Breaking

Search Content

Follow Us

শনিবার, ১৬ জুলাই, ২০২২

যে জিনিস দান করা কখনোই উচিত নয় - নাহলে হিতে বিপরীত হয়।

 


নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু। 


বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এই বিষয়টি জানেন না বলে তারা বারবার ভুল করে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে, সমস্ত ধর্মের ক্ষেত্রেই দানধর্মকে পরম পবিত্র কর্তব্য বলে মনে করা হয়। দান কথাটির মধ্যেই একটা মানসিক শান্তি নিহিত থাকে, অসহায় মানুষকে কিছু দান করা পুণ্যের কাজ বলে মনে করা হয়। দান করলে শুধুমাত্র পুণ্য নয় মানসিক শান্তি, বিপদ এবং নানা সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে, আমাদের এই সনাতন ধর্মে এমন অনেক জিনিস আছে যেগুলি দান করলে শুভ হওয়ার চেয়ে বরং অশুভই বেশি হয়। প্রাচীন বেশ কিছু গ্রন্থে দানের বিষয়ে বিভিন্ন রকমের রীতি এবং নিয়মের কথা বলা আছে।


দান বিশেষ কিছু নিয়মে করলে তবেই এর সবথেকে শুভ ফল পাওয়া যাবে, তাই নির্দিষ্ট নিয়ম ও রীতি অনুযায়ী দান করুন এবং কখনোই এই সমস্ত জিনিস গুলি দান করবেন না। এর দ্বারা শুভ ফল তো পাবেনই না বরং এর উল্টো ফল পাবেন তাই দান করুন সর্বদা ভেবেচিন্তে। আজ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই লেখার মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এই লেখা পড়ে আপনি সনাতন ধর্মের বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন তাই লেখাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।


বন্ধুরা, সবার প্রথমে যে বস্তুটির কথা বলব সেই বস্তুটি কখনোই দান করা আমাদের উচিত নয় কিন্তু বর্তমান অধিকাংশ ক্ষেত্রেই আমরা না জেনে এই বস্তুটি দান করে থাকি আর এই বস্তুটি হল প্লাস্টিকের কোনো জিনিস। হ্যাঁ বন্ধুরা প্লাস্টিকের কোন জিনিস কাউকে কখনো দান করবেন না বা কারো কাছ থেকে নেবেন না, এতে ঘরের সুখ সমৃদ্ধি কমতে শুরু করে। বন্ধুরা এখানে কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু দানের কথা বলা হচ্ছে উপহারের কথা কিন্তু বলা হয়নি, দান এবং উপহার কিন্তু এক বিষয় নয়। তবে উপহারের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করবেন প্লাস্টিকের জিনিস কখনোই কাউকে উপহারও দেওয়া উচিত নয়।


দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো তা দান করা অত্যন্ত পুণ্যের কাজ কিন্তু এই দান যদি সঠিকভাবে না করা হয়ে থাকে সেটাই কিন্তু খারাপ ফল দিয়ে থাকে, আর এই বস্তুটি হলো সরষের তেল। শাস্ত্র অনুযায়ী সরষের তেল পান করা ভালো কিন্তু তা যেন ব্যবহৃত না হয়, ব্যবহার করা সরষের তেল দান করলে বড় ঠাকুরের অর্থাৎ শনি দেবতার কুদৃষ্টির শিকার হতে হয়, তাই বন্ধুরা যদি সরষের তেল আপনি কাউকে দান করেন তাহলে তা ব্যবহার না করেই তাকে দান করুন এবং সেই দান কিন্তু অত্যন্ত শুভদান।


তৃতীয় যে বিষয়ে কথা বলবো, অনেকেই দেখবেন যে, নিজেদের পুরানো ছেড়া জামা কাপড় অন্য মানুষকে দান করে দেন। বন্ধুরা এই বিষয়টির কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সনাতন ধর্ম অনুযায়ী আপনার থেকে আর্থিকভাবে যদি কোন ব্যক্তি সমৃদ্ধ থাকেন তাকে কখনোই পুরানো জামা কাপড় দান করতে যাবেন না, কারণ এই দান কখনোই ভালো চোখে নেওয়া হয় না এবং এই দানের ফলে মা লক্ষ্মীও রুষ্ট হন, তাই যার প্রয়োজন রয়েছে তাকেই একমাত্র এই পুরানো জামা কাপড় এগুলি দান করুন সেক্ষেত্রে কোনো রূপ কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো আর্থিকভাবে সক্ষম ব্যক্তিকে পুরানো জামা কাপড় কখনোই দান করতে যাবেন না। এতে কিন্তু হীতের বিপরীত হয়।


চতুর্থ যে বিষয়ের কথা বলব তা হল, ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা ঝাড়ু কখনোই কাউকে দান করতে নেই, এতে আপনার জমানো অর্থ খরচ হয়ে যায় এবং বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে। তাই বন্ধুরা কোনো অবস্থাতেই ঝাড়ু কিন্তু কাউকে দান করবেন না বরং আপনি আপনার নিজের বাড়ির জন্য ঝাড়ু কিনে আনুন। শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট দিনে বাড়িতে ঝাড়ু কিনে আনলে, মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন।


পঞ্চমত যে বিষয়ের কথা বলব তা দান করা অত্যন্ত পুন্যের কাজ কিন্তু এটিও সঠিক নিয়মে করা প্রয়োজন আর সেটি হল ধর্ম গ্রন্থ। নতুন কোনো ধর্মগ্রন্থ দান করা যতটা পুণ্যের কাজ ঠিক ততটাই জীবনে ক্ষতি বহন করে নিয়ে আসে, যদি আপনি কাউকে কোনো পুরানো বা ছেড়া ধর্মগ্রন্থ দান করে থাকেন। তাই বন্ধুরা যদি কাউকে গ্রন্থ দেওয়ার একান্তই ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তাকে একটি নতুন গ্রন্থ দান করুন, তবে কাউকে পুস্তক দান করার সময় এই বিষয়টিও মাথায় রাখবেন যে, বই হল জ্ঞানের বাহন। তাই যে ব্যক্তি এই বস্তু বস্তুটির যথার্থ মর্যাদা দিতে পারবেন তাকেই কেবলমাত্র এই বস্তুটি দান করবেন কখনোই অপাত্রে গ্রন্থদান করতে যাবেন না, এতে হীতের বিপরীত হয়।


ষষ্ঠত যে বিষয়টির কথা বলব তা হল, কোনো প্রকার ধারালো জিনিস। শাস্ত্র অনুযায়ী কখনোই ধারালো জিনিস কাউকে দান করতে নেই এতে আপনি সৎ উদ্দেশ্য নিয়ে দান করলেও নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবেই ঘটবে। এই সমস্ত বস্তুগুলির পাশাপাশি আর যে সমস্ত বস্তুগুলি দান করতে নেই তার মধ্যে উল্লেখযোগ্য হলো, পুরানো স্টিলের বাসনপত্র বা যেকোনো জিনিস, নিজের ব্যবহার করা রুমাল এবং নিজের কলম বা লেখনি এইগুলিও কখনোই কিন্তু দান করতে নেই।


আশাকরি বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি মাথায় রেখেই আপনি কাউকে দান করবেন এবং দান যখনই করবেন নিঃস্বার্থভাবে দান করবেন তবেই সেই দানের যথার্থ মর্যাদা মেলে।


যাই হোক আজকের লেখাটি পড়ে আশাকরি আপনি অনেক কিছু জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। নমস্কার। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।


আরো পড়ুন - খারাপ সময় শুরুর পূর্বে ভগবানের এই ৭টি সংকেত - সম্পর্কে জানুন বিস্তারিত। CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা