নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু।
বন্ধুরা ঈশ্বরের সান্নিধ্য কেই বা না চায়। কিন্তু ঈশ্বর সকলকে নিজের আশীর্বাদ আলাদা আলাদা প্রকার ভাবে দিয়ে থাকে। কারো জীবনে অনেক কষ্ট থাকে, আবার কেউ জীবনে অনেক সুখে থাকেন। কিন্তু যখন একটি সাধারণ মানুষের সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তখন সে একবার হলেও ভেবে থাকে ঈশ্বর কি তার সঙ্গে আদৌ আছে নাকি নেই! তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এইরকমই আটটি সংকেত নিয়ে।
বন্ধুরা ভগবানের আশীর্বাদ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভগবানের প্রথম সংকেতটি হবে আপনার সকল কাজই আপনি অসফল হবেন। হ্যাঁ বন্ধুরা, এটা শোনার পর আপনার একটু অদ্ভুত মনে হতে পারে। কিন্তু বন্ধুরা এটাই সত্যি। আপনি খুব খাটাখাটনি করে কষ্ট করে আপনার কর্ম করলেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর এটি বারংবার হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনার চোখ খুলে যাচ্ছে।
বন্ধুরা দ্বিতীয় সংকেত টি হল আপনার নিজের উপর থেকে বিশ্বাস চলে যাবে। বন্ধুরা ভগবান যখন আপনার সঙ্গে থাকেন তখন আপনি খুব একা হয়ে যান। আপনি তখন কিছুই বুঝতে পারবেন না যে আপনি আগে কি করবেন। আপনি নিজেকে এমন পরিস্থিতির মধ্যে পাবেন যেখানে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। আপনি কাউকে নিজের এই অসফলতার কথা বলতে পারবেন না। যদি কাউকে বলতেও পারেন তাহলে তাদের কাছে আপনার এই কথাটি খুবই ছোট কথা বলে মনে হবে কিংবা তারা আপনার কথায় বিশেষ গুরুত্ব দেবে না।
বন্ধুরা ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন এর তৃতীয় সংকেতটি হল সেই মুহূর্তে আপনার জীবনের দুঃখ চরম সীমায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, তখন আপনার মনে হবে এর থেকে খারাপ আর কি বা হতে পারে। আপনি দুঃখের চরমসীমাকে অনুভব করতে থাকবেন। বন্ধুরা আপনারা মহান সাধু-সন্তদের দেখেছেন হয়তো। তারা প্রত্যেকেই কিন্তু দুঃখের মধ্যে জর্জরিত ছিলেন এবং তাদের মধ্যে ধীরে ধীরে বৈরাগ্য ভাব আসলো। আর এই জীবন এবং ভৌতিক সুখের আগে এগিয়ে গিয়ে ঈশ্বরকে জানার তৃষ্ণা জন্মায় তাদের মধ্যে। সবশেষে কিন্তু তারা ঈশ্বরের সাক্ষাৎ রূপ প্রাপ্ত করেন। বন্ধুরা এই দুঃখের ফলে মানুষ ভেঙ্গে পড়ে ঠিকই। কিন্তু, এই দুঃখই মানুষকে পুনরায় গড়ে তুলতে সাহায্য করে। সেই মানুষ ধীরে ধীরে এটা বুঝতে শেখে যে এই সংসারেই সম্পূর্ণ সুখ নেই। কিছু এমনও রয়েছে যা এই সংসারের ওপারে। বন্ধুরা ঈশ্বর আমাদের সবার প্রথমে হেরে যাওয়া শেখায়। কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি হেরে যাওয়ার দুঃখ অনুভব করছেন ততক্ষণ পর্যন্ত আপনি জেতার মাহাত্ম্য বুঝতে পারবেন না।
বন্ধুরা ঈশ্বরের চতুর্থ সংকেত টি হল - যখন আপনার সকল আশা ভঙ্গ হবে তখন আপনার মধ্যে একটি Inner search শুরু হবে অর্থাৎ আপনার ভিতরের একটি খোঁজ শুরু হবে। এই খোঁজের মাধ্যমে আপনি নিজেকেই নিজে ভালোভাবে পরীক্ষা করে দেখবেন আপনার কোথায় কোথায় ভুল ত্রুটি রয়েছে। এই খোঁজের মাধ্যমে আপনি যেই জিনিস গুলিতে কমা সেগুলিকে আপনি ঠিক করে উঠতে পারবেন। শুধু তাই নয় সেই মুহূর্তে তে আপনি আপনার জীবনে যা কিছু হারিয়েছেন এবং যেইসব কাজে অসফল হয়েছেন আপনি তখন তার কারণ খুঁজতে থাকবেন। আপনি তখন নিজেকেই নিজে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই সময় যখন আপনি নিজেই নিজের অন্তর আত্মার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হতে থাকবেন। এরপরে আপনার জীবনে একটি নতুন পরিবর্তন আসবে।
বন্ধুরা পঞ্চম সংকেতটি হল - আপনার জীবনযাপনের ভঙ্গিমা ও চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে যাবে। বন্ধুরা যখন আপনি নিজের সঙ্গে যুক্ত হতে থাকেন তখন নিজের ভুলগুলো নিজেই ধরতে পারেন। যার ফলে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে থাকেন। আপনি আগের থেকে অনেক শান্ত, স্থির এবং প্রত্যেকটি বিষয়কে গভীরভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া এই রূপ একজন ব্যক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকেন। বন্ধুরা আমরা যখনই ঈশ্বরের পথে চলি তখন সবার প্রথমে তিনি আমাদের মধ্যে একটি বিরাট বড় পরিবর্তন আনেন, যার মাধ্যমে আমরা যেন তার ভাষাটি বুঝতে পারি। বন্ধুরা যতক্ষণ পর্যন্ত না আমরা ঈশ্বরের গুণ গুলোকে বুঝতে সক্ষম হব ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের আমাদের প্রতি ভালোবাসা সম্পর্কেও বুঝতে পারব না। এই কারণেই ঈশ্বর আমাদের মধ্যে পরিবর্তন আনেন। আমাদের তার ভাষা বোঝানোর চেষ্টা করেন। এই বোঝানোর ভাষা হয়তো দুঃখের মাধ্যমেও হতে পারে।
ষষ্ঠ সংকেতটি হল - আপনি কোন জিনিসের মধ্যেই হার জিতের পার্থক্য করবেন না। বন্ধুরা এটা সেই সময় যখন আপনি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছেন বা নিজেকে পাল্টে ফেলেছেন। এখন আপনার জীবনকে দেখার ভঙ্গিমা পুরোটাই পাল্টে গিয়েছে। যার ফলে বাইরের জগতে হওয়া ঘটনাগুলিও আপনার জীবনে খুব কম প্রভাব ফেলবে। এই সংসারে হওয়া প্রত্যেকটি ঘটনাকে আপনি একটি নাটক রূপে দেখা শুরু করবেন। আপনার মধ্যে একটু গম্ভীর্য ভাব চলে আসবে।
বন্ধুরা সপ্তম সংকেতটি হল - যখন আপনি এটা ভাবতে থাকবেন আপনি ঈশ্বরের অনেক কাছে পৌঁছে গিয়েছেন সেই সময়ই আপনি আপনার জীবনে সবথেকে বড় ধাক্কা খাবেন। বন্ধুরা এটা ঈশ্বরের সবথেকে কঠিন পরীক্ষা হয়ে থাকে। এখানে আপনার বিশ্বাস, আপনার বুদ্ধি সমস্ত কিছু পরীক্ষা করা হবে। যা কিছু আপনি আপনার যাত্রা, আপনার সাধনার মাধ্যমে শিখেছেন। এই সময় আপনার জীবনে এমন ধরনের দুঃখ কিংবা সুখ আসবে তখন আপনি ভাববেন ঈশ্বর তো কিছুই না। ঈশ্বর কেবলমাত্র একটি মিথ্যে চিন্তন মাত্র, যা ছলনা ছাড়া আর কিছুই নয়। এই সময় সব থেকে অধিক ধৈর্যের হয়ে থাকে। এই সময় যদি আপনি আপনার পথ থেকে বিচলিত না হন তাহলে অষ্টম সংকেত রুপে ঈশ্বর নিজেই আপনার সম্মুখে উপস্থিত হন। সেটা যেকোনো রূপে হতে পারে।
বন্ধুরা এই অষ্টম সংকেতটি এমন প্রকৃতির হয়ে থাকে যাকে শব্দের মাধ্যমে ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে পৌঁছানোর পর আপনার মনে বিন্দুমাত্রও সংশয় থাকবে না যে ঈশ্বর আপনার সঙ্গে নেই। কিন্তু তা সত্ত্বেও আপনার সর্বক্ষণ "ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন" এরকম অনুভূতি আসবে। আপনি এই অনুভূতিটি প্রাপ্ত করার পর এমন শান্তি ও আনন্দ অনুভব করবেন যাকে শব্দের মাধ্যমে ভাষায় প্রকাশ করা যাবে না।
বন্ধুরা এই ঈশ্বরের আপনার সঙ্গে হওয়া এবং না হওয়া এই সম্পর্কিত সম্পূর্ণ বিষয়টি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আরো পড়ুন:- 2023 সালে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে || মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় || মকর সংক্রান্তির মাহাত্ম্য - CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
If you have any questions or queries then comments in the comment box. To get regular updates subscribe us and please share this wisdom and knowledge.
( Please don't enter any spam link in the comment box.)
Thank You very much.
অমৃত কথা