতে কল্কি অবতার সম্পর্কে একটি শ্লোক উল্লেখ করা রয়েছে। যা বলে দেয় যে, কলিযুগে ভগবান কল্কির অবতার কখন এবং কোথায় হবে? আর কল্কির পিতা কে হবেন?
সম্বল গ্রামে বিষ্ণুযশ নামক শ্রেষ্ঠ ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান কল্কির জন্ম হবে। এই কল্কি অবতার দেবদৎ নামে ঘোড়ার পিঠে চেপে সকল অধর্মীদের নাশ করবেন নিজের তরোয়ালের মাধ্যমে। তারপরেই শুরু হবে সত্য যুগের। ভগবান বিষ্ণুর কল্কি অবতার নিষ্কলঙ্ক অবতারের নামেও জানা যাবে। কল্কি অবতারে ভগবান বিষ্ণুর মাতার নাম হবে - সুমতি। এছাড়া তার তিনজন জ্যেষ্ঠ ভ্রাতা বা বড় ভাই থাকবে। যাদের নাম হবে সুমন্ত, প্রাঞ্জ ও কবি । ভগবান পরশুরাম হবে তাদের গুরু। ভগবান শ্রী কল্কির দুটি পত্নী হবে। লক্ষ্মী রুপি পদ্মা এবং বৈষ্ণবী রুপি রমা। তাদের পুত্র হবে - জয়, বিজয়, মেঘমাল তথা বলাহক।
পুরাণে বলা হয়েছে যে কলিযুগের অন্তে ভগবান এই অবতার ধারণ করবেন এবং অধর্মের বিনাশ করে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করবেন। এখন বর্তমানে কলিযুগের সামান্য কিছু সময় কেটেছে মাত্র। এই কারণে এখন এই অবতার টি ধারণ করতে অনেক সময় বাকি রয়েছে। এখন বর্তমানে আমারা কেবল প্রতীক্ষাই করতে পারি যে, কবে কল্কি ভগবান এই কলিযুগের ধারা কে উদ্ধার করার জন্য জন্ম নেবেন।
বন্ধুরা আশাকরি এই লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আরো পড়ুনঃ- মৃত্যুর 13 দিন পর আত্মা কোথায় যায়? | Where does the soul go after 13 days of death? CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা