Breaking

Search Content

Follow Us

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নতুন বছরের শুরুতে মানিব্যাগে রাখুন এই সামান্য জিনিস 🔥🔥🔥 সারাবছর আর্থিক সমৃদ্ধি হবে আপনার



নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু। 


নমস্কার দর্শক বন্ধুরা রাত পোহালেই শুরু হচ্ছে নতুন বছর, আর নতুন বছরে আমরা সকলেই সংকল্প গ্রহণ করে থাকি। প্রত্যেকটি কাজের প্রারম্ভে আমাদের অতি অবশ্যই সংকল্প গ্রহণ করা প্রয়োজন। তবেই সেই কাজটি বাস্তবে সফল হয়। আপনি আর্থিক সমৃদ্ধি চান অথবা শারীরিক সুস্থতা অথবা মনের শান্তি সমস্ত কিছুতেই সংকল্প গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন। আর যে সংকল্প আপনি করলেন সেই সংকল্প অনুযায়ী আমাদের কর্ম করে যেতে হয়, তবেই কাজটি বাস্তবে সফল হয়। তবে শুধুমাত্র কর্মের উপর সফলতা নির্ভর করে না ; সঙ্গে জড়িয়ে থাকে ভাগ্যোও। আর সেই ভাগ্যকে প্রসন্ন করতে আমরা বিভিন্ন উপায় কিমবা বিভিন্ন উপাচার করে থাকি। বন্ধুরা নতুন বছরের শুরুতে যদি আপনি আপনার মানিব্যাগ অথবা পার্সে মাত্র এই কয়েকটি জিনিসের মধ্যে সর্বদা একটি জিনিস সঙ্গে রাখতে পারেন তাহলে ভাগ্য সর্বদাই আপনার প্রসন্ন থাকবে। আমাদের পুরুষদের কাছে মানিব্যাগ বা মহিলাদের কাছে পার্স, এককথায় বলতে গেলে নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছেই এটি একটি অতি প্রয়োজনীয় দ্রব্য। বেশিরভাগ মানুষই জানেন না যে তাদের মানিব্যাগের উপরই তাদের আয়ের সংখ্যা নির্ভর করছে। তাই নিজেদের মানিব্যাগ সর্বদাই অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যদি মানিব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে অর্থের সমস্যায় নিঃসন্দেহে পরবেনই পড়বেন। মানিব্যাগ বা পার্স পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি অতি অবশ্যই অন্তত একটি দ্রব্য রাখা প্রয়োজন। আপনার সাথে সর্বক্ষণ যে হ্যান্ড ব্যাগ বা মানিব্যাগটি থাকে তাতে অতি অবশ্যই নতুন বছরে সর্বদা এই একটি জিনিস অবশ্যই রাখুন। এর ফলে নিঃসন্দেহে আপনার ভাগ্য সর্বদা ভালো থাকবে। এইরকমই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকের এই লেখাটিতে।


এই সম্পূর্ণ কার্যটি সঠিকভাবে করার ফলে আপনি নিশ্চিত অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন এবং তারই সঙ্গে আপনার উপার্জন ও সঞ্চয় অনেক গুণ বৃদ্ধি পাবে।


বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আমাদের হিন্দু ধর্মের ধনসম্পত্তি দেবী হলেন মা লক্ষী। সংসারে অর্থ বৃদ্ধি এবং সুখ শান্তি বৃদ্ধির জন্য আমরা মা লক্ষ্মীর পূজা করে থাকি। এই কারণেই যদি নিজের মানিব্যাগে বা পার্সে মা লক্ষী দেবীর একটি ছবি রাখতে পারেন তাহলে অর্থের অভাব কেটে গিয়ে উপার্জন বৃদ্ধি পাবে। তবে মা লক্ষী দেবীর ছবিটি কে কখনোই কিন্তু মানিব্যাগে মুড়িয়ে রাখবেন না। সর্বদা এই মানিব্যাগ খোলার সময় যাতে সেই মা লক্ষী দেবীর ছবিটি আপনার চোখে পড়ে সেই রকম জায়গায় মা লক্ষী দেবীর ছবিটিকে রাখবেন। এই বিষয়টিকে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন।


বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তাহলো সামান্য পরিমাণ চাল। হ্যাঁ বন্ধুরা, সামান্য কিছু চাল সেটা হতে পারে আতপ চাল অথবা যেই চালের ভাত আপনি প্রত্যেকদিন আহার করেন - সেই চাল গুনে গুনে ২১টি নিয়ে একটি কাগজে মুড়িয়ে নিন, তারপর সেটিকে আপনার মানিব্যাগে রাখুন। তবে এই কাজটি যদি আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। চাল হলো মা লক্ষ্মীর প্রতীক। আপনি আপনার মানি পার্সে বা মানিব্যাগে চাল রাখার অর্থ হলো সর্বদাই মা লক্ষী দেবী আপনার সঙ্গে বিরাজ করছেন।


তৃতীয়, যে বিষয়টির কথা বলব তা হল- পুরাণ মতে অসত্ত্ব পাতা সবসময়ই শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে দেখবেন বিভিন্ন স্থানে অসত্ত্ব বৃক্ষের পূজা করা হয় এবং অনেক সময় দেখবেন অসত্ত্ব বৃক্ষের ডালে মনস্কামনা পূরণের জন্য অনেকেই অনেক কিছু বেঁধে রাখেন। তাই এই নতুন বছরের শুরুতে আপনি যদি এই অসত্ত্ব গাছের একটি পাতা নিয়ে তা ভালো করে গঙ্গা জলে ধুয়ে আপনার মানিব্যাগ রাখতে পারেন তাহলে কোনো পরিস্থিতিতেই আপনি অর্থের অভাব অনুভব করবেন না। যদি পাতাটি শুকিয়ে যায় তাহলে আরও একটি নতুন সতেজপাতা আপনার মানিব্যাগে রাখতে হবে। পুরনো যে পাতাটি সেই পাতাটিকে আপনি জলে ভাসিয়ে দেবেন। এর ফলে অর্থের অভাব কখনোই কাছে ঘেষতে পারবে না। আপনার অর্থ এতটাই বৃদ্ধি পাবে যে কোনরূপ কোনো আর্থিক সংকট আপনার কিছুই করতে পারবে না।


চতুর্থ যে বিষয়টির কথা বলব তা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উন্নতি নির্ভর করে আমাদের প্রিয়জনদের ভালোবাসা ও গুরুজনদের আশীর্বাদের উপর। মাতা পিতার আশীর্বাদ ছাড়া মানুষ কোন কাজেই সফল হতে পারেনা। তাই বন্ধুরা মা-বাবা বা কোন গুরুজন যদি আপনাকে কোন আশীর্বাদ হিসেবে টাকা দেন সেই টাকার একটি নোট সেটি খরচ না করে সেটিকে যত্ন সহকারে আপনি আপনার কাছে রেখে দিন। এতে দেখবেন আপনার কাছে অর্থ সমৃদ্ধি ঘটবে। এছাড়াও আপনি সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা পাবেন। কারণ গুরুজনদের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। উক্ত নোটটি আপনি আপনার সঙ্গে রাখার সাথে সাথে যদি আপনি আপনার মানিব্যাগে গুরুজনের ছবি রাখেন তাহলে আপনার মনে সর্বদাই শান্তি বিরাজ করবে।


বন্ধুরা সবশেষে যে বিষয়টির কথা বলবো সেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার এই নতুন বছরে কোন কিছু মনস্কামনা পূরণ করার প্রবল ইচ্ছা থাকে তাহলে অতি অবশ্যই আপনি একটি সাদা কাগজের উপর আপনার মনস্কামনাটিকে পরিষ্কার করে বড় বড় করে লিখুন এবং তার সঙ্গে আপনি একটি ডেট কিংবা তারিখ দিয়ে দিন, যে কোন তারিখের মধ্যে আপনি আপনার এই মনস্কামনাটি কে পূর্ণ হতে দেখতে চান। এরপর সেই কাগজটিকে একটি লাল খামের মধ্যে পুরে তাতে সামান্য কিছুটা কর্পূর দিয়ে আপনার মানিব্যাগে রেখে দিন। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার লেখা এই মনস্কামনাটি কে অন্তত একবার হলেও জোরে জোরে পড়বেন।এর ফলে নিঃসন্দেহে আপনার মনস্কামনা আপনি নির্দিষ্ট সময়ের আগেই পূর্ণ করতে পারবেন। বিশ্বাস না হয় আপনি একবারটি করেই দেখুন।


বন্ধুরা এই সমস্ত কিছু নির্ভর করে পূর্ণ বিশ্বাসের উপর । আপনি যদি পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই সমস্ত কিছু করতে সক্ষম হন তাহলে নিঃসন্দেহে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে এগুলি সাহায্য করবে। কারণ ভাগ্য হলো আমাদের অবচেতন মনের আয়না। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা আমাদের অবচেতন মনকে শক্তিশালী করে তুলতে পারি। যা কোনো একটি নির্দিষ্ট কাজ করাতে আমাদের মনকে বাধ্য করে। যে বিষয়গুলির কথা বলা হলো তা আপনি একটিও রাখতে পারেন অথবা সবগুলোই আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন। এটি আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন এই সমস্ত কিছু করার পাশাপাশি নিজের কর্মকে কিন্তু কখনোই ভুলে যাবেন না।


আশাকরি এই লেখাটি পড়ে আপনি উপকৃত হতে পেরেছেন।যদি লেখাটি পড়ে সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে আপনজনের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ । ভালো থাকুন, সুস্থ থাকুন।


আরো পড়ুন:-  জানুন এই ২ টি শিবলিঙ্গের রহস্য, যেখানে লুকিয়ে আছে কলিযুগের ধ্বংসের কারণ !

CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।

If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.

( Please don't enter any spam link in the comment box.)

Thank You very much.

অমৃত কথা